West Bengal News LIVE: শিয়ালদা থেকে ট্রেনে মালদা পৌঁছলেন সিভি আনন্দ বোস
West Bengal News LIVE : রাজ্যের সব খবরের লাইভ আপডেট দেখতে ক্লিক করুন...

Background
কলকাতা : 'সন্ত্রস্ত মুর্শিদাবাদে আপাতত থাকছে কেন্দ্রীয় বাহিনী। শান্তিরক্ষা, পুনর্বাসনের জন্য পদক্ষেপ নিতে হবে', মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী নিয়ে নির্দেশ হাইকোর্টের । 'মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী থাকুক, চাইছে কেন্দ্র। অন্য জেলাতেও অশান্তির আশঙ্কা আছে, বলছে গোয়েন্দা রিপোর্ট। উপদ্রুত এলাকায় কাজের ক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনীকে স্বাধীন ক্ষমতা দেওয়া হোক', ওয়াকফ-বিক্ষোভের নামে তাণ্ডব, হাইকোর্টে সওয়াল কেন্দ্রের।
বঙ্গ রাজনীতিতে তোলপাড়, বিয়ে করছেন দিলীপ ঘোষ! ছাদনাতলায় দিলীপ ঘোষ, পাত্রী বিজেপি মহিলা মোর্চার নেত্রী। দঃ কলকাতা বিজেপির মহিলা মোর্চার নেত্রী রিঙ্কু মজুমদার। নিউটাউনের বাসিন্দা রিঙ্কু, কালই ছাদনাতলায় দিলীপ ঘোষ। সম্ভবত কালই নিউটাউনের বাড়িতে রেজিস্ট্রি করে বিয়ে।
অশান্ত সামশেরগঞ্জ, সুতি থানার IC বদল। সামশেরগঞ্জের নতুন IC সুব্রত ঘোষ, এলেন ভূপতিনগর থেকে । সুতি থানার নতুন IC সুপ্রিয়রঞ্জন মাঝি, এলেন পূর্ব বর্ধমান থেকে।OC-র বদলে সামশেরগঞ্জ, সুতি থানার চার্জে নতুন IC
রাজ্যপালকে এখনই মুর্শিদাবাদ না যাওয়ার আবেদন মুখ্যমন্ত্রীর। শান্তির পরিবেশ তৈরি হয়েছে, এই অবস্থায় কেউ যেন না যান। 'আমিও যেতে পারতাম, ঠিক সময়ে যাব, সরকারের উপর ভরসা রাখুন। মণিপুর, ত্রিপুরা, অসমে যেতে বলুন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে, জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রীর 'বারণ' সত্ত্বেও মুর্শিদাবাদ যাচ্ছেন রাজ্যপাল । 'শান্তি প্রতিষ্ঠা হলে ভালই, আমি সেভাবেই রিপোর্ট দেব। আক্রান্তরা বিএসএফের স্থায়ী ক্যাম্পের জন্য আবেদন করেছেন। এলাকায় গিয়ে এটা খতিয়ে দেখে রিপোর্ট দেওয়া দরকার', মুখ্যমন্ত্রীর 'অনুরোধ' অগ্রাহ্য করে পাল্টা বললেন রাজ্যপাল।
গতকাল সন্ধ্যা রাতে আচমকাই ঝড় ও বৃষ্টি কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। শিলাবৃষ্টির খবরও মিলেছে। একের পর এক বাজ পড়ছে। তারই মাঝে নববর্ষে স্বস্তির আবহাওয়া কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জায়গায়।
WB News Live: শিয়ালদা থেকে ট্রেনে মালদা পৌঁছলেন সিভি আনন্দ বোস
মুখ্য়মন্ত্রীর 'আপত্তি' উড়িয়েই মালদায় রাজ্যপাল। শিয়ালদা থেকে ট্রেনে মালদা পৌঁছলেন সিভি আনন্দ বোস। মালদায় ঘরছাড়াদের সঙ্গে কথা বলবেন সিভি আনন্দ বোস। গতকাল রাজভবনে মুর্শিদাবাদের ঘরছাড়াদের একাংশের সঙ্গে একান্তে কথা বলেন রাজ্যপাল।
West Bengal News Live: দিলীপ ঘোষকে শুভেচ্ছাবার্তা, ফুলের তোড়া পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়...
দিলীপ ঘোষকে শুভেচ্ছাবার্তা, ফুলের তোড়া পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়...






















