West Bengal News Today : অপারেশন 'সিঁদুর' নিয়ে সর্বদলীয় প্রতিনিধিদলে অভিষেক বন্দ্যোপাধ্যায়, খবর সূত্রের
চাকরিহারাদের বিরুদ্ধেই দায়ের হয়েছে মামলা। এবার চাকরিহারাদের আন্দোলন নিয়ে বহিরাগত তত্ত্ব খাড়া করলেন মুখ্যমন্ত্রী।

Background
আজ যা যা খবর শিরোনামে
লাঠি চালাল পুলিশ, গ্রেফতারির হুঁশিয়ারি দিয়ে আন্দোলনকারীদের থানায় হাজিরার নোটিসও পাঠাল পুলিশ। এই পরিস্থিতিতে সোমবার চাকরিহারা শিক্ষকদের আন্দোলনের লক্ষ্মণরেখা মনে করালেন মুখ্যমন্ত্রী। একই সুর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলাতেও। পাল্টা তৃণমূলকে অতীতের বিধানসভা ভাঙচুরের কথা মনে করিয়ে দিয়েছেন বিরোধীরা। চাকরিহারাদের প্রশ্ন- এতগুলো জীবন নষ্ট হয়ে যাচ্ছে, এর থেকে ধ্বংসের আর কী হতে পারে? চাকরি গেছে। এবেলা লাথি, ওবেলা লাঠি খেতে হয়েছে। তারপর চাকরিহারাদের বিরুদ্ধেই দায়ের হয়েছে মামলা। এবার চাকরিহারাদের আন্দোলন নিয়ে বহিরাগত তত্ত্ব খাড়া করলেন মুখ্যমন্ত্রী।
অন্যদিকে, অপারেশন 'সিঁদুর' নিয়ে সর্বদলীয় প্রতিনিধিদলে, ইউসুফ পাঠান-সহ কোনও সাংসদকেই না পাঠানোর সিদ্ধান্ত নিল তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনেরই প্রশ্ন, বিরোধী দলের প্রতিনিধিদের নাম কেন কেন্দ্রীয় সরকার ঠিক করে দেবে? যদিও, তৃণমূলের প্রশ্ন উড়িয়ে দিয়েছে বিজেপি। অধীর চৌধুরী আবার সরাসরিই অভিযোগ করেছেন, বিজেপির পছন্দের লোকেরাই তালিকায় ঠাঁই পাচ্ছেন।
পাকিস্তানের হয়ে চরবৃত্তি এবং সেই সংক্রান্ত কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগে হরিয়ানার জ্যোতি মালহোত্রার পাশাপাশি গত ১১ দিনে১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
Train News : মালদাগামী ডেমু ট্রেনে আগুন, গাইসালে নর্থ কেবিনের কাছে দুর্ঘটনা
শিলিগুড়ি মালদাগামী ডেমু ট্রেনে আগুন। আগুন ধরে যায় ট্রেনের পিছনের ইঞ্জিনে। জরুরী তৎপরতায় চালককে ফোন গার্ডের। থামিয়ে দেওয়া হয় ট্রেন। গাইসালে নর্থ কেবিনের কাছে দুর্ঘটনা। দমকলবাহিনী পৌঁছে আগুন নিয়ন্তন্ত্রনে আানার কাজ চালাচ্ছে। গুঞ্জরিয়ায় আটকে দেওয়া হয় রাজধানী এক্সপ্রেস
WB News Live : শারীরশিক্ষা-কর্মশিক্ষার নিয়োগে সিঙ্গল বেঞ্চের স্থগিতাদেশ বহাল
শারীরশিক্ষা-কর্মশিক্ষার নিয়োগে সিঙ্গল বেঞ্চের স্থগিতাদেশ বহাল
সিঙ্গল বেঞ্চের স্থগিতাদেশ কোনও হস্তক্ষেপ করল না ডিভিশন বেঞ্চ






















