RG Kar Protests Live Updates: বিজেপির পর ৬ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থী ঘোষণা তৃণমূলের
West Bengal News Live Updates: প্রতি মুহূর্তের, সব খবর এক ক্লিকে।
LIVE
Background
১) দুপুরে মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনে কথা। সন্ধেয় অনশন তুলে আলোচনায় বসার শর্ত বেঁধে জুনিয়র ডাক্তারদের ডাক সরকারের।সোমবার বৈঠকের জন্য সময়ও নির্দিষ্ট করে ইমেল। (RG Kar Protests Live Updates)
২। জুনিয়র ডাক্তারদের ডেডলাইনের মধ্যেই হাজির মুখ্যসচিব-স্বরাষ্ট্রসচিব। ফোনে কথা মুখ্যমন্ত্রীর। অনশন তোলার অনুরোধ, সোমবার নবান্নে বৈঠকের ডাক। (West Bengal News Live Updates)
৩। ১০ দফা দাবিতে এখনও অনড় অনশনকারী জুনিয়র চিকিৎসকরা। সোমবার যাচ্ছেন নবান্নের বৈঠকে। বললেন, 'ইচ্ছে করে অনশনে বসিনি। আমাদের দাবি নিয়ে স্পষ্ট ধারণা নেই মুখ্যমন্ত্রীর।' (RG Kar Protests)
৪। স্বাস্থ্যসচিবকে সরানোর দাবিতে অনড় জুনিয়র চিকিৎসকরা। সরাসরি খারিজ করে অনশন তোলার আবেদন মুখ্যমন্ত্রীর। (RG Kar Case)
৫। হাসপাতালে পরিষেবা বিঘ্নিত হওয়ার মুখ্যমন্ত্রীর দাবি মানতে নারাজ জুনিয়র ডাক্তাররা। বললেন, 'আমাদের অনশনকে খাটো করে দেখা হচ্ছে। মনে হচ্ছে মুখ্যমন্ত্রী কোথাও ধৈর্য হারাচ্ছেন।'
৬। অনশনমঞ্চে চিকিৎসকদের সঙ্গে দফায় দফায় কথা মুখ্যমন্ত্রীর। ৩-৪ মাসে মেডিক্যাল কলেজে ছাত্র ভোটের আশ্বাস।
৭। হাসপাতালের সুরক্ষা নিয়ে উদ্বিগ্ন চিকিৎসকরা। সিভিক ভলান্টিয়ারে আপত্তি। সরানোর কাজ চলছে, মামলার জন্য পুলিশে নিয়োগ আটকে, দাবি মুখ্যমন্ত্রীর।
৮। অবশেষে ১৫দিন পরে অনশনকারীদের সঙ্গে মুখ্যমন্ত্রীর কথা। কাটবে জট, আশাবাদী নিহত চিকিৎসকের পরিবার।
৯। আর জি কর-কাণ্ডের ২ মাস ১০ দিন। জুনিয়র ডাক্তারদের ডাকে সোদপুর থেকে ধর্মতলা পর্যন্ত ২১ কিমি দীর্ঘ ন্যায়বিচার যাত্রা। আজ ধর্মতলায় মহাসমাবেশের ডাক।
১০। বিচারের দাবিতে ফের ডার্বিতে একজোট ময়দানের ২ প্রধান মোহনবাগান-ইস্টবেঙ্গল। রুবির মোড় থেকে উল্টোডাঙা পর্যন্ত সমর্থকদের মানববন্ধন।
১১। আর জি কর-কাণ্ডে ফের শাসকের নিশানায় প্রতিবাদীরা। তৃণমূল নেতা দেবু টুডু বললেন, 'বাংলায় আবার 'উই ওয়ান্ট জাস্টিস' কী? এরা লাল মুখোশধারী।'
১২। সোমবারের মধ্যে দাবি না মানলে মঙ্গলে সব হাসপাতালে ধর্মঘটের হুঁশিয়ারি জুনিয়র ডাক্তারদের। থ্রেট কালচারের অংশ হয়ে হুমকির রাজনীতি করবেন না, পাল্টা কুণাল।
১৩) ফের বিচারব্যবস্থাকে নিশানা কালনার তৃণমূল বিধায়কের। দেবপ্রসাদ বললেন, "ষড়যন্ত্র চলছে। বিচারপতিরা সব বিজেপি-র লোক।" পাল্টা শঙ্করের মন্তব্য, "তৃণমূলের লোককে বিচারপতির আসনে বসাতে চাইছে।"
