West Bengal News LIVE Updates: তৃণমূলের মুসলিম বিধায়কদের শুভেন্দুর চ্যাংদোলা মন্তব্য নিয়ে এদিনও উত্তাল বিধানসভা
WB News LIVE Updates: রাজ্য থেকে জেলার সব খবরের লাইভ আপডেট...

Background
তৃণমূলের মুসলিম বিধায়কদের শুভেন্দুর চ্যাংদোলা মন্তব্য নিয়ে এদিনও বিধানসভা উত্তাল। অধিবেশন শুরুর আগে ফের বিস্ফোরক হুমায়ুন কবীর
Humayun Kabir to Suvendu Adhikari: শুভেন্দুকে ফের হুঁশিয়ারি ভরতপুরের তৃণমূল বিধায়কের
নিজের অবস্থানে অনড় হুমায়ুন কবীর। '৭২ ঘণ্টার মধ্যে ক্ষমা চাইতে হবে বিরোধী দলনেতাকে। ক্ষমা না চাইলেও কথাটা প্রত্যাহার করতে হবে', শুভেন্দুকে ফের হুঁশিয়ারি ভরতপুরের তৃণমূল বিধায়কের
Fake Voter: ভোটার তালিকায় মৃত স্ত্রী জীবিত, এদিকে জীবিত স্বামীর নাম ডিলিট!
ভোটার তালিকায় মৃত স্ত্রী জীবিত, এদিকে জীবিত স্বামীর নাম ডিলিট! ভোটার তালিকায় উলটপুরাণ রামপুরহাট বিধানসভার কানাইপুর গ্রামে। অভিযোগকারী ধীরেন মালের দাবি, ৫ বছর আগে স্ত্রী গত হয়েছেন। 'অথচ ভোটার তালিকা থেকে নাম কাটা যায়নি। তিনি বেঁচে থাকলেও ভোটার তালিকায় বাদ গেছে নাম!' তার জন্য বার্ধক্য ভাতা-সহ সরকারি সুযোগ-সুবিধা পাচ্ছেন না বলে অভিযোগ ধীরেন মালের। অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস রামপুরহাটের মহকুমা শাসকের






















