West Bengal News Live Updates: পরপর বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে অপরাধের ঘটনা, রাজ্যের সমস্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষের সঙ্গে মুখ্যসচিবের বৈঠক
WB News Live Updates: সব জেলার প্রতি মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর দেখুন একনজরে।
LIVE

Background
শিশুরোগ বিশেষজ্ঞ সেজে শৌচাগারে নিয়ে গিয়ে নাবালিকার উপরে যৌন নির্যাতন। এসএসকেএমকাণ্ডে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। পুলিশের হাতে এল ফুটেজ।
রাজ্যের সেরা সুপার স্পেশালিটি হাসপাতালেই বেআব্রু সুরক্ষা! আর জি করকাণ্ডে পর এনআরএসের রক্ষীই অভিযুক্ত। ডিএনএ টেস্টের নির্দেশ কোর্টের।
উলুবেড়িয়ার সরকারি হাসপাতালেই আক্রান্ত চিকিৎসক। প্রতিবাদে সিনিয়র রেসিডেন্ট ডক্টরদের পেন ডাউন। সুরক্ষা চেয়ে মুখ্যমন্ত্রীকে সার্ভিস ফোরামের চিঠি।
দুর্গাপুর গণধর্ষণকাণ্ডে অভিযুক্তদের টিআই প্যারেড। জেলে নির্যাতিতার সামনে সহপাঠী ছাড়া পাঁচ অভিযুক্তের চিহ্নিতকরণ প্রক্রিয়া। ছিলেন বিচারক, তদন্তকারী অফিসারও।
বিচারপতি মান্থার দেওয়া শুভেন্দুর রক্ষাকবচ ৩ বছরের মাথায় প্রত্যাহার। রাজ্যের ১৫টি মামলা খারিজ। ৪টি মামলায় পুলিশের সঙ্গে সিবিআই-ও SIT-তে।
অনন্তকাল থাকতে পারে না অন্তর্বর্তী নির্দেশ। বিরোধী দলনেতার রক্ষাকবচ তুলে পর্যবেক্ষণ হাইকোর্টের। কিছু বক্তব্য থাকলে জানাতে হবে সোমবারের মধ্যে।
গঙ্গারামপুরে বিজেপির সংকল্প সভার সম্মতি দিল না পুলিশ। নতুন দিন ঠিক করে আবার আবেদনের পরামর্শ। মাইক না বাজালে কিসের অনুমতি? পাল্টা শুভেন্দু।
রক্ষাকবচ মামলায় হাইকোর্টে আপাতত অর্জুন সিংহের স্বস্তি। আপাতত ৬ সপ্তাহ করা যাবে না গ্রেফতার, একাধিক মামলায় করতে পারবেন জামিনের আবেদন।
গারুলিয়ার সভা থেকে ফেরার সময় হঠাৎ প্রাক্তন তৃণমূল বিধায়কের সঙ্গে শুভেন্দুর সাক্ষাৎ। পদ্ম তুলে দিলেন বিরোধী দলনেতা, প্রণাম করলেন সুনীল।
বাংলায় যে কোনও দিন শুরু এসআইআর, তারপরেই নিয়ন্ত্রণে কমিশন। করতে হবে না অন্য কাজ, আর কোনও বদলি নয় বলে বিএলওদের আশ্বাস।
আর নিজের রাজ্যে এসে তুলতে হবে না ভোটার তালিকায় নাম। অনলাইনেই দেওয়া যাবে এনুমারেশন ফর্ম। পরিযায়ী শ্রমিকদের নিয়ে জানাল কমিশন।
রাজ্যে ৩ পর্যায়ে হবে এসআইআর। এনুমারেশন শেষের ১ সপ্তাহের মধ্যেই খসড়া তালিকা প্রকাশ। জেলায় জেলায় নির্বাচনী আধিকারিকের দফতরে হেল্প ডেস্ক।
ভবঘুরের ব্যাগ খুলতেই রাশি রাশি ভোটার কার্ড! অধিকাংশই কল্যাণীর, কিছু কৃষ্ণনগরের। বয়ানে অসঙ্গতি, দাবি পুলিশের। রিপোর্ট চাইল নির্বাচন কমিশন।
আলিপুরদুয়ারে এবিপি আনন্দর সাংবাদিক অরিন্দম সেনকে চড় পুলিশের। দায়িত্ব থেকে সরানো হয়েছে অভিযুক্ত SI-কে। ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানে দাবি তৃণমূলের অরূপ চক্রবর্তীর।
বড়ঞার তৃণমূল বিধায়কের গ্রেফতারিতে বিস্ফোরক হুমায়ুন। প্রতিবাদে দলেরই একাংশের বিক্ষোভ।
কোচবিহারে সদ্য প্রাক্তন এসপির লাঠিচার্জের প্রতিবাদে বিক্ষোভ দেখিয়ে গ্রেফতার, একজন বাদে ১০জনেরই জামিন! পুলিশের কেস ডায়েরি নিয়েই প্রশ্ন আদালতের।
