West Bengal News Live : নিয়োগ দুর্নীতিতে ইডির মামলায় জামিন 'কালীঘাটের কাকু'র
হিন্দু নিপীড়নের একের পর এক ছবি প্রকাশ্যে। সুনামগঞ্জে পরপর মন্দির-বাড়ি-দোকানে হামলা । এ রাজ্যে জেলায় জেলায় প্রতিবাদ।
LIVE
Background
ত্রাসের দেশ বাংলাদেশ। হিন্দু নিপীড়নের একের পর এক ছবি প্রকাশ্যে। সুনামগঞ্জে পরপর মন্দির-বাড়ি-দোকানে হামলা। অবাধে লুঠপাট। দোয়ারাবাজারে হিন্দুদের গ্রামে হামলা।
সত্য়জিৎ রায় থেকে ঋত্বিক ঘটক। সুনীল গঙ্গোপাধ্য়ায় থেকে শীর্ষেন্দু মুখোপাধ্য়ায়। জীবনানন্দ দাশ থেকে জ্য়োতি বসু কিংবা সুচিত্রা সেন। কেউ নিজে জন্মেছেন বাংলাদেশে। কারও বা পূর্বপুরুষের ভিটে রয়েছে সেখানে। কিন্তু, মৌলবাদীরা মাথাচাড়া দেওয়ার পর, আঘাত নেমে আসতে শুরু করেছে সেই সব জায়গাতেও। ভেঙে দেওয়া হয়েছে ঋত্বিক ঘটকের বাড়ি। কিংবদন্তীদের স্মৃতিবিজড়িত বাকি ঘরবাড়িগুলো অক্ষত থাকবে তো? আশঙ্কা দানা বাঁধছে এপাড়ে।
বাংলাদেশে ভাঙছে মন্দির, জ্বলছে বাড়ি, ঝরছে রক্ত। পদ্মার ওপারের হিন্দুদের হাহাকার। প্রতিবাদে উত্তাল এপার। রানি রাসমণিতে সনাতনীদের সমাবেশ। জেলায় জেলায় প্রতিবাদ চলছে।
West Bengal News : ইউনূসকে নোবেল শান্তি পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি, আবেদন জ্যোতির্ময় সিংহ মাহাতোর
মহম্মদ ইউনূসকে নোবেল শান্তি পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি, সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন জানিয়ে নোবেল কমিটিকে চিঠি পুরুলিয়ার বিজেপি সাংসদের। 'ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আমলে বাংলাদেশে হিন্দুদের ওপর অকথ্য অত্যাচার হচ্ছে' নোবেল কমিটির কাছে আবেদন বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিংহ মাহাতোর
Kolkata News Update : ছাত্রীকে কুপ্রস্তাবের অভিযোগে উত্তাল স্কটিশচার্চ কলেজ
ছাত্রীকে কুপ্রস্তাবের অভিযোগে উত্তাল স্কটিশচার্চ কলেজ। 'সাসপেন্ড নয়, চাকরি থেকে বহিষ্কার করতে হবে অভিযুক্ত অধ্যাপককে',প্রশ্ন তুলে কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ পড়ুয়াদের
Bangladesh News : এবার বাংলাদেশের পাঠ্যবই থেকেও বঙ্গবন্ধুকে মুছে ফেলার চেষ্টা ইউনূসের?
এবার বাংলাদেশের পাঠ্যবই থেকেও বঙ্গবন্ধুকে মুছে ফেলার চেষ্টা ইউনূসের? 'প্রাথমিকের পাঠ্য বই থেকে বাদ মুজিবকে নিয়ে লেখা গদ্য-পদ্য', সিদ্ধান্ত বাংলাদেশের জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের। খবর সূত্রের
Bangladesh NEWS LIVE Updates: বাংলাদেশে ইউনূস সরকারের বিদ্বেষের বিষ, ছাড় নেই হিন্দু মহিলাদেরও
বাংলাদেশে ইউনূস সরকারের বিদ্বেষের বিষ, ছাড় নেই হিন্দু মহিলাদেরও। এবার খাগড়াছড়িতে বাড়িতে ঢুকে হিন্দু জাগরণ মঞ্চের নেতার মা-কে খুন। ইসকনের উপর হামলার প্রতিবাদ করার পর থেকেই লাগাতার হুমকির অভিযোগ। গতকাল বাড়িতে হামলা, ভাঙচুর, লুঠ। বাধা দিলে চুমকি দাসকে পিটিয়ে মারার অভিযোগ মৌলবাদীদের বিরুদ্ধে। নিহত মহিলার ছেলে প্রান্ত দাস হিন্দু জাগরণ মঞ্চের আহ্বায়ক
West Bengal News LIVE Updates: সাতসকালে সিঁথি থানার কাছেই বিস্ফোরণ
সাতসকালে সিঁথি থানার কাছেই বিস্ফোরণ। বাতিল গাড়ির গ্যাস ট্যাঙ্কার কাটার সময় বিস্ফোরণ। সিঁথি থানার কাছেই বিস্ফোরণে মৃত্যু এক শ্রমিকের। গুরুতর জখম অবস্থায় আর জি কর হাসপাতালে ভর্তি আরও ১