১৪। অনিকেতের পর হাসপাতাল থেকে ছাড়া পেলেন পুলস্ত্য আচার্য ও অনুষটুপ মুখোপাধ্যায়। অনশনে অসুস্থ হয়ে ICU-তে ভর্তি ছিলেন। প্রয়োজনে আবার অনশনমঞ্চে ফেরার হুঁশিয়ারি।
১৫। ১৫ দিনে অনশন। জুনিয়র ডাক্তারদের পাশে দাঁড়িয়ে ধর্মতলায় প্রতীকী অনশনে শিল্পী-পরিচালকরা। অ্যাকাডেমি চত্বরে নাট্যকর্মীদের প্রতিবাদ।
প্রতীকী অনশনে শিল্পীরাও
১৬। কৃষ্ণনগরে গণধর্ষণ করে খুনের অভিযোগ। মৃতার পরিবারের সঙ্গে দেখা করে আইনি সহায়তার আশ্বাস শুভেন্দুর।
'ধামাচাপা দিতে আত্মহত্যার তত্ত্ব'
১৭। স্বাস্থ্য থেকে জীবন বিমায় উঠছে ১৮ শতাংশ জিএসটি? মন্ত্রিগোষ্ঠীর বৈঠকে সবাই একমত। রিপোর্ট যাচ্ছে কাউন্সিলে। নভেম্বরে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা।
১৮। ৬ কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থী ঘোষণা বিজেপির। সিতাইয়ে দীপককুমার রায়, মাদারিহাটে রাহুল লোহার, নৈহাটিতে রূপক মিত্র, হাড়োয়ায় বিমল দাস
১৯। অগ্নিকাণ্ডের জেরে দমবন্ধ হয়েই মৃত্যু রোগীর। শিয়ালদা ESI-তে মৃতের ময়নাতদন্তে প্রাথমিক রিপোর্টে উল্লেখ, পুলিশ সূত্রে খবর। অগ্নিকাণ্ডের জেরে কারও মৃত্যু হয়নি, আগেই দাবি হাসপাতাল কর্তৃপক্ষের।
২০। দীপাবলির আগে দক্ষিণবঙ্গে ফের দুর্যোগের আশঙ্কা। বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত। সোমবারই পরিণত হতে পারে নিম্নচাপে। কলকাতা-সহ আশেপাশের জেলাগুলিতে হতে পারে ভারী বৃষ্টি।
২১। দ্রোহের ডার্বির রং সবুজ-মেরুন। ISL-এ মরসুমের প্রথম ডার্বিতে লাল-হলুদকে জোড়া গোলে হারাল মোহনবাগান। গোল করলেন ম্যাকলারেন ও দিমিত্রি।
সকাল থেকে দুপুর তিনটে পর্যন্ত গুরুত্বপূর্ণ খবরগুলি মিস করেছেন ? একনজরে দেখে নিন এখানে
West Bengal Assembly By Elections: বিজেপির পর ৬ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থী ঘোষণা তৃণমূলের
বিজেপির পর ৬ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থী ঘোষণা তৃণমূলের। সিতাই: তৃণমূল প্রার্থী সঙ্গীতা রায়, মাদারিহাট: তৃণমূল প্রার্থী জয়প্রকাশ টোপ্পো,
নৈহাটি: তৃণমূল প্রার্থী সনৎ দে, হাড়োয়া: তৃণমূল প্রার্থী শেখ রবিউল ইসলাম, মেদিনীপুর: তৃণমূল প্রার্থী সুজয় হাজরা, তালডাংরা: তৃণমূল প্রার্থী ফাল্গুনী সিংহবাবু।
Debangshu Bhattacharya: 'বাংলাদেশের রোগী আসা বন্ধ, বেসরকারি হাসপাতালের ব্যবসা বাড়াতেই পরিষেবা বন্ধ করা হয়েছে', এবার জুনিয়র ডাক্তারদের আক্রমণ দেবাংশুর
বিজয়া সম্মিলনীর মঞ্চ থেকে ডাক্তারদের আন্দোলনকে আক্রমণ তৃণমূলের একের পর এক নেতার। এবার বাংলাদেশের প্রসঙ্গ টেনে আক্রমণে দেবাংশু ভট্টাচার্যর। 'বাংলাদেশে অশান্তির পর রোগী আসা বন্ধ হয়ে গেছে। বেসরকারি হাসপাতালের ব্যবসা ৪০ শতাংশ কমেছে। বেসরকারি হাসপাতালের ব্যবসা বাড়াতেই সরকারি হাসপাতালে পরিষেবা বন্ধ করা হয়েছে', অভিযোগ তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্যর।
