West Bengal News Live Updates: SIR-আবহেই আগামীকাল অযোগ্য শিক্ষাকর্মীদের তালিকা প্রকাশ, প্রায় ৩৫০০ অযোগ্য শিক্ষাকর্মীদের তালিকা প্রকাশ করবে এসএসসি
WB News Live Updates: সমস্ত গুরুত্বপূর্ণ খবর দেখুন একনজরে।
LIVE

Background
দমদমে নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ। টিউশনে যাওয়ার পথে নাবালিকাকে অত্যাচার। গ্রেফতার ৩। প্রতিবাদে দমদম থানার সামনে বিক্ষোভ বিজেপির।
SIR আবহে বিস্ফোরক বামনগাছির INTTUC নেতা। চিরকাল ভয় দেখানো যায় না। পাল্টা বিজেপির।
SIR আবহে হুঙ্কার শুভেনদুর। অনুপ্রবেশের দায় কেন্দ্রের। পাল্টা তৃণমূলের।
নির্বাচন কমিশনের মাধ্যমে বিজেপির সাইলেন্ট রিগিং। কুণাল ঘোষের পর আক্রমণ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। নজর ঘোরানোর কৌশল। পাল্টা বিজেপির।
পানিহাটি, ইলামবাজার, টিটাগড়ের পর জামালপুর। ফের SIR আতঙ্কে বাংলার পরিযায়ী শ্রমিকের মৃত্যুর অভিযোগ। সরব তৃণমূল। অসুস্থতায় মৃত্যু, পাল্টা বিজেপির।
একের পর এক SIR আতঙ্কে মৃত্যুর অভিযোগ। দায়ী নির্বাচন কমিশন। সরব তৃণমূল।
বিজেপির ঘৃণার রাজনীতির জন্যই আরও একটি মূল্যবান প্রাণ গেল। SIR আতঙ্কে পরিযায়ীর মৃত্যুর অভিযোগে সরব তৃণমূল। SIR আতঙ্কে মৃত্যু হলে দায়ী মুখ্যমন্ত্রী। পাল্টা বিজেপির।
মঙ্গলে আগরপাড়ায় মিছিলের ডাক শুভেন্দু অধিকারীর। মেলেনি অনুমতি।
BLO-র তৃণমূল যোগে পদক্ষেপ কমিশনের। সরানো হল কাটোয়ার কুয়ারা গ্রামের বুথ সভাপতি BLO পুরাণচন্দ্র ঘোষকে। বিজেপির অভিযোগের পরই ব্যবস্থা। নতুন BLO উদয়চন্দ্র ঘোষ।
ফের বিএলও-র তৃণমূল যোগের অভিযোগ। বর্ধমান দক্ষিণের ১৬৬ বুথের বিএলও তৃণমূলের মিছিলে যান। সরানোর দাবি বিজেপির। তৃণমূলকে সমর্থন করি। কমিশনের দায়িত্ব পালন করব। পাল্টা BLO-র।
বিএলওদের তৃণমূল যোগের অভিযোগ এবার সাঁইথিয়ায়। অধিকাংশই তৃণমূলের সঙ্গে যুক্ত। ১৬২ জনকে সরানোর আর্জি বিজেপির। কাজের ক্ষেত্রে দল দেখি না। দাবি বিএলও-র।
ফের কমিশনের আপলোড করা ২০০২ এর তালিকায় নাম না থাকার অভিযোগ। বসিরহাট দক্ষিণ বিধানসভার দুই বুথে ৩৪ জনের নাম উধাও। দাবি ভোটারদের। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন BLO.
বাংলায় SIR, ত্রিপুরায় গ্রেফতার বাংলাদেশি। খোয়াই চাম্পাহাউরে অনুপ্রবেশকারী সন্দেহে কয়েকজনকে পাকড়াও গ্রামবাসীদের। ৬ বাংলাদেশিকে গ্রেফতার পুলিশের।
বংশীহারিতে ২ বাংলাদেশির বিরুদ্ধে অভিযোগ জানালেও পুলিশ ব্যবস্থা নিচ্ছে না। মুখ্যমন্ত্রীকে নিশানা করে আক্রমণ সুকান্ত মজুমদারের। দায় কেন্দ্রের। পাল্টা তৃণমূলের।
শুক্রবার SSC র একাদশ-দ্বাদশ শ্রেণির ফলপ্রকাশ। নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে নবম-দশমের রেজাল্ট। খবর এসএসসি সূত্রে। ইন্টারভিউর আগে SSC-র কার্যালয়ে নথি পরীক্ষা।
West Bengal News Live: গোটা বাঙালি জাতিকে বাংলাদেশি রোহিঙ্গা বলে অপমান করতে চাইছে বিজেপি, অভিযোগ করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য় বসু
গোটা বাঙালি জাতিকে বাংলাদেশি রোহিঙ্গা বলে অপমান করতে চাইছে বিজেপি। আজ নাগেরবাজারে SIR-এর প্রতিবাদ কর্মসূচি থেকে এমনই অভিযোগ করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য় বসু। ব্রাত্য় বসুর এমন অভিযোগের পাল্টা কটাক্ষ করেছেন বিজেপির রাজ্য় সভাপতি শমীক ভট্টাচার্য। পানিহাটিতে প্রদীপ করের NRC-আতঙ্কে আত্মহত্য়ার অভিযোগকে সামনে রেখে আজ SIR-এর বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করেন তৃণমূল নেতা-কর্মীরা। উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ও তৃণমূল বিধায়ক ব্রাত্য় বসু এবং তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক।
WB News Live: শীতলকুচির বিজেপি বিধায়ককে গো ব্যাক স্লোগান
কোচবিহারে বিজেপি বিধায়ককে গো ব্যাক স্লোগান। শীতলকুচির বিজেপি বিধায়ককে গো ব্যাক স্লোগান। বরেন বর্মনকে গো ব্যাক স্লোগান তৃণমূলের। 'আবাস ও ১০০ দিনের টাকা দিচ্ছে না কেন্দ্র', উন্নয়নের কোনও কাজই করেন না বিজেপি বিধায়ক, অভিযোগ তৃণমূলের। তৃণমূলই উন্নয়নে বাধা দিচ্ছে, পাল্টা অভিযোগ বিজেপি বিধায়কের।






















