West Bengal News Live Updates: দুর্গাপুরে ডাক্তারি ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩, এখনও অধরা ২
WB News Live Updates: সব জেলার প্রতি মুহূর্তের সমস্ত গুরুত্বপূর্ণ খবরের খুঁটিনাটি দেখুন একনজরে।
LIVE

Background
আর জি করকাণ্ডের পর এবার দুর্গাপুর। আইকিউ সিটি মেডিক্যাল কলেজের ওড়িশার ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ। সঙ্গী পড়ুয়াকে জিজ্ঞাসাবাদ পুলিশের। গ্রেফতারি শূন্য।
ওড়িশা থেকে বাংলায় ডাক্তারি পড়তে এসে গণধর্ষণের অভিযোগ ছাত্রীর।
ছাড় পাবে না অপরাধীরা। দুর্গাপুরকাণ্ডে দুঃখপ্রকাশ করে বার্তা রাজ্য পুলিশের।হাসপাতালে গিয়ে নির্যাতিতার সঙ্গে কথা বললেন ডেপুটি ম্যাজিস্ট্রেট।
দৃষ্টান্তমূলক পদক্ষেপ নিন বাংলার মুখ্যমন্ত্রী। দুর্গাপুরে ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে কড়া প্রতিক্রিয়া ওড়িশার মুখ্যমন্ত্রীর। পরিবারের পাশে থাকার বার্তা।
আর জি করের পরে এবার দুর্গাপুর। ফের ডাক্তারির ছাত্রীর উপর নির্যাতনের অভিযোগ। মুখ খুললেন অভয়ার পরিবার।
সহপাঠীর সঙ্গে খেতে গিয়ে গণধর্ষণের অভিযোগ। প্রিন্সিপালকে ঘেরাও করে পড়ুয়াদের বিক্ষোভ। আমরাও তদন্ত চাই, প্রতিক্রিয়া আইকিউ সিটি মেডিক্যালের।
দুর্গাপুরকাণ্ডের প্রতিবাদে সরব বিরোধীরা। রাজ্য জুড়ে ধর্ষকদের দাপট, চুপ কেন মুখ্যমন্ত্রী? প্রশ্ন শুভেন্দুর। নির্যাতিতার বাবার সঙ্গে কথা। সবেতেই রাজনীতি, পাল্টা তৃণমূল।
দুর্গাপুর থেকে রাজগঞ্জ, ধর্ষণের অভিযোগ নিয়ে বিস্ফোরক শুভেন্দু অধিকারী। শকুনের রাজনীতি। পাল্টা কুণাল।
ডাক্তারির পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ। রিপোর্ট চাইলেন স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা। ডিজিপিকে জাতীয় মহিলা কমিশনের চিঠি। আজ যাচ্ছে রাজ্য মহিলা কমিশন।
ফের মেডিক্যালের ছাত্রীকে ধর্ষণের অভিযোগ। বিচারবিভাগীয় তদন্ত চেয়ে দেশের প্রধান বিচারপতিকে চিকিৎসক সংগঠনের চিঠি। চিঠি মুখ্যমন্ত্রীকেও।
মেটিয়াবুরুজের নাদিয়ালে বিশেষভাবে সক্ষম মহিলাকে ধর্ষণের অভিযোগ। থানায় অভিযোগ দায়ের। এক অভিযুক্ত গ্রেফতার।
খড়গপুরে তৃণমূলকর্মীদের হাতে পঞ্চায়েত অফিসেই আক্রান্ত মহিলা প্রধান। জুতোপেটা করে মুখে কালি। একদিন পরেও গ্রেফতারি শূন্য!
