Howrah News: হাওড়ায় সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্যের নেতৃত্বে বস্তি উন্নয়ন সংগঠনের মিছিল
ABP Ananda Live: হাওড়ার বেলগাছিয়ায় জলের পাইপলাইন বসাতে গিয়ে বিপত্তি, পরপর বাড়িতে ফাটল, প্রতিবাদে হাওড়ায় সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্যের নেতৃত্বে বস্তি উন্নয়ন সংগঠনের মিছিল।
সব জেনেও কীভাবে দুই দলকে মিছিলের অনুমতি? বারুইপুরকাণ্ডে রাজ্যকে প্রশ্ন হাইকোর্টের
বারুইপুর মামলায় বিচারপতির মুখে চিনার পার্ক প্রসঙ্গ। চিনার পার্কে আসল বাহিনী নিয়ে নকল আয়কর অভিযান, ধৃত ৫ CISF জওয়ান। 'কালকে চিনার পার্কে কী হয়েছে দেখেছেন তো? আমাদের চোখ-কান খোলা রাখতে হবে, আইনজীবীদের উদ্দেশ্যে মন্তব্য বিচারপতির। 'সব জেনেও কীভাবে দুই দলকে মিছিলের অনুমতি?' বারুইপুরকাণ্ডে রাজ্যকে প্রশ্ন হাইকোর্টের। কোনও নেতাকে বিরোধীরা কালো পতাকা দেখালে সেটা অপরাধ নয়, সওয়াল রাজ্যের। সেটা অন্য কথা, কিন্তু এখানে অনুমতি দেওয়ার জন্যই তো উত্তেজনা তৈরি হয়, মন্তব্য বিচারপতির।

















