West Bengal News LIVE Updates: 'মাটিতে পা রেখে মূল জনসংযোগই হল আসল মন্ত্র', এক্স হ্যান্ডল পোস্টে কাকে ইঙ্গিত কুণাল ঘোষের ?
WB News LIVE Updates: রাজ্য থেকে জেলার সব খবরের আপডেট...
LIVE

Background
West Bengal News Live Updates: মিনাখাঁয় নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকল বাস, ৩ জনের মৃত্যু !
মিনাখাঁয় নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকল বাস, ৩জনের মৃত্যু। বাসন্তী হাইওয়েতে বাস দুর্ঘটনা, চালক-সহ ৩জনের মৃত্যু। সন্দেশখালির সরবেড়িয়া থেকে নিউটাউন যাওয়ার সময় দুর্ঘটনা। মিনাখাঁর জয়গ্রামে বাইককে বাঁচাতে গিয়ে দোকানে ঢুকল বাস। বাইক চালক, বাসের চালক, চায়ের দোকানে থাকা এক মহিলার মৃত্যু। যাত্রী-সহ ২০জন আহত, ১৬জন ভর্তি চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যালে।
R G Kar News Live Updates: 'মাটিতে পা রেখে মূল জনসংযোগই হল আসল মন্ত্র', এক্স হ্যান্ডল পোস্টে কাকে ইঙ্গিত কুণাল ঘোষের ?
ফের ইঙ্গিতপূর্ণ পোস্ট কুণাল ঘোষের। 'আজকের দিনে সোশাল মিডিয়া একশোবার থাকা দরকার। কিন্তু মাটিতে পা রেখে মূল জনসংযোগই হল আসল মন্ত্র।' কাকে ইঙ্গিত করে পোস্ট কুণালের, জল্পনা তুঙ্গে। 'কোনটা প্রচারের জন্য আর কোনটা ১০ জনের সঙ্গে মিশে একশো জনের জন্য কাজ, বুঝতে দেরি হয় না, ভাল কর্মী না হলে ভাল নেতা বা নেত্রী হওয়া কঠিন। যোগ্য নেতৃত্বের সাফল্যের চাবিকাঠি, কর্মজীবনের অভিজ্ঞতার বাস্তবমুখী প্রয়োগ।' এক্স হ্যান্ডল পোস্টে কাকে ইঙ্গিত কুণাল ঘোষের ?
West Bengal News Live Updates: বিবাদী বাগে অফিসে আগুন, ঘটনাস্থলে দমকল
ফের শহরে অগ্নিকাণ্ড, এবার বিবাদী বাগে আগুন। বিবাদী বাগে অফিসে আগুন, ঘটনাস্থলে দমকল
R G Kar News Live Updates: ৭ মাস পার, এখনও ডেথ সার্টিফিকেট পেল না অভয়ার পরিবার
৭ মাস পার, এখনও ডেথ সার্টিফিকেট পেল না অভয়ার পরিবার। ধর্ষণ-খুনের ৭ মাস পরও ডেথ সার্টিফিকেট পেল না সন্তানহারা মা-বাবা। আর জি কর মেডিক্যাল থেকে ১ নং বরো অফিস, জায়গায় জায়গায় ঘুরেও মেলেনি ডেথ সার্টিফিকেট। 'প্রথমে আর জি কর কর্তৃপক্ষ ১ নং বরো অফিসে যেতে বলে। ১ নং বরো অফিস থেকে আর জি কর মেডিক্যালে যেতে বলে।' ডেথ সার্টিফিকেটই মিলছে না, কী তদন্ত চলছে? প্রশ্ন সন্তানহারা মা-বাবার।
West Bengal News Live Updates: ট্যাংরাকাণ্ডে এখনও পরতে পরতে রহস্য, বাড়ির ভিতরে CC ক্যামেরার প্লাগ কে খুলেছিলেন ?
ট্যাংরাকাণ্ডে এখনও পরতে পরতে রহস্য । বাড়ির ভিতরে CC ক্যামেরার প্লাগ কে খুলেছিলেন ? কেন খোলা হয়েছিল ? ট্যাংরাকাণ্ডে এখনও একাধিক মিসিং লিঙ্ক। ময়নাতদন্তে পাওয়া তথ্যের সঙ্গে ২ আহতের বয়ানে বেশ কিছু অসঙ্গতি, খবর সূত্রের ।
ডিসচার্জ সার্টিফিকেট পেলেও এখনও হাসপাতালে প্রণয় দে ও তাঁর নাবালক ছেলে । 'এখনও ডিসচার্জের জন্য পরিবারের কেউ যোগাযোগ করেনি। পুলিশের সঙ্গে যোগাযোগ করলেও এখনও কেউ তাঁদের নিতে আসেননি', হাসপাতাল সূত্রে খবর। প্রণয় রায়ের বিল হয়েছে প্রায় ১ লক্ষ ৮১ হাজার টাকা। প্রণয় রায়ের ছেলের বিল হয়েছে ৩ লক্ষ ৩২ হাজার টাকা। সম্পূর্ণ সুস্থ নন বলে প্রণয়কে NRS হাসপাতালে স্থানান্তরের কথা।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
