West Bengal News LIVE Updates: কাঁকুড়গাছিতে বিজেপি কর্মী খুন, তৎকালীন OC--সহ ৪জনের জেল হেফাজত
WB News LIVE Updates: রাজ্য থেকে জেলা সব খবরের আপডেটস
LIVE

Background
বিধানসভা ভোট পরবর্তী হিংসায়, কাঁকুড়গাছির বিজেপির কর্মী অভিজিৎ সরকার খুনের মামলায় নারকেলডাঙা থানার তৎকালীন OC শুভজিৎ সেন, তৎকালীন সাব ইনস্পেক্টর রত্না সরকার এবং হোমগার্ড দীপঙ্কর দেবনাথকে জেল হেফাজতে পাঠাল CBI- এর বিশেষ আদালত। এই মামলায় তৃণমূল কর্মী সুজাতা দে-কেও ৩১ জুলাই পর্যন্ত জেলে পাঠিয়েছে আদালত। সম্প্রতি এই মামলায় সিবিআই যে সাপ্লিমেন্টারি চার্জশিট দেয়, তাতে এই পুলিশকর্মীদের নাম ছিল। CBI-এর চার্জশিটে নারকেলডাঙা থানার তৎকালীন OC শুভজিৎ সেন, তৎকালীন সাব ইনস্পেক্টর রত্না সরকার এবং হোমগার্ড দীপঙ্কর দেবনাথের বিরুদ্ধে ষড়যন্ত্রে অংশ নেওয়া, ঘটনা ধামা-চাপা দেওয়া ও তথ্য়-প্রমাণ লোপাটের চেষ্টার অভিযোগ আনা হয়।
West Bengal News LIVE: আনন্দপুরের গেস্ট হাউস থেকে ১ মহিলা-সহ আরও ৫ জন আটক
বিহারে গুলিকাণ্ডে রাজ্যে অভিযুক্তরা, পুলিশের জালে আরও ৫। আনন্দপুরের গেস্ট হাউস থেকে ১ মহিলা-সহ আরও ৫ জন আটক । বিহারের হাসপাতালে শ্যুটআউট, নিউটাউন-আনন্দপুরে আটক ১০! ১ মহিলা-সহ ৫ জনকে আটক করল কলকাতা পুলিশের STF: সূত্র
West Bengal News: ৯ কোটির জাল নোট
সন্দেশখালিতে বিপুল পরিমান জাল নোটের হদিশ মিলল। একটি হোসেল থেকে উদ্ধার হয়েছে প্রায় ৯ কোটি টাকার জাল নোট। ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, দেশজুড়ে জাল নোট পাচারচক্রের সঙ্গে এরা যুক্ত ছিলেন।






















