West Bengal News LIVE Updates: সপ্তাহের প্রথম কাজের দিনে অফিস টাইমে ফের মেট্রোয় বিভ্রাট
West Bengal News LIVE: প্রায় একঘণ্টা দমদম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো পরিষেবা বন্ধ ছিল
LIVE

Background
দমদম পর্যন্ত মেট্রো যাওয়া-আসা করছিল। সাতসকালে মেট্রো বিভ্রাটের জেরে যাত্রীদের ভোগান্তি চরমে ওঠে। একঘণ্টা পর মেট্রো চলাচল শুরু হলেও পরিষেবায় প্রভাব পড়েছে।
Joint Entrance, Presidency University: জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে পারে প্রেসিডেন্সি
জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে পারে প্রেসিডেন্সি। প্রবেশিকার রেজাল্ট এখনও অধরা প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া শুরু হওয়া নিয়ে এখনও অনিশ্চয়তা। প্রেসিডেন্সির ভর্তির প্রবেশিকা নেয় এখন জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। জয়েন্ট এন্ট্রান্স বোর্ড থেকে বিচ্ছিন্ন হওয়ার দাবিতে সরব বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। প্রতিকার চেয়ে কর্তৃপক্ষকে স্মারকলিপি শিক্ষকদের। শিক্ষকদের দাবি পর্যালোচনার সিদ্ধান্ত অ্যাডমিশন কমিটির বৈঠকে, সূত্র। ওবিসি সংক্রান্ত মামলা চলছে, অপ্রকাশিত রেজাল্ট, প্রতিক্রিয়া জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের।
TMC-CPIM: ঢাকুরিয়ায় 'আমাদের পাড়া আমাদের সমাধান' ক্যাম্পে তৃণমূল-বাম!
ঢাকুরিয়ায় 'আমাদের পাড়া আমাদের সমাধান' ক্যাম্পে তৃণমূল-বাম! ক্যাম্পে হাজির ওয়ার্ডের সিপিআই কাউন্সিলর মধুছন্দা দেব । কাউন্সিলরকে ছাড়াই ক্যাম্প করা হচ্ছে, অভিযোগ করেন মধুছন্দা। তৃণমূল ব্লক সভাপতিকে নিয়ে ক্যাম্প হচ্ছে, পুরসভায় নালিশ মধুছন্দার। অবশেষে হাজির 'আমাদের পাড়া আমাদের সমাধান' ক্যাম্পে। তৃণমূল বিধায়ক ও মন্ত্রী জাভেদ খানের পাশই CPI-এর মধুছন্দা।
ক্যাম্পে হাজির তৃণমূল ব্লক সভাপতি অশোক দেবও






















