West Bengal News Live Updates: ৯ দিনে সিবিআইয়ের ১০০ ঘণ্টা জিজ্ঞাসাবাদের মুখে সন্দীপ ঘোষ
WB News Live Updates: রাজ্যের সব জেলার প্রতি মুহূর্তের সমস্ত খবর পান এক ক্লিকে।
LIVE
Background
ভর সন্ধেয় সার্দান অ্যাভিনিউয়ে আক্রান্ত অভিনেত্রী। গাড়ির সঙ্গে বাইকের ধাক্কা, বচসার জেরে গাড়ির কাচ ভেঙে হামলা। আটক অভিযুক্ত।
ভরসা নেই সিটে, কলকাতা পুলিশের হাত থেকে আর জি করে সন্দীপ ঘোষের বিরুদ্ধে দুর্নীতির তদন্তও গেল সিবিআইয়ের হাতে। আজ নথি হস্তান্তরের নির্দেশ।
মেডিক্যাল বর্জ্য পাচার থেকে কোভিড মোকাবিলার টাকা নয়ছয়ের অভিযোগ। সন্দীপ-জমানার তদন্তে এবার সিবিআই। ৩ সপ্তাহে হাইকোর্টে রিপোর্ট পেশের নির্দেশ।
আর জি কর কাণ্ডে ফের ধাক্কা রাজ্যের। ৪ দিনেই সিটের হাত থেকে তদন্তে সিবিআই। চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে সন্দীপ। রায়ের কপি আনতে বললেন বিচারপতি।
অপরাধ ধামাচাপা দিতেই তড়িঘড়ি নির্যাতিতার দেহ দাহ। তত্ত্বাবধানে তৃণমূল বিধায়ক থেকে কলকাতা পুলিশের কর্তারা। বিস্ফোরক শুভেন্দু। পরিচিত হিসেবে দায়িত্ব পালন করেছি, দাবি নির্মলের।
পরপর ৮দিন ঘণ্টার পর ঘণ্টা সিবিআই জিজ্ঞাসাবাদ। হাইকোর্টেও ধাক্কার মধ্যে আর জি করের প্রাক্তন অধ্যক্ষের পলিগ্রাফ টেস্টে আদালতের সম্মতি।
সিবিআই তদন্তের ১০ দিন পার। ৬ সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতে সঞ্জয়। আরও এক সিভিক ভলান্টিয়ার-সহ ৬জনের পলিগ্রাফ পরীক্ষায় কোর্টের অনুমোদন।
হাতে হেলমেট, গলায় হেডফোন। আর জি করে চিকিৎসক ধর্ষণ-খুনে তোলপাড়ের মধ্যেই ৯ অগাস্টের ভোর ৪টে ৩ মিনিটে করিডর দিয়ে সঞ্জয়ের হাঁটার ছবি ভাইরাল।
ঠিক কী হয়েছিল সেদিন? আর জি কর আউটপোস্টের সব পুলিশকর্মীকেই জিজ্ঞসাবাদ সিবিআইয়ের। ফের তলব সঞ্জয় ঘনিষ্ঠ এএসআই অনুপকে।
মেয়ের নৃশংস খুনের ১৪দিন পার। বিচারের দাবিতে এবার জুনিয়র ডাক্তারদের আন্দোলনে যোগ দিতে চায় নির্যাতিতার পরিবার।
শুধু সিবিআই নয়, আর জি করের প্রাক্তন অধ্যক্ষের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির তদন্ত করুক ইডিও, দাবি সুকান্তর। ব্যক্তির দুর্নীতি, পাল্টা দাবি কুণালের।
আদালতের অনুরোধেও কর্মবিরতি তুলছেন না জুনিয়র চিকিৎসকরা। তদন্ত নিয়ে ক্ষোভের কথা জানিয়ে এলেন সিজিও কমপ্লেক্সে।
আর জি কর কাণ্ডে মুখ্যমন্ত্রীর ইস্তফা চেয়ে বিজেপির থানা ঘেরাও অভিযানে তুলকালাম। শিলিগুড়ি থেকে বর্ধমান, নন্দীগ্রাম থেকে ঘোলা ভাঙল ব্যারিকেড।
মঙ্গলবার পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকা নবান্ন অভিযান। বিধি-নিষেধ চেয়ে জনস্বার্থ মামলায় কোনও হস্তক্ষেপ করল না হাইকোর্ট। ৪ সপ্তাহ পরে ফের শুনানি।
পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকে মঙ্গলবার নবান্ন অভিযানে অংশ নিতে চান শুভেন্দু। আড়ালে থেকে অশান্তিতে উস্কানির চেষ্টা, পাল্টা অভিযোগ কুণালের।
স্কুলের সময় কোনও রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিতে পারবে না পড়ুয়ারা। পঃ মেদিনীপুরে ডিআইয়ের বিজ্ঞপ্তি ঘিরে বিতর্কের মধ্যেই রাজ্য জুড়ে কড়া নির্দেশ।