West Bengal Forecast: মঙ্গলবার থেকে আবহাওয়া বদল, সুন্দরবন উপকূলে বিশেষ সতর্কতা জারি
বর্ষা বিদায় নিলেও বাংলার আকাশে ফের দুর্যোগের ঘনঘটা। মঙ্গলবার থেকে আবহাওয়া বদল। পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত আগামীকালের মধ্যেই পরিণত হতে পারে নিম্নচাপে।তার জেরে ভারী বৃষ্টি হতে পারে কলকাতা-সহ আশেপাশের জেলাগুলিতে। বুধবার উত্তাল হতে পারে সমুদ্র, উপকূলবর্তী এলাকায় বইতে পারে ঝোড়ো হাওয়া। সতর্ক প্রশাসন। সুন্দরবন উপকূলে বিশেষ সতর্কতা জারি হয়েছে। সুন্দরবন পুলিশ জেলার ফ্রেজারগঞ্জ, নামখানা, সাগর, গোবর্ধনপুর থানার তরফে মৎস্যজীবীদের সতর্ক করে মাইকে প্রচার শুরু হয়েছে। আগামীকাল সন্ধের মধ্যে সমস্ত মৎস্যজীবীদের উপকূলে ফিরে আসার নির্দেশ। মঙ্গলবার থেকে টানা তিনদিন সমুদ্রে মাছ ধরতে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন।
Birbhum News: বীরভূমের নানুরে ফের অনুব্রত-কাজল দ্বন্দ্ব
বীরভূমের নানুরে ফের অনুব্রত-কাজল দ্বন্দ্ব। তৃণমূলের বিজয়া সম্মিলনীতে না যাওয়ায় অনুব্রত মণ্ডলের অনুগামীদের মারধর, ৮ বছরের স্কুলছাত্রকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল কাজল শেখের অনুগামীদের বিরুদ্ধে। তৃতীয় শ্রেণির ছাত্রের পরিবারের দাবি, গতকাল নানুরে বিজয়া সম্মিলনীতে না যাওয়ায় বাড়িতে চড়াও হয় কাজলের অনুগামীরা। ৮ বছরের বালকের মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। পরিবারের দাবি, বোলপুরের SDPO অভিযোগ না শুনেই নানুর থানায় পাঠিয়ে দেন। পুলিশের বিরুদ্ধেও গড়িমসির অভিযোগ তুলেছে ছাত্রের পরিবার। অনুব্রত মণ্ডলের সমর্থক বলেই এই হামলা, দাবি আক্রান্ত পরিবারের। মিথ্যা অভিযোগ, বদনাম করার চেষ্টা, পাল্টা দাবি তৃণমূল ব্লক সভাপতির। SDPO-র প্রতিক্রিয়া এখনও মেলেনি।
Junior Doctors Hunger Strike: মুখ্যসচিবের ইমেলের ভাষা নিয়ে আপত্তি জুনিয়র ডাক্তারদের
মুখ্যসচিবের ইমেলের ভাষা নিয়ে আপত্তি জুনিয়র ডাক্তারদের। 'এতদিন আন্দোলনের পর নতুন করে ১০ দফা দাবি নিয়ে বিস্তারিত বলার যৌক্তিকতা নেই। ১০ দফা দাবি সম্পর্কে জানাতেই আজ বিকেল ৪টেয় মহাসমাবেশের ডাক। মুখ্যসচিবের ইমেলের ভাষা নিয়ে আপত্তি রয়েছে। ১০ দফা দাবি সম্পর্কে মুখ্যসচিব আবার জানতে চেয়েছেন। যদিও আগে একাধিকবার মুখ্যসচিবকে ১০ দফা দাবি সম্পর্কে জানানো হয়েছে। মুখ্যসচিবকে আবার ১০ দফা দাবি সম্পর্কে জানানো হবে। NRS মেডিক্যালে বৈঠকের পর ইমেল করা হবে মুখ্যসচিবকে', মন্তব্য অনশনরত জুনিয়র ডাক্তার পরিচয় পণ্ডার।