West Bengal News Live Updates: ভারত-বাংলাদেশ সীমান্তের ৩ কিমি দূরে নদিয়ায় পর পর বাঙ্কারের হদিশ !
WB News Live Updates: সব জেলার প্রতি মুহূর্তের সমস্ত খবর দেখুন একনজরে।

Background
কলকাতা : সীমান্ত থেকে ঢিল ছোড়া দূরত্বে একের পর এক বাঙ্কার। নদিয়ার কৃষ্ণগঞ্জে সীমান্তের কাছে ৪টি বাঙ্কারের হদিশ। ভারত-বাংলাদেশ সীমান্তের ৩ কিমি দূরে পর পর বাঙ্কার। কৃষ্ণগঞ্জে আমাবাগানের মধ্যে মাটির নীচে, ঘরের ভিতর বাঙ্কার। মাটির তলায় বাঙ্কারের মধ্যে লোহার কন্টেনার। বাঙ্কারের ভিতরে নিষিদ্ধ কাফ সিরাপ ফেন্সিডিলের রাশি রাশি বোতল। শুধুই কি নিষিদ্ধ কাফ সিরাপ রাখতে মাটির তলায় বাঙ্কার? না কি অনুপ্রবেশকারীদের বাঙ্কারে লুকিয়ে রাখা হত? বাঙ্কারে কি শুধুই কাফ সিরাপ থাকত? নাকি অস্ত্রও রাখা হত? প্রজাতন্ত্র দিবসের আগে ঘনীভূত বাঙ্কার-রহস্য। কলেজের সামনে আমবাগানে মাটির তলায় কীভাবে বাঙ্কার? কীভাবে নজর এড়িয়ে তৈরি হল একের পর এক বাঙ্কার? ওপার থেকে এপারে লাগাতার উস্কানির মধ্যে কোথায় নজরদারি ?
এবার দক্ষিণ ২৪ পরগনার নোদাখালিতে যুব তৃণমূল নেতাকে গুলি করে খুনের চেষ্টা। গুলিবিদ্ধ দক্ষিণ রায়পুরের যুব তৃণমূলের অঞ্চল সভাপতি কৃষ্ণপদ মণ্ডল। আজ সকাল ১১টা নাগাদ রায়পুর স্কুল মোড়ে ৩ জন বাইকে করে এসে যুব তৃণমূলের অঞ্চল সভাপতিকে লক্ষ্য করে গুলি চালায়। আশঙ্কাজনক অবস্থায় গুলিবিদ্ধ যুব তৃণমূল নেতাকে কলকাতার CMRI হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। বছর চারেক আগে, ২০২১-এর ১৭ মে, যুব তৃণমূল নেতা কৃষ্ণপদ মণ্ডল গুলিবিদ্ধ হন। সেই সময় তৃণমূলের গোষ্ঠীকোন্দলে গুলি চলে বলে অভিযোগ উঠলেও শাসকদল ব্যবসায়িক বিবাদের দাবি করে।
আর জি কর-কাণ্ডে সাজাপ্রাপ্ত সঞ্জয় রায়ের আইনজীবী বদল। সঞ্জয়ের নতুন আইনজীবী যশ জালান। লিগাল এইড সার্ভিস সত্য সামনে আসতে দেয়নি। রাজ্য সরকার ও কলকাতার তৎকালীন CP সত্য সামনে আসতে দেননি। ওকালতানামাতেও সই করতে দেওয়া হয়নি, দাবি সঞ্জয়ের নতুন আইনজীবীর।
২৬ দিনের লড়াই শেষ। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে মৃত্যু হল জলপাইগুড়ির প্রসূতি সান্ত্বনা রায় মাতব্বরের। ময়নাতদন্ত চেয়ে সুপারকে চিঠি দিল মৃতের পরিবার। তাদের অভিযোগ, হাসপাতাল পুলিশের কাছে যেতে বলে। এরপর শুরু হয় পুলিশি টালবাহানা। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের পুলিশ ফাঁড়ি থেকে পাঠানো হয় জলপাইগুড়ি কোতোয়ালি থানায়। সেখানেও কাজ না হওয়ায় জলপাইগুড়ির পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছে মৃত প্রসূতির পরিবার। ২৯ ডিসেম্বর জলপাইগুড়ি মেডিক্যাল কলেজে সন্তান প্রসবের পরেই প্রসূতির শারীরিক অবস্থার অবনতি হয়। ২ জানুয়ারি তাঁকে স্থানান্তরিত করা হয় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে। সেখানেই গতকাল প্রসূতির মৃত্যু হয়। মৃতের পরিবার আগেই স্যালাইন ও ইঞ্জেকশনের গুণগত মান নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি, চিকিৎসায় গাফিলতির অভিযোগ তোলে।
WB News Live: ভারত-বাংলাদেশ সীমান্তের ৩ কিমি দূরে নদিয়ায় পর পর বাঙ্কারের হদিশ !
বাংলাদেশের লাগাতার উস্কানির মধ্যে এবার সীমান্তে রহস্যময় বাঙ্কার ! নদিয়ার কৃষ্ণগঞ্জে কোথাও মাটির নীচে, কোথাও আমবাগানে বাঙ্কার ! মাটির নীচে বড় লোহার কন্টেনার, জানতেই পারল না কেউ ! নদিয়া সীমান্ত ১০০ মিটারের মধ্যে ৪টি বাঙ্কার, জানতেই পারল না কেউ ! ভারত-বাংলাদেশ সীমান্তের ৩ কিমি দূরে নদিয়ায় পর পর বাঙ্কারের হদিশ !
West Bengal News Live Update: ফের চিকিৎসকদের রোস্টার তলব করল স্বাস্থ্য দফতর
আর জি কর কাণ্ডের পর স্যালাইন কাণ্ডেও প্রশ্নের মুখে স্বাস্থ্য প্রশাসন। আর তা নিয়ে কাটাছেঁড়ার আবহে ফের চিকিৎসকদের রোস্টার তলব করল স্বাস্থ্য দফতর। চাওয়া হল সব সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চিকিৎসকদের এক মাসের রোস্টার। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, চিকিৎসকদের উপস্থিতি যাচাই করতে আচমকা পরিদর্শনেও যাবে বিশেষ দল।






















