West Bengal LIVE News Updates: এবার কলকাতা হাইকোর্টের কড়া নজরদারিতে চলবে আর জি করের আর্থিক দুর্নীতির বিচার প্রক্রিয়া
WB News LIVE Updates: রাজ্য থেকে জেলা সব খবরের লাইভ আপডেটস দেখুন...
LIVE

Background
Kolkata News: ট্যাংরার হেলে পড়া বহুতলকাণ্ডে গ্রেফতার আরও ১
ট্যাংরার হেলে পড়া বহুতলকাণ্ডে গ্রেফতার আরও ১। দুটি বহুতল পরস্পরের দিকে হেলে পড়ায় আতঙ্ক ছড়িয়েছিল এলাকায়। সাদা হেলে পড়া নির্মীয়মাণ বহুতলের প্রোমোটার সুরজিৎ মান্না পুলিশের জালে। বহুতল হেলে পড়ার পরেই চম্পট দেন সুরজিৎ। টাকা ফুরিয়ে যাওয়ায় ছেলের কাছে এসেছিলেন তিনি, তখনই তাঁকে গ্রেফতার করা হয়। ক্রিস্টোফার রোডে ছেলের বাড়ি থেকেই গ্রেফতার সুরজিৎ মান্না
RG Kar Case, Calcutta High Court: এবার কলকাতা হাইকোর্টের কড়া নজরদারিতে চলবে আর জি করের আর্থিক দুর্নীতির বিচার প্রক্রিয়া
এবার কলকাতা হাইকোর্টের কড়া নজরদারিতে চলবে আর জি করের আর্থিক দুর্নীতির বিচার প্রক্রিয়া। জানালেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচী। 'সঠিক পদ্ধতি মেনে বিচার প্রক্রিয়া সংগঠিত করার নামে যাতে বিচারপ্রক্রিয়া বিলম্বিত না হয় সেটা আমরা দেখব', সন্দীপ ঘোষ, সুমন হাজরা , আশিস পাণ্ডের দায়ের করা মামলার শুনানি আগামীকাল সকাল সাড়ে ১০টায়। সিবিআইয়ের আইনজীবীদের সঙ্গে আলোচনায় বসবেন অভিযুক্তদের আইনজীবীরা। '১ ফেব্রুয়ারি অভিযুক্তরা নথি হাতে পেয়েছেন, আর ৪ ফেব্রুয়ারি চার্জগঠন', এই সময়সীমা বৃদ্ধি করার প্রয়োজন রয়েছে, জানালেন বিচারপতি বাগচী
West Bengal News: ট্যাটুর সূত্র ধরেই কাটা মুন্ডু রহস্যের কিনারা করল দত্তপুকুর থানার পুলিশ
ট্যাটুর সূত্র ধরেই কাটা মুন্ডু রহস্যের কিনারা করল দত্তপুকুর থানার পুলিশ, গ্রেফতার নিহতের মাসতুতো ভাই ও তার স্ত্রী। নিহত যুবকের নাম হজরত লস্কর। পুলিশ সূত্রে খবর, চুরি-ডাকাতি, ছিনতাইয়ে ত্রাস ছিল দুই মাসতুতো ভাই হজরত লস্কর ও ওবায়দুল্লাহ্ মণ্ডল। কয়েক বছর আগে হজরত মূল স্রোতে ফিরে এসে উত্তরপাড়ার এক পুলিশ আধিকারিকের সোর্স হিসেবে কাজ করতে শুরু করে। তার সূত্রেই ধরা পড়ে জেল খাটে ওবায়দুল্লাহ্। সে জেলে থাকাকালীন ওবায়দুল্লাহ্-র স্ত্রী নিশার সঙ্গে সম্পর্কে জড়ায় হজরত। মাসদুয়েক আগে জেল থেকে ছাড়া পায় ওবায়দুল্লাহ্। ফোন করে ডেকে পাঠিয়ে হজরতকে নৃশংসভাবে খুন করে সে, দাবি পুলিশের। পুলিশ জানিয়েছে, ওবায়দুল্লাহ্-র দাবি, তার সঙ্গে আরও একজন ছিল। যার মোবাইল ফোনের টাওয়ার লোকেশন জম্মু কাশ্মীরে মিলেছে বলে পুলিশ জানিয়েছে। বদলার জন্য নাকি, স্ত্রীর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক থাকায় খুন, খতিয়ে দেখছে পুলিশ
Mamata Banerjee: বাংলায় বিনিয়োগের আশ্বাস টাটার, দাবি মুখ্যমন্ত্রীর
টাটা সন্সের চেয়ারম্যানকে ফোন মুখ্যমন্ত্রীর। নটরাজন চন্দ্রশেখরণের সঙ্গে ফোনে কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের। কলকাতা-ইউরোপ বিমান পরিষেবা চালুর আর্জি। BGBS-এ আমন্ত্রিত থাকলেও আসতে পারেননি টাটা সন্সের চেয়ারম্যান। 'আগামী দিনে রাজ্যে প্রতিনিধি দল পাঠাবে টাটা', বাংলায় বিনিয়োগের আশ্বাস টাটার, দাবি মুখ্যমন্ত্রীর
Bengal Business Summit: বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের আজ শেষদিন, আজ রাজ্য সরকারের মউ স্বাক্ষরিত হচ্ছে
বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের আজ শেষদিন। সমাপ্তি ভাষণ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন সংস্থার সঙ্গে আজ রাজ্য সরকারের মউ স্বাক্ষরিত হচ্ছে। বিশ্ববঙ্গ কনভেনশন সেন্টারের পাশাপাশি বিশ্ববাংলা মেলা প্রাঙ্গণেও চলছে মউ স্বাক্ষর। গতকালই মুকেশ আম্বানি-সজ্জন জিন্দল-সঞ্জীব গোয়েঙ্কা-হর্ষ নেওটিয়া-সঞ্জীব পুরীদের বিনিয়োগ প্রস্তাব এসেছে। মোট বিনিয়োগ প্রস্তাব এক লক্ষ কোটি টাকারও বেশি
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
