West Bengal News Live Updates: SIR- এর দ্বিতীয় দিনে আজও বা়ড়ি বাড়ি BLO-রা
WB News Live Updates: সমস্ত গুরুত্বপূর্ণ খবর দেখুন একনজরে।
LIVE

Background
এসআইআর-উত্তাপ এবার রাজপথে। হাতে সংবিধান নিয়ে রেড রোড থেকে মমতা-অভিষেকের মিছিল। জেহাদিদের র্যালি, পানিহাটিতে পাল্টা খোঁচা শুভেন্দুর।
২ কোটি মানুষকে তাড়িয়ে দিয়ে ক্ষমতা দখলের চেষ্টা বিজেপির। অসমের উদাহরণ দিয়ে বিজেপিকে তীব্র আক্রমণে মমতা।
এসআইআর নিয়ে ফের চ্যালেঞ্জ অভিষেকের। বৈধ ভোটারদের নাম বাদের চক্রান্তের অভিযোগে দিল্লি চলোর ডাক।
জোড়াসাঁকোর সভা থেকে মোদি সরকারের পতনের হুঙ্কার মমতার, পাল্টা তৃণমূল সরকার পতনের ডাক শুভেন্দর।
রাজ্য জুড়ে শুরু এসআইআর। ফর্ম নিয়ে বাড়িতে বাড়িতে বিএলওরা।
এনুমারেশন ফর্ম নিয়ে বেরোতেই হাওড়ায় বাধার মুখে বিএলও। পরিচয়পত্র না থাকার অভিযোগে স্থানীয়দের বিক্ষোভ। ফিরতে হল মাঝপথে।
এজেন্সির মতোই কমিশনকে সামনে রেখে ভয় দেখাচ্ছে বিজেপি। এসআইআর নিয়ে ফের হুঙ্কার মমতার।
এসআইআর ভন্ডুল করার চেষ্টা করলে বুঝে নেবে কমিশন। বিএলএকে মারলে আমরা লড়ে নেব। পানিহাটির সভায় তৃণমূলকে হুঁশিয়ারি শুভেন্দুর।
ম্যান মার্কিংয়ের নির্দেশের পরেই বিএলওদের ম্যান মার্কিংয়ে দুর্গাপুরের তৃণমূল নেতা! বিতর্কের মুখে নথি দেওয়ার সাফাই!
হাওড়া, রামনগরের পর কান্দি। এসআইআর-ভয়ে কোথাও আত্মহত্যা, কোথাও হৃদরোগে মৃত্যুর অভিযোগ! বাজ পড়ে, মরলেও এক কথা, মুখ্যমন্ত্রীই দায়ী! খোঁচা শুভেন্দুর।
এসআইআর আতঙ্কে পরপর মৃত্যুর অভিযোগে তোলপাড়। সবাই ছিল বৈধ ভোটার, দাবি অভিষেকের। বেকারত্বেই আত্মহত্যা, দায়ী মমতা, পাল্টা শুভেন্দু।
৩জনকে বিধায়ককে ফোন করে টাকা চেয়েছিল। কিছু হলেই এজেন্সির আতঙ্ক। জোড়াসাঁকোর সভায় দাবি তৃণমূলনেত্রীর। অসমে এসআইআর না হওয়ায় প্রশ্ন।
লাভ জেহাদের মতোই বাংলায় চলছে ল্যান্ড জেহাদ। দেশের সুরক্ষার জন্যেই ভোটার তালিকায় সংশোধন। সীমান্ত এলাকার উল্লেখ করে আক্রমণে শুভেন্দু।
মীরজাফর থেকে কুর্সিবাবু-নাম না করে প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী থেকে মুখ্য নির্বাচন কমিশনারকে তীব্র আক্রমণে তৃণমূলনেত্রী। পরিবারতন্ত্রের অভিযোগ।
এসআইআর না হলেই ভোট বাতিল, তারপরেই রাষ্ট্রপতি শাসন। পানিহাটির সভা থেকেই তৃণমূলকে চ্যালেঞ্জ বিরোধী দলনেতার।
গুরুদ্বার কমিটির আবেদনে সাড়া। বুধবারের বদলে বর্ধমানে এসআইআরের পক্ষে শুভেন্দুর মিছিল রবিবার। অনুমতি দিতে আপত্তি নেই, হাইকোর্টে জানাল রাজ্য।
এসআইআর শুরু হতেই আক্রান্ত সিপিএমের বিএলএ। মারধরের অভিযোগ। পড়াশুনোর ক্ষতির অভিযোগে গাইঘাটায় বিএলওদের তালাবন্দি করে বিক্ষোভ।
দত্তাবাদের স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণের পর খুনের অভিযোগ! নিউটাউনে মিলল ক্ষতবিক্ষত দেহ। সরকারি আধিকারিকের বিরুদ্ধে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ।
হরিদেবপুরে শ্যুটআউট, গ্রেফতার আরও ১। ধৃতের কাছ থেকে উদ্ধার হামলায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্র। সম্পর্কের টানাপোড়নেই হামলা, অনুমান পুলিশের।
আমেরিকান সেন্টারের সামনে সন্দেহজনক ঘোরাঘুরি, ছবি তোলার অভিযোগে আর্থিক দুর্নীতির মামলায় 'ওয়ান্টেড' গ্রেফতার। কারণ জানতে জিজ্ঞাসাবাদ।
ছত্তীসগঢ়ের বিলাসপুরে ট্রেন দুর্ঘটনা! অন্তত ৭জনের মৃত্যু, কয়েকজন আহত।সংঘর্ষের পরে মালগাড়িতে উঠে গেল প্যাসেঞ্জার ট্রেন! একাধিক বগি লাইনচ্যুত।
দিঘার জগন্নাথ মন্দিরে ধাম শব্দ ব্যবহার নিয়ে জনস্বার্থ মামলা হাইকোর্টে খারিজ। বিশ্ব হিনদু পরিষদের মামলা খারিজ। সম্পূর্ণ নথি দিয়ে নতুন মামলার সুযোগ।
WB News Live: বাড়িতে বাড়িতে নয়, চায়ের দোকানে বসেই ফর্ম বিলি? যোধপুর গার্ডেনে চায়ের দোকানে ফর্ম নিয়ে BLO
বাড়িতে বাড়িতে নয়, চায়ের দোকানে বসেই ফর্ম বিলি? যোধপুর গার্ডেনে চায়ের দোকানে ফর্ম নিয়ে BLO। 'বাড়িতে বাড়িতে না গিয়ে তৃণমূলের হয়ে কাজ করছেন BLO', তৃণমূলের হয়ে কাজ করছেন BLO, অভিযোগ বিজেপির। এলাকার মানুষ তো অন্য কথা বলছে, পাল্টা দাবি তৃণমূলের। 'সবারই বাড়ি গিয়েছি', অভিযোগ উড়িয়ে পাল্টা দাবি BLO-র।
West Bengal News Live: কলকাতা ময়দানে ফুটবল ম্যাচেও ফিক্সিং, আরও গ্রেফতার
কলকাতা ময়দানে ফুটবল ম্যাচেও ফিক্সিং, আরও গ্রেফতার। খিদিরপুর ক্লাব কর্তার পরে আরও একজন গ্রেফতার। বেলেঘাটা থেকে সুজয় ভৌমিক নামে এজেন্ট গ্রেফতার। ময়দানে ফুটবল ম্যাচেও গড়াপেটা, গ্রেফতারি বেড়ে ৩।






