দলীয় কর্মীদের হাতেই পঞ্চায়েত অফিসেই আক্রান্ত প্রধান। তাও গোষ্ঠীদ্বন্দ্ব খারিজ তৃণমূলের। দলের হাতেই মাতৃশক্তি লাঞ্ছিত, কটাক্ষ শুভেন্দুর।
এসআইআরের পর এবার খেলা-মেলা। ফের দলের অস্বস্তি বাড়ালেন সৌগত।
মুখ্যমন্ত্রীকে লক্ষ্মীর সঙ্গে তুলনা করে বিরোধীদের ডাকিনি-যোগিনী বলে কুণালের কটাক্ষ। যার জন্য গ্রেফতার, তিনিই তো দেবী, পাল্টা বাম-বিজেপি।
দুর্যোগের সময় উধাও, তৃণমূলের ঝান্ডা লাগানোর তদারকিতে পুলিশ। ছবি পোস্ট করে কটাক্ষ শুভেন্দুর। ফটো শ্যুটের পার্টি বলে পাল্টা কটাক্ষ তৃণমূলের।
পুর-দুর্নীতিতে সপুত্র সুজিত থেকে ১৩ জায়গায় তল্লাশি। উদ্ধার ৪৫ লক্ষ, মেলেনি সদুত্তর, দাবি ইডি সূত্রে। বাজেয়াপ্ত সম্পত্তির নথি, ডিজিটাল ডিভাইস।
এসআইআরের জন্য কোন পদমর্যাদায় নিয়োগ? ইআরও নিয়ে মুখ্যসচিবকে চিঠি দিল নির্বাচন কমিশন। ৭৪টি বিধানসভা কেন্দ্রে নিয়ম লঙ্ঘনের অভিযোগ।
বৈধ উপায়ে ভারতে ঢুকে অবৈধভাবে ভারতীয় পরিচয়পত্র। একাধিক বাংলাদেশির নামের তালিকা কমিশনকে পাঠাল ফরেনার্স রেজিস্ট্রেশন অফিস।
বাংলাদেশি সন্দেহে 'পুশব্যাক', সোনালি বিবি-দের দেশে ফেরার আশা বাড়ল। ৬ জনই ভারতীয়, জানাল বাংলাদেশের কোর্ট। ভারতীয় হাই কমিশনেও গেল তথ্য।
কামারহাটিতে জন্ডিসের আতঙ্ক। জলের পাইপলাইনে নর্দমার জল ঢুকে একটি ওয়ার্ডেই ৩০ জন আক্রান্ত হওয়ার অভিযোগ। পদক্ষেপের আশ্বাস পুরসভার।
পরপর শিশুমৃত্যু, কাফ সিরাপ নিয়ে কড়া পদক্ষেপ নিচ্ছে রাজ্য ও কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল। কাঁচামালের মান পরীক্ষা করে আগে রিপোর্ট। না দিলেই ব্যবস্থা।
জোকা-বিবাদি বাগ মেট্রোর কাজে গতি। খিদিরপুর-ধর্মতলা টানেল বোরিংয়ে যোগ দিল আরও একটি মেশিন। ছাব্বিশের মে-র মধ্যে ভিক্টোরিয়া পর্যন্ত কাজ শেষের লক্ষ্য।
WB News Live: দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়াকে 'গণধর্ষণ', গ্রেফতার ৩, আটক ১, ধৃত ৩ জনের ১০ দিনের পুলিশ হেফাজত
দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়াকে 'গণধর্ষণ', গ্রেফতার ৩, আটক ১। ধৃত ৩ জনের ১০ দিনের পুলিশ হেফাজত। প্রায় ৩৬ ঘণ্টা পর ঘটনাস্থল ঘিরল পুলিশ। অভিযুক্ত ৩ জনই এলাকার বাসিন্দা, দাবি পুলিশের।
West Bengal News Live: দুর্গাপুরে ডাক্তারি পড়ুকে গণধর্ষণ, দোষীদের শাস্তির দাবিতে কংগ্রেসের বিক্ষোভ
দুর্গাপুর IQ সিটি হাসপাতালে উত্তেজনা। দুর্গাপুরে ডাক্তারি পড়ুকে গণধর্ষণ, দোষীদের শাস্তির দাবিতে কংগ্রেসের বিক্ষোভ। হাসপাতালের বাইরে বিক্ষোভ কংগ্রেসের।






