স্বাধীনতার মধ্যরাতে আর জি করে তাণ্ডবের সময় নিষ্ক্রিয়। হামলা হলে কীভাবে প্রতিরোধ? আধা সেনা সুরক্ষার দায়িত্ব নেওয়ার পরে যৌথ মহড়ায় কলকাতা পুলিশ।
২০১৭ এবং ২২-এর প্রাথমিক টেটের প্রশ্ন ভুল মামলা। ৩ সদস্যের বিশেষ কমিটি গড়ল হাইকোর্ট। থাকবেন কলকাতা ও বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, প্রাথমিক পর্ষদের প্রতিনিধি।
যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন সফরে প্রধানমন্ত্রী। প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে বৈঠক। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ রুখতে কার্যকরী হবে সফর, আশাবাদী রাষ্ট্রসঙ্ঘের মহাসচিব।
উত্তর বাংলাদেশে নিম্নচাপ। আজ থেকে রাজ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির দাপট বাড়ার সম্ভাবনা। সপ্তাহান্তে ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে। উত্তাল হতে পারে সমুদ্র।
RG Kar News LIVE: আর জি কর কাণ্ডের মধ্যেই ধাওয়া করে ছাত্রীকে 'হেনস্থা'
হরিদেবপুর থেকে নাচের স্কুলের অধিকর্তা প্রলয় ঘোষ গ্রেফতার। 'নাগাড়ে উত্যক্ত করার পরে কোনওমতে পালিয়ে যায় ছাত্রী'। সিসি ফুটেজে লাল গাড়ির ছবি দেখে প্রলয় ঘোষ গ্রেফতার। শুক্রবার সকালে 'হেনস্থা', রাতে অভিযোগ, আজ গ্রেফতার। শ্লীলতাহানি, অনুসরণ করে যৌন হেনস্থা, পকসো মামলায় FIR।
RG Kar News Update: আর জি কর কাণ্ডের মধ্যেই ধাওয়া করে ছাত্রীকে 'হেনস্থা'
আর জি কর কাণ্ডের মধ্যেই ধাওয়া করে ছাত্রীকে 'হেনস্থা'। নিউ আলিপুরে প্রকাশ্য রাস্তায় ছাত্রীকে উত্যক্ত করার অভিযোগ। 'গাড়ি নিয়ে নবম শ্রেণির ছাত্রীকে ধাওয়া, পথ আটকে উত্যক্ত', গাড়ি দিয়ে রাস্তা আটকে ছাত্রীর ফোন নম্বর চাওয়ার অভিযোগ।
RG Kar News LIVE: ৯ দিনে সিবিআইয়ের ১০০ ঘণ্টা জিজ্ঞাসাবাদের মুখে সন্দীপ ঘোষ
৯ দিনে সিবিআইয়ের ১০০ ঘণ্টা জিজ্ঞাসাবাদের মুখে সন্দীপ ঘোষ। নবম দিনে ১২ ঘণ্টা আর জি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষকে জিজ্ঞাসাবাদ।
RG Kar News Update: মেয়াদ বাড়ল আর জি কর মেডিক্যাল লাগোয়া এলাকায় জমায়েতে নিষেধাজ্ঞা
মেয়াদ বাড়ল আর জি কর মেডিক্যাল লাগোয়া এলাকায় জমায়েতে নিষেধাজ্ঞা। আরও ৭দিন বাড়ানো হল আর জি কর লাগোয়া এলাকায় জমায়েতে নিষেধাজ্ঞা। বেলগাছিয়া রোড, জে কে মিত্র রোড, শ্যামবাজার মোড়ে জমায়েতে নিষেধাজ্ঞা। আর জি কর মেডিক্যাল লাগোয়া জমায়েতে পুলিশি নিষেধাজ্ঞার মেয়াদ বেড়ে ৩১ অগাস্ট পর্যন্ত।
RG Kar News LIVE: কর্মবিরতিতে জুনিয়র চিকিৎসকরা, স্বাস্থ্য ভবনে বৈঠকে মিলল না সমাধান সূত্র
কর্মবিরতিতে জুনিয়র চিকিৎসকরা, স্বাস্থ্য ভবনে বৈঠকে মিলল না সমাধান সূত্র। হাসপাতালে নিরাপত্তা-সহ একাধিক দাবি পেশ, আশ্বাস মেলেনি স্বাস্থ্য সচিবের। বৈঠক শেষে বেরিয়ে এসে চূড়ান্ত ক্ষোভপ্রকাশ চিকিৎসক সংগঠনগুলির। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের প্রস্তাব আইএমএ-র রাজ্য শাখার।