West Bengal News LIVE Updates: ভিজিটর্স বুকে এন্ট্রি ছাড়াই কীভাবে তরুণীকে নিয়ে যাওয়া হল বয়েজ হস্টেলে?
WB News LIVE Updates: জেলা থেকে রাজ্যের সব খবরের আপডেটস
LIVE

Background
কসবাকাণ্ডের পর ফের শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ। IIM জোকার বয়েজ হস্টেলে নির্যাতিতা তরুণী। কাউন্সেলিং সেশনের নামে ডেকে ধর্ষণ, বাধায় মারধরের অভিযোগ।
জোকা IIM ধর্ষণকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য। মনোবিদ তরুণীর সঙ্গে সোশাল মিডিয়ায় আলাপ। প্রায় ৮ ঘণ্টা ক্যাম্পাসে ছিলেন অভিযোগকারিণী। মধ্যাহ্নভোজের পর বেহুঁশ হয়ে পড়েন। রাতে যান থানায়।
IIM Joka News: 'বেহুঁশ করিয়ে ধর্ষণ'
IIM জোকার দ্বিতীয় বর্ষের ম্যানেজমেন্ট পড়ুয়ার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ। গ্রেফতার অভিযুক্ত। পিৎজা-জল খাইয়ে বেহুঁশ করিয়ে ধর্ষণ, অভিযোগ নির্যাতিতার।
IIM Joka News: জোকা IIM-এর হস্টেলেই ধর্ষণের অভিযোগ! ঠিক কী হয়েছিল IIM জোকায়?
জোকা IIM-এর হস্টেলেই ধর্ষণের অভিযোগ! ঠিক কী হয়েছিল IIM জোকায়? ভাইরাল অভিযোগকারিণীর বাবার দাবি। 'থানায় অভিযোগ লিখিয়ে নেওয়া হয়েছে, যেগুলো আমার কথা নয়। আমার সঙ্গে কেউ কোনও খারাপ ব্যবহার করেনি, বলেছে মেয়ে'
'কেউ কোনও খারাপ ব্যবহার করেনি, এমনই জানিয়েছে মেয়ে। ধর্ষণ কিনা জানি না, মেয়ে স্বাভাবিক আছে, পরে কথা বলব। ক্যাম্পাসে স্টাডি সংক্রান্ত নথি দিতে গিয়েছিল। থানায় লিখিয়ে নিয়েছে বলে জানিয়েছে মেয়ে। মেয়ে বলেছে আমাকে দিয়ে লেখানো হয়েছে, ওগুলো আমার কথা নয়', এমনই জানিয়েছে মেয়ে, ভাইরাল অভিযোগকারিণীর বাবার দাবি।






















