এক্সপ্লোর
West Bengal Weather : আগুন ছোটা গরমের পূর্বাভাসের মাঝেই কাল থেকে ৫ জেলায় নামবে ঝমঝমিয়ে বৃষ্টি
মাঝ চৈত্রেই কলকাতার তাপমাত্রা ৩৬ ডিগ্রি ছুঁতে পারে। আগামী ৪-৫ দিনে ৪-৬ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে তাপমাত্রা। পশ্চিমের জেলাগুলিতে পারদ চল্লিশ ডিগ্রিতে পৌঁছতে পারে।
৫ জেলায় নামবে ঝমঝমিয়ে বৃষ্টি
1/9

বসন্তের মিঠে হাওয়ায় ঘু ভাঙার দিন শেষ। বরং খুব শিগগিরিই বঙ্গে চড়চড় করে চড়বে পারদ। গরমে নাভিশ্বাস উঠতে পারে বিভিন্ন জেলার মানুষের। ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে।
2/9

আপাতত যে মনোরম আবহাওয়া উপভোগ করছে বাংলার অনেক জেলা, তা উধাও হবে। আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, পুরোদস্তুর গরম পড়ার দিন এল বলে।
Published at : 26 Mar 2025 07:48 AM (IST)
আরও দেখুন






















