West Bengal Live Blog: আজ মহালয়া, সকাল থেকেই গঙ্গার ঘাটে ঘাটে ভিড়, সূচনা হল দেবীপক্ষের
West Bengal Live Update: এই মুহূর্তের সব গুরুত্বপূর্ণ খবর
LIVE

Background
কলকাতা: এই মুহূর্তের সব গুরুত্বপূর্ণ খবর...
১। কারামন্ত্রীর কারাবাস না জামিন? কোর্টে ঝুলে রইল চন্দ্রনাথের ভাগ্য। মঙ্গলবার রায়। প্রভাবশালী তত্ত্বে ৭দিনের হেফাজতে চায় ED
২। প্রথমে চাইলেও দেননি। চার্জশিটের পর তড়িঘড়ি নথি জমা। বোঝাই যাচ্ছে কতটা প্রভাবশালী কারামন্ত্রী। সওয়াল ED-র। যা তথ্য চেয়েছিল, কম সময়ে দেওয়া যায় না, পাল্টা চন্দ্রনাথের আইনজীবী।
৩। নথি চাইয়ে কেন সময়মতো দেননি? চার্জশিট জমা দেওয়ার পর তড়িঘড়ি কীভাবে নথি জমা? কারামন্ত্রীর আইনজীবীকে প্রশ্ন বিচারকের। তদন্তে সহযোগিতা করতে পারতেন, মন্তব্য বিচারকের।
৩এ। চন্দ্রনাথের পাশাপাশি জীবনকৃষ্ণের পিসির অ্যাকাউন্টও ইডির নজরে। সম্পত্তি ও অ্যাকাউন্টের তথ্য ধরে সাঁইথিয়ার তৃণমূল কাউন্সিলর মায়া সাহাকে ফের জিজ্ঞাসাবাদ।
৩বি। ফের রাজ্যে NIA-র অভিযান। এবার মানব পাচার মামলায় বনগাঁর পেট্রাপোল ও মধ্যমগ্রামে হানা NIA ও বেঙ্গল STF-এর। ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি।
ফের NIA অভিযান
৪। কুড়মি-বিক্ষোভে কোটশিলা স্টেশনে ধুনধুমার। পুলিশ-আন্দোলনকারী সংধর্ষ। পাথর বৃষ্টি.....পাল্টা লাঠি-কাঁদানে গ্যাস। আহত পুলিশ-সহ একাধিক আন্দোলনকারী।
৪এ। কুড়মিদের তপশিলি উপজাতি তালিকায় অন্তর্ভূক্তি, সারনা ধর্মের স্বীকৃতি-সহ একাধিক দাবি। কুড়মি আন্দোলনে পশ্চিমবঙ্গে, ঝাড়খণ্ডে ব্যাহত রেল পরিষেবা। চরম দুর্ভোগ।
৫। হাতিবাগান, টালা প্রত্যয় থেকে শ্রীভূমি। মহালয়ার আগেই পুজো মণ্ডপে মুখ্যমন্ত্রী।
৬। পুজো মণ্ডপে দাঁড়িয়ে, ফের পরিযায়ী ইস্যুতে বাঙালি অস্মিতায় শান মুখ্যমন্ত্রীর
ফের ভিনরাজ্যে কাজে গিয়ে মৃত্যু বাঙালি শ্রমিকের। কেরলে দুর্ঘটনায় নিহত বারাসাতের শ্রমিকের। তিনতলা থেকে পড়ে মাথায় চোট। হাসপাতালে মৃত্যু।
৭। দুর্গাপুরে তৃণমূল নেতার রহস্যমৃত্যু। সিঁড়ির তলায় ঝুলন্ত দেহ উদ্ধার। খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ শাসক দলের।
৮। নবদ্বীপে বিজেপি কর্মী খুন। ২ দিন পরেও গ্রেফতারি শূন্য। CBI চায় পরিবার। কল্য়াণী AIIMS ময়নাতদন্ত। পরিকল্পিত হত্যা, অভিযোগ শুভেনদুর। বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব, পাল্টা কুণাল।
৮এ। ঢোলাহাটে আক্রান্ত তৃণমূল নেতা। বাড়িতে চড়াও দুষকৃতীরা। কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ। এলোপাথাড়ি কোপ। রাজনৈতিক শত্রুতা না অন্য কারণ? খতিয়ে দেখছে পুলিশ।
৯। পাঁশকুড়া হাসপাতালে জাতীয় মহিলা কমিশন। জাহিরের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ হাসপাতালের ৪১ জন মহিলার। দাবি অর্চনার। সব সত্য কিনা, সেটাও খতিয়ে দেখতে হবে, পাল্টা কুণাল।
১০। কেন খুন রামপুরহাটের সকুল ছাত্রী? শিক্ষকের ভাড়া বাড়িতেই কি হত্যা? ধৃতকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে ফরেন্সিক দল।
১১। পাক ক্রিকেট বোর্ডের অভিযোগকে পাত্তাই দিল না আইসিসি। আজ ভারতের বিরুদ্ধে ম্যাচে, রেফারি সেই অ্যান্ডি পাইক্রফট। ম্যাচের আগে সাংবাদিক বৈঠক বাতিল পাকিস্তানের।
১২। পুজোয় বৃষ্টির ভ্রুকুটি। তৃতীয়াতে বঙ্গোপসাগরে নিম্নচাপ। নবমীর রাত থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের। মহালয়াতেও দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস।
পুজোয় ভিলেন বৃষ্টি?
Behala News: বেহালার সখেরবাজারে আক্রান্ত ডেলিভারি বয়!
বেহালার সখেরবাজারে আক্রান্ত ডেলিভারি বয়!
দুই প্রোমোটারের বিরুদ্ধে বেধড়ক মারধরের অভিযোগ
শনিবার রাতে সাইকেলে চেপে বাড়ি ফিরছিলেন ওই ডেলিভারি বয়
আক্রান্ত ডেলিভারি বয় নিরুপম ভুঁই সখেরবাজারের বাসিন্দা
রাস্তা পার হওয়ার সময় সামনে বাইক চলে আসে, অভিযোগ আক্রান্তের
বাইক থেকে প্রথমে রাস্তায় পড়ে যান দুই প্রোমোটার
দুই প্রোমোটারকে সাহায্য করতে গেলে ডেলিভারি বয়কে পাল্টা মারধরের অভিযোগ
প্রাণভয়ে এলাকা থেকে পালিয়ে যান ওই ডেভিভারি বয়
থানায় অভিযোগ দায়ের, পলাতক দুই প্রোমোটার জয়দেব সর্দার, সৌমেন দাস
পুলিশ কোনও ব্যবস্থা নিচ্ছে না, অভিযোগ আক্রান্তের
West Bengal News: একবালপুরে প্রতিবাদী খুন, ১৩ দিনের মাথায় প্রথম গ্রেফতার
একবালপুরে প্রতিবাদী খুন, ১৩ দিনের মাথায় প্রথম গ্রেফতার
একবালপুরে প্রতিবাদীকে খুনের ঘটনায় গ্রেফতার আমজাদ
নিউটাউন থেকে লালবাজারের গোয়েন্দাদের জালে আমজাদ
০৮.০৯.২৫: একবালপুরে মদের আসরের প্রতিবাদ করায় যুবককে কুপিয়ে খুনের অভিযোগ






















