West Bengal News LIVE Blog: 'দাবি মানা না হলে অনশন প্রত্যাহার নয়, অনশন চলাকালীনই নবান্নে যাব', বড় বার্তা জুনিয়র চিকিৎসকদের
West Bengal LIVE News Updates: আজ ধর্মতলায় মহাসমাবেশের ডাক জুনিয়র ডাক্তারদের, ১০ দফা দাবিতে অনড় জুনিয়র ডাক্তাররা
LIVE
Background
কলকাতা: ১০ দফা দাবি আদায়ে অনশনের ১৬ তম দিনে ধর্মতলায় চিৎকার সমাবেশের ডাক দিয়েছে জুনিয়র ডক্টর্স ফ্রন্ট। সাধারণ মানুষকে ধর্নামঞ্চের সামনে জমায়েতের আহ্বান জানিয়েছেন জুনিয়র ডাক্তাররা। বিকেল ৪টে থেকে এই চিৎকার-সমাবেশ শুরু হবে। জুনিয়র ডাক্তারদের এই কর্মসূচিকে সমর্থন জানিয়েছে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স।
জুনিয়র চিকিৎসকরা এদিন বৈঠক শেষে বলেন, 'সোমবার জুনিয়র ও সিনিয়র ডাক্তারদের সিএমওএইচ দফতর ঘেরাও কর্মসূচি আছে। কাল সদর্থক বৈঠকের আশা অনশনকারীদের। দাবি মানা না হলে অনশন প্রত্যাহার নয়। অনশন চলাকালীনই নবান্নে যাব'।
সকাল থেকে দুপুর তিনটে পর্যন্ত গুরুত্বপূর্ণ খবরগুলি মিস করেছেন ? একনজরে দেখে নিন এখানে- বিজেপির পর ৬ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থী ঘোষণা তৃণমূলের
West Bengal News LIVE Updates: জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে আক্রমণে তৃণমূলের একের পর এক সাংসদ-বিধায়ক
জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে আক্রমণে তৃণমূলের একের পর এক সাংসদ-বিধায়ক। জুনিয়র ডাক্তারদের আন্দোলনের নেপথ্যে সিপিএম, অভিযোগ শাসক নেতাদের। সিপিএম-কে 'কাল কেউটের জাত' বলে আক্রমণ ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিকের
RG Kar News Doctors Protest LIVE Updates: এদিন ফের একবার ১০ দফা দাবি ইমেল করেছেন আন্দোলনকারীরা
অনশন প্রত্যাহার করে বৈঠকে বসতে ইমেল করেছিলেন মুখ্যসচিব। কিন্তু অনশন না তুলেই বৈঠকে যাওয়ার কথা ঘোষণা করলেন জুনিয়র ডাক্তাররা। মুখ্যসচিবকে পাঠানো হল পাল্টা ইমেল। পাশাপাশি এদিন ফের একবার ১০ দফা দাবি ইমেল করেছেন আন্দোলনকারীরা।
West Bengal News LIVE Updates: অনশনের ১৬ দিনের মাথায় ধর্মতলায় জুনিয়র ডাক্তারদের ডাকে চিৎকার সমাবেশে জনজোয়ার
অনশনের ১৬ দিনের মাথায় ধর্মতলায় জুনিয়র ডাক্তারদের ডাকে চিৎকার সমাবেশে জনজোয়ার। শাঁখ বাজিয়ে, উলুধ্বনিতে উঠল বিচারের দাবি। আন্দোলনকারীদের মহাসমাবেশকে হুক্কাহুয়া সমাবেশ বলে কটাক্ষ করলেন কুণাল ঘোষ। তৃণমূলের প্রাক্তন রাজ্য সাধারণ সম্পাদককে পাল্টা অভদ্র বলে কটাক্ষ করলেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তার দেবাশিস হালদার।
RG Kar News Doctors Protest LIVE Updates: জুনিয়র ডাক্তারদের আন্দোলন নিয়ে আক্রমণে তৃণমূলের সাংসদ-বিধায়করা।
জুনিয়র ডাক্তারদের আন্দোলন নিয়ে আক্রমণে তৃণমূলের সাংসদ-বিধায়করা। আন্দোলনকারীদের সিপিএম ও নকশাল বলে দাগিয়ে দিয়েছেন তৃণমূল বিধায়ক তাপস চট্টোপাধ্যায়। ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান নিয়ে কটাক্ষের সুর কালনার বিধায়কের কথায়। আর জি কর-কাণ্ডের প্রেক্ষিতে সিপিএমকে কালকেউটের জাত বলে আক্রমণ করেছেন তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক। পাল্টা জবাব দিয়েছে বিরোধীরা।
West Bengal News LIVE Updates: এবার আন্দোলনকারী ডাক্তারদের 'ডাকাত' বলে আক্রমণ অসিত মজুমদারের
জুনিয়র ডাক্তারদের আক্রমণে তৃণমূলের একের পর এক সাংসদ-বিধায়ক। এবার আন্দোলনকারী ডাক্তারদের 'ডাকাত' বলে আক্রমণ অসিত মজুমদারের। 'ডাক্তাররা ডাকাত, কর ফাঁকি দিতে ভিজিট নিয়ে রশিদ দেয় না। হাসপাতালে রোগী দেখে না, নার্সিংহোমে চিকিৎসা করে', আন্দোলনকারী চিকিৎসকদের নিশানা চুঁচুড়ার তৃণমূল বিধায়কের। আক্রমণে চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার।