West Bengal News Live: উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়ে গঙ্গায় স্নান করতে নেমে দুর্ঘটনা, নিখোঁজ তপসিয়ার বাসিন্দা ২ ছাত্র
Get the latest West Bengal News and Live Updates : বাংলার গুরুত্বপূর্ণ খবরের চটজলদি আপডেট
LIVE
Background
এবার সাতদিন বাজার বন্ধের হুমকি দিয়ে জঙ্গলমহলে মাওবাদীদের নামে পোস্টার। আজ সকালে পশ্চিম মেদিনীপুরের (West Midnpore) শালবনির পিড়াকাটা বাজারে মাওবাদীদের নামে একাধিক পোস্টার দেখা যায়। পোস্টারে পিড়াকাটা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল (TMC) প্রধান ও উপ প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলার পাশাপাশি সাতদিন পিড়াকাটা বাজার বন্ধ রাখার হুমকি দেওয়া হয়। এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। গতকাল বাঁকুড়ার সারেঙ্গা ও রাইপুরের একাধিক জায়গায় মাওবাদীদের নামে পোস্টার দেখা যায়।
টানা ৫৭ দিন কলকাতায় (Kolkata) বৃষ্টি নেই। কাঠফাটা গরম থেকে এখনও মিলছে না মুক্তি। দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার পর্যন্ত চলবে তাপপ্রবাহ। পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, মালদা ও দক্ষিণ দিনাজপুর - রাজ্যের এই ৮ জেলায় জারি হয়েছে তাপপ্রবাহের সতর্কতা। তবে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে। শনি ও রবিবার বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে ২-১টি জেলায়। সোমবার ভিজতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ। কলকাতায় আজও তীব্র গরম। তাপমাত্রা সামান্য কমলেও বজায় থাকবে অস্বস্তি। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় আজও তাপপ্রবাহের পরিস্থিতি। দার্জিলিং-সহ কয়েকটি জেলায় বৃষ্টি হবে।
আবাস যোজনা প্রকল্পে কাটমানি নেওয়া, সমবায় সমিতিতে কর্মী নিয়োগে দুর্নীতি-সহ দলের বুথ সভাপতির বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে পার্টি অফিসে তালা ঝোলালেন তৃণমূল কর্মীরা। পশ্চিম মেদিনীপুরের দাসপুরের হরিরামপুর এলাকার ঘটনা। গতকাল রাজ্য সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভও দেখান তৃণমূল কর্মীরা। তাঁদের অভিযোগ, হরিরামপুর সমবায় সমিতিতে কর্মী নিয়োগ, আবাস যোজনায় ঘর পাইয়ে দেওয়ার নামে কাটমানি-সহ একাধিক দুর্নীতিতে জড়িত দলের বুথ সভাপতি রঞ্জিত বাগ। দলীয় কর্মীদের একাংশের অভিযোগ নিয়ে ক্যামেরার সামনে মুখ খুলতে চাননি অভিযুক্ত তৃণমূল নেতা। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে, প্রতিক্রিয়া তৃণমূল নেতৃত্বের।
ফের সাগরে নৌকাডুবি। এই নিয়ে চলতি মাসে তিন-তিনবার সাগরে ডুবে গেল পণ্যবাহী নৌকা। স্থানীয় সূত্রে খবর, মেদিনীপুর থেকে বালিবোঝাই নৌকাটি সাগরে যাচ্ছিল। গতকাল সন্ধে নাগাদ সাগর দ্বীপের বেণুবনের কাছে মুড়িগঙ্গা নদীতে উত্তাল ঢেউয়ের কারণে নৌকা ফুটো হয়ে জল ঢুকতে শুরু করে। মাঝি-সহ চার যাত্রী সাহায্যের জন্য চিত্কার শুরু করেন। স্থানীয় মত্স্যজীবীরা গঙ্গাসাগর কোস্টাল থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে মাঝি-সহ চারজনকে উদ্ধার করে।
ফের ঝাড়গ্রামে (Jhargram) হাতির (Elephant) হানায় মৃত্যু হল এক মহিলার। বন দফতরের কর্মীদের ঘিরে বিক্ষোভ গ্রামবাসীদের। আজ সকালে ছোট চাঁদাবিলা গ্রামে এই ঘটনা ঘটে। মৃতের নাম রেখা মাহাতো। স্থানীয় সূত্রে খবর, প্রাতর্ভ্রমণের সময় দাঁতালের সামনে পড়ে যান বছর পঁয়তাল্লিশের মহিলা। হাতিটি তাঁকে পিষে মারে। এরপরই উত্তেজনা ছড়ায়। গ্রামবাসীদের অভিযোগ, দিনকয়েক ধরে এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে হাতি। বন দফতরকে জানানো সত্ত্বেও তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেয়নি। এই নিয়ে ক্ষোভ জানান গ্রামবাসীরা। পরে পুলিশ ও বন দফতরের আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হয়।
West Bengal News Live: উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়ে গঙ্গায় স্নান করতে নেমে দুর্ঘটনা, নিখোঁজ তপসিয়ার বাসিন্দা ২ ছাত্র
উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়ে গঙ্গায় স্নান করতে নেমে দুর্ঘটনা। নিখোঁজ তপসিয়ার বাসিন্দা ২ ছাত্র। প্রত্যক্ষদর্শীদের দাবি, ৬ জন স্নান করতে নামেন। স্নান সেরে উঠেও আসেন তাঁরা। ফের একজন জল নামলে, তাঁকে তলিয়ে যেতে দেখে বাঁচাতে যান আরেকজন। এখনও খোঁজ মেলেনি তাঁদের।
West Bengal News Live: তীব্র গরমের মধ্যেই রামপুরহাটে লোডশেডিং ঘিরে উত্তেজনা, রানিগঞ্জ-মোড়গ্রাম জাতীয় সড়ক অবরোধ
তীব্র গরমের মধ্যেই রামপুরহাটে লোডশেডিং ঘিরে উত্তেজনা। ১৫ নম্বর ওয়ার্ডের ভাড়শালা মোড়ে বিক্ষোভ। ২৭ ঘণ্টা বিদ্যুৎহীন থাকার অভিযোগ। প্রতিবাদে বিক্ষোভ। রানিগঞ্জ-মোড়গ্রাম জাতীয় সড়ক অবরোধ। একটা সমস্যা হয়েছে, বিদ্যুতের কাজ চলছে, দাবি রাজ্য বিদ্যুৎ নিগমের।
West Bengal News Live: ২ মে থেকে কলেজে অনলাইন ক্লাসের পরামর্শ রাজ্য সরকারের
২ মে থেকে কলেজে অনলাইন ক্লাসের পরামর্শ রাজ্য সরকারের। অনলাইনে ক্লাস কিংবা গরমের ছুটি এগিয়ে আনার পরামর্শ ।
West Bengal News Live: মুখ্যমন্ত্রীর সামনেই পেট্রোল-ডিজেলে ভ্যাট না কমানোয় বাংলার সমালোচনা প্রধানমন্ত্রীর
মুখ্যমন্ত্রীর সামনেই পেট্রোল-ডিজেলে ভ্যাট না কমানোয় বাংলার সমালোচনা প্রধানমন্ত্রীর। বাংলা-সহ অবিজেপি রাজ্যগুলিকে নিশানা মোদির
West Bengal News Live: দুর্গাপুরে রোটেশনের ভিত্তিতে বাস চালানোর সিদ্ধান্ত, নাজেহাল যাত্রীরা
বেড়েছে জ্বালানির দাম। কিন্তু বাস ভাড়া বাড়েনি। ফলে, চূড়ান্ত সমস্যায় বাস মালিকরা। দুর্গাপুরে রোটেশনের ভিত্তিতে বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। অন্যদিকে, বাস কমায় বেড়েছে অটো-টোটোর দাপট। নাজেহাল যাত্রীরা।