WB News Live Update : কাশ্মীরের ঘটনার প্রতিবাদ, শুভেন্দুর নেতৃত্বে শহরে বিজেপির মিছিল
West Bengal News LIVE : রাজ্যের সব খবরের লাইভ আপডেট দেখতে ক্লিক করুন...

Background
কলকাতা : কেষ্টপুর থেকে গোটা সাহা পরিবার গেছিল কাশ্মীরে ঘুরতে। দিল্লি হয়ে বৈষ্ণোদেবী মন্দিরে পুজো দিয়ে ১৪ জনের দলটি গেছিল পহেলগাঁওয়ে। সেখানে ২ দিন ছিলেন তাঁরা। বৈসরণে যাওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে গাড়ি চালকের নিষেধ শুনে আর যাননি। পহেলগাঁও ঘুরে গতকাল শ্রীনগরে ফেরার পরেই শুনেছেন জঙ্গি হামলার কথা। বরাতজোরে বেঁচেছে সাহা পরিবার। শুক্রবার ফেরার টিকিট কাটা রয়েছে। কিন্তু এই অবস্থায় কীভাবে ফিরবেন বুঝতে পারছে না কেষ্টপুরের ওই পরিবার।
স্ত্রীকে নিয়ে কাশ্মীরে বেড়াতে গেছেন কৃষ্ণনগরের বাসিন্দা সুদীপ্ত দাস। তাঁদেরও গতকাল পহেলগাঁওয়ে যাওয়ার কথা ছিল। বরাত জোরে বেঁচেছেন।
কাশ্মীরে জঙ্গি হামলায় মৃত্যু হয়েছে এ রাজ্যের আরও এক বাসিন্দার। স্ত্রী, সন্তানদের সামনেই জঙ্গিরা তাঁকে গুলি করে মারে বলে জানা গেছে। নিহত মণীশ রঞ্জন কেন্দ্রীয় গোয়েন্দা বিভাগে কর্মরত ছিলেন। গত ২ বছর হায়দরাবাদে থাকতেন। মণীশের বাড়ি পুরুলিয়ার ঝালদা শহরের ৫ নম্বর ওয়ার্ডে। ছুটিতে সপরিবারে কাশ্মীরে বেড়াতে গেছিলেন ওই IB অফিসার। গতকাল পহেলগাঁও হিল স্টেশন থেকে প্রায় ৫ কিমি দূরে বৈসরন উপত্যকায় জঙ্গিদের এলোপাথাড়ি গুলিতে প্রাণ হারান মণীশ।
রাতের অন্ধকারে দুষ্কৃতি হামলা। বাধা দিতে গিয়ে আক্রান্ত পাহারাদার। দুষ্কৃতীর ধারালো অস্ত্রের আঘাতে মৃত্যু এক পাহারাদারের। আহত দুইজন। মালদার ইংরেজবাজার থানার অমৃতি এলাকার ঘটনা। ঘটনা ঘিরে এলাকায় উত্তেজনা। পুলিশের নিক্সিয়তার অভিযোগ। আহতদের মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
২ দিনের মাথায় ঘেরাও মুক্ত SSC চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। শর্তসাপেক্ষে ২ দিনের মাথায় ঘেরাও মুক্ত SSC চেয়ারম্যান। SSC চেয়ারম্যান ঘেরাও মুক্ত হলেও এখনও ধর্নায় চাকরিহারারা। আজ হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মামলার শুনানি। মামলায় সশরীরের হাজিরার জন্য ঘেরাও মুক্ত SSC চেয়ারম্যান। 'OMR সংক্রান্ত মামলায় ইতিবাচক ভূমিকা নিতে হবে SSC চেয়ারম্যানকে। 'আদালত নির্দেশ মেনে পদক্ষেপ করতে হবে SSC -কে' । SSC চেয়ারম্যানকে ঘেরাও মুক্ত করে শর্ত চাকরিহারা শিক্ষকদের
Kashmir News Update: '২৬-এর বদলা ২৬০ জিহাদিকে মেরে বদলা নিয়ে দেখাক ভারতীয় সেনা', হুঙ্কার শুভেন্দুর
'২৬-এর বদলা ২৬০ জিহাদিকে মেরে বদলা নিয়ে দেখাক ভারতীয় সেনা। এদেরকে মাটিতে মিশিয়ে দেওয়া উচিত, যেন ধূলা ছাড়া কিছু না থাকে।' পহেলগাঁও হামলার পর হুঙ্কার শুভেন্দু অধিকারীর।
Pahalgam News Live Update: কাশ্মীরের ঘটনার প্রতিবাদ, শুভেন্দুর নেতৃত্বে শহরে বিজেপির মিছিল
কাশ্মীরের ঘটনার প্রতিবাদ, শহরে বিজেপির মিছিল। মৌলালি থেকে শিয়ালদা পর্যন্ত প্রতিবাদ মিছিল। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে মিছিল। পহেলগাঁও পর্যটকদের ওপর গুলিবৃষ্টি, বাংলার ৩-সহ ২৬ জনের মৃত্যু।






