কাকদ্বীপে কালী মূর্তি ভাঙল কে? তৃণমূলের বিজেপি-তত্ত্ব খারিজ করে ধৃতকে তৃণমূলেরই বলে পাল্টা দাবি পরিবার থেকে গ্রামবাসীর।
বিসর্জনের শোভাযাত্রা ঘিরে রণক্ষেত্র রাজারহাট। জয় শ্রীরাম ধ্বনিতে তৃণমূলের বাধা, পুলিশের লাঠিচার্জের অভিযোগ। কিছুই হয়নি, পাল্টা কমিশনারেট।
ভবানীপুরের পর গড়িয়া। বিসর্জনের শোভাযাত্রা থেকে ফ্ল্যাট লক্ষ্য করে শব্দবাজি, প্রতিবাদ করায় তাণ্ডবের অভিযোগ। পাল্টা অভিযোগ ক্লাব সদস্যদের।
দমদমে পেট্রোল ঢেলে পুড়িয়ে খুনের চেষ্টা। এখনও গ্রেফতারি শূন্য! প্রতিবাদে সিপিএমের বিক্ষোভ।
নরেন্দ্রপুরে পেপসি কারখানায় নিখোঁজ যুবকের রহস্যমৃত্যু। শৌচাগারে মিলল রক্তমাখা দেহ, গায়ে আঘাতের চিহ্ন। খুনের অভিযোগে বিক্ষোভ।
পার্ক স্ট্রিটের হোটেলে পিকনিক গার্ডেনের যুবক খুন। বক্স খাটের ভিতরে মিলল দেহ। শ্বাসরোধ করে হত্যার অনুমান তদন্তকারীদের। খোঁজ নেই ২ সঙ্গীর।
ফরাক্কায় পিএনবিতে গ্রাহকদের অ্যাকাউন্ট থেকে লোপাট ৬৪ লক্ষ। কোষাধ্যক্ষ, অস্থায়ী কর্মী গ্রেফতার। খতিয়ে দেখে টাকা ফেরানোর আশ্বাস ব্যাঙ্কের।
হাওড়ার ডোমজুড়ের ছাঁট লোহার গুদামে ভয়াবহ আগুন। গ্যাসের সিলিন্ডার ফাটায় এলাকায় আতঙ্ক। আতসবাজি থেকেই দুর্ঘটনা বলে অনুমান।
দঃ ২৪ পরগনার খড়িবেড়িয়াতে ২ বাসের রেষারেষিতে দুর্ঘটনা। ৬০ থেকে ৭০জন যাত্রী আহত। বাঁকুড়ার সিমলাপালে নিয়ন্ত্রণ হারিয়ে ধানের ক্ষেতে নামল বাস।
জগদ্ধাত্রী পুজোও চোখ রাঙাচ্ছে নিম্নচাপ। সোমবার সকালে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা। মঙ্গলবার থেকে সমুদ্রে সতর্রতা। উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা।
টেবিল টেনিসে ২ বঙ্গ তনয়ার ইতিহাস। অনূর্ধ্ব-১৯-র ডাবলস বিশ্ব ক্রমতালিকায় শীর্ষস্থানে সিন্ড্রেলা দাস-বিদ্যাংশী ভৌমিক। অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী।
WB News Live: ইঞ্জিনিয়ারিং ছাত্রকে তৃণমূল কার্যালয়ে তুলে নিয়ে গিয়ে 'মারধর', মারধরের অভিযোগ তৃণমূল কাউন্সিলর কাকলি চৌধুরীর বিরুদ্ধে
ইঞ্জিনিয়ারিং ছাত্রকে তৃণমূল কার্যালয়ে তুলে নিয়ে গিয়ে 'মারধর'। মারধরের অভিযোগ তৃণমূল কাউন্সিলর কাকলি চৌধুরীর বিরুদ্ধে। অভিযুক্ত কাউন্সিলর ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর স্ত্রী। ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের আক্রান্তের। আক্রান্ত ছাত্র সংবিদ গোস্বামী ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র।
West Bengal News Live: পার্ক স্ট্রিটের হোটেল থেকে মৃতদেহ উদ্ধারকাণ্ডে এখনও অধরা মৃতের ২ সঙ্গী
পার্ক স্ট্রিটের হোটেল থেকে মৃতদেহ উদ্ধারকাণ্ডে এখনও অধরা মৃতের ২ সঙ্গী। হোটেল ও আশেপাশের এলাকার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে তদন্ত চলছে। ফুটেজে মৃতের ২ সঙ্গীকে একাধিকবার দেখা গেছে। অভিযুক্তরা চেক আউট করার পরে সেই ঘরে বেড শিটের খোঁজ মেলেনি, দাবি হোটেল কর্মীদের।






















