West Bengal News Live Update: এবিপি আনন্দর ‘নির্মাণ ভাবনায় সেরা’র সম্মান পেল নাগেরবাজারের দক্ষিণপাড়া দুর্গোৎসব
WB News Live: রাজ্যের প্রতি মুহূর্তের খবরের আপডেটে চোখ রাখুন
LIVE

Background
বেহালা নূতন দলের পুজো মণ্ডপে এসে মহিলার মৃত্যু। গতকাল মধ্যরাতে প্রতিমা দর্শনের পরে বেরিয়েই অসুস্থ মহিলা। এক্সিট গেটের সামনে অসুস্থ হয়ে পড়েন হরিদেবপুরের সঙ্গীতা রানা। সঙ্গে সঙ্গে অসুস্থ মহিলাকে CPR দেন কর্তব্যরত পুলিশ কর্মীরা। অবস্থার অবনতি হওয়ায় নিয়ে যাওয়া হয় বিদ্যাসাগর হাসপাতালে। সেখানেই সঙ্গীতা রানা নামে ওই মহিলাকে মৃত বলে ঘোষণা করা হয়। হাঁপানির ক্রনিক রোগী ছিলেন সঙ্গীতা, জানিয়েছে পরিবার। গ্রিন করিডর করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় অসুস্থ মহিলাকে। মৃত মহিলার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে: পুলিশ সূত্র।
জলপাইগুড়ির বৈকন্ঠপুর রাজবাড়ির পুজো ৫১৬ বছরে পা দিল। মা দুর্গাকে দেওয়া হয় আমিষ ভোগ। ভোগে ছিল বোয়াল, মহাশোল, চিতল, কাতল, ইলিশ মাছ, পাঁচরকম ভাজা ও মিষ্টি। প্রাচীন ঐতিহ্য মেনেই পুজো হয় বৈকুন্ঠপুর রাজবাড়িতে।
দিঘার জগন্নাথ মন্দিরের আদলে তৈরি হয়েছে দুর্গাপুরের শঙ্করপুর সর্বজনীনের পুজো মণ্ডপ। সপরিবারে সেই পুজো দেখে এলেন বাঁকুড়ার বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। পুজো উদ্যোক্তা স্থানীয় তৃণমূল নেতার প্রস্তাব, এবার দিঘায় গিয়ে জগন্নাথ মন্দির দেখে আসুন বিজেপি সাংসদ। পুজো নিয়ে কোনও রাজনৈতিক বিতর্কের জায়গা নেই, মন্তব্য বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর।
পুজোর দিনগুলি বৃষ্টি এসে মাটি করবে কিনা, এনিয়ে শঙ্কা সবার মনেই ছিল। কিন্তু উমা আরাধনার দিনগুলিতে এখনও অবধি ফের নতুন করে বৃষ্টির মুখোমুখী হতে হয়নি কলকাতাকে। কিন্তু এবার নবমী। আর আজ থেকেই দক্ষিণবঙ্গের ১৫ জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। অপরদিকে, আবহাওয়া নিয়ে সতর্কতা জারি করেছে পশ্চিমবঙ্গ পুলিশ। আইএমডি সূত্রে খবর, আজ সকাল সাড়ে ৮ টা থেকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে, কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায়। পাশাপাশি ৩০ থেকে ৪০ কিমি গতিবেগে ঘণ্টায় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে খবর।অপরদিকে, পশ্চিমবঙ্গ পুলিশ এক্সহ্যান্ডেলে নিম্নচাপের কথা জানিয়েছে।
West Bengal News Live Update: মুদিয়ালি থেকে বর্ধমান, কুমারী-পুজো দেখতে দিকে-দিকে মানুষের ভিড়
মহানবমীতে বেলুড় মঠে বিশেষ পুজো। মুদিয়ালি থেকে বর্ধমান, কুমারী-পুজো দেখতে দিকে-দিকে মানুষের ভিড়। বাড়ির পুজোয় মাতোয়ারা কোয়েল।
Weather News Update: এবিপি আনন্দর ‘নির্মাণ ভাবনায় সেরা’র সম্মান পেল নাগেরবাজারের দক্ষিণপাড়া দুর্গোৎসব
ওঠাপড়া সত্ত্বেও জীবন প্রবহমান। ৬৫ বছরের পুজোর থিম-প্রবাহী। এবিপি আনন্দর ‘নির্মাণ ভাবনায় সেরা’র সম্মান পেল নাগেরবাজারের দক্ষিণপাড়া দুর্গোৎসব।






















