এক্সপ্লোর
West Bengal Weather : আগুন ছোটা গরমের পূর্বাভাসের মাঝেই কাল থেকে ৫ জেলায় নামবে ঝমঝমিয়ে বৃষ্টি
মাঝ চৈত্রেই কলকাতার তাপমাত্রা ৩৬ ডিগ্রি ছুঁতে পারে। আগামী ৪-৫ দিনে ৪-৬ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে তাপমাত্রা। পশ্চিমের জেলাগুলিতে পারদ চল্লিশ ডিগ্রিতে পৌঁছতে পারে।

৫ জেলায় নামবে ঝমঝমিয়ে বৃষ্টি
1/9

বসন্তের মিঠে হাওয়ায় ঘু ভাঙার দিন শেষ। বরং খুব শিগগিরিই বঙ্গে চড়চড় করে চড়বে পারদ। গরমে নাভিশ্বাস উঠতে পারে বিভিন্ন জেলার মানুষের। ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে।
2/9

আপাতত যে মনোরম আবহাওয়া উপভোগ করছে বাংলার অনেক জেলা, তা উধাও হবে। আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, পুরোদস্তুর গরম পড়ার দিন এল বলে।
3/9

মাঝ চৈত্রেই কলকাতার তাপমাত্রা ৩৬ ডিগ্রি ছুঁতে পারে। আগামী ৪-৫ দিনে ৪-৬ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে তাপমাত্রা। পশ্চিমের জেলাগুলিতে পারদ চল্লিশ ডিগ্রিতে পৌঁছতে পারে।
4/9

কলকাতায় বেলা বাড়লেই রক্তচক্ষু দেখাবে সূর্য। বইবে গরম হাওয়া । গা-হাত-পা পোড়াতে পারে সূর্যের তাপ। এপ্রিল পড়ার আগেই গরমে দম আটকে আসতে পারে বঙ্গবাসীর । তবে তারই মধ্যে আছে সুখবর । বৃষ্টি হবে ৫ জেলায়।
5/9

মাসের একেবারে শেষে কলকাতা শহরে তাপমাত্রা পৌঁছতে পারে ৩৬ থেকে ৩৭ ডিগ্রিতে। এছাড়া পশ্চিমের জেলাগুলিতে ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হতে পারে।
6/9

মঙ্গলবারের ওয়েদার রিপোর্ট অনুসারে, দিনের তাপমাত্রা বা সর্বোচ্চ তাপমাত্রা জেলায় জেলায় স্বাভাবিকের বেশ কিছুটা নিচেই ছিল । রাতের তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি ছিল । তবে ক্রমশ বাড়বে তাপমাত্রা।
7/9

এমনকী সপ্তাহান্তে গরমেই ফুটবে কলকাতায! স্বাভাবিকের বেশ কিছুটা উপরে থাকতে পারে পারদ। দিনের সর্বোচ্চ তাপমাত্রা শনিবারের মধ্যে ৩৬ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে। তাহলে বৃষ্টি কোথায় হবে ?
8/9

দক্ষিণবঙ্গ যখন গরমে পুড়বে, তখন উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার থেকে দার্জিলিঙে বৃষ্টি শুরু হবে। সপ্তাহান্তে দার্জিলিং, কালিম্পং ছাড়াও জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার, এই ৫ জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
9/9

বৃহস্পতিবার থেকে দার্জিলিংয়ে হালকা বৃষ্টি শুরু হবে। শুক্র ও শনিবার নাগাদ উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলাতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে । শুক্রবার দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়ি এই তিন জেলাতে মেঘলা আকাশ বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি কয়েক পশলা হতে পারে।
Published at : 26 Mar 2025 07:48 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
জেলার
আইপিএল
মালদা
Advertisement
ট্রেন্ডিং
