Wet Bengal News Live Updates: বীরভূমের লাভপুরে উদ্ধার বোমা নিষ্ক্রিয় করল বম্ব স্কোয়াড, লাভপুরের হাতিয়া গ্রামের মাঠেই নিষ্ক্রিয় করা হল ১৯টি বোমা
WB News Live Updates: সমস্ত জেলার সব গুরুত্বপূর্ণ খবর দেখুন একনজরে।
LIVE

Background
কেষ্টর কুকথা কাণ্ডের পাল্টা তৃণমূলের হাতিয়ার সুকান্তর মন্তব্য। পুলিশকে নিশানা করে সুকান্তর মন্তব্যে বিতর্ক। অবস্থানে অনড় বিজেপি রাজ্য সভাপতি।
হে বিজেপি, পোড়া মুখ কত হবে কালো? অনুব্রতে অপরাধ, সুকান্তে ভাল? প্রশ্ন দেবাংশুর।
সুকান্তকে হেনস্থার অভিযোগে। দিকে দিকে বিজেপির বিক্ষোভ।
কেষ্টর আইফোনের ফেসটাইম থেকে IC-র সরকারি নম্বরে ফোন করে হুমকি। পরিচয় দিয়ে অপমান, মানসিকভাবে হেনস্থা। কুকথা কাণ্ডে প্রকাশ্যে FIR কপি।
কেষ্টর কুকথা কাণ্ডে বিতর্কের মধ্যেই সিউড়ির IC-র বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ কাজল ঘনিষ্ঠ তৃণমূল নেতার।
বিজেপি নেতার মৃত্যুতে উত্তপ্ত গোঘাট। দেহ নিয়ে বিক্ষোভ বিজেপি বিধায়কের। খুনের অভিযোগ পরিবারের। আত্মহত্যা বলে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট দেখে অনুমান পুলিশের।
গোঘাটে বাড়ি থেকে উদ্ধার বিজেপির সংখ্যালঘু মোর্চার মণ্ডল সভাপতির ঝুলন্ত দেহ। আত্মহত্যার তত্ত্ব মানতে নারাজ পরিবার।
একুশের জুলাইয়ের প্রস্তুতি নিয়ে বীরভূমে তৃণমূলের কোর কমিটির বৈঠকে। দলের কড়া বার্তার পর একফ্রেমে কেষ্ট-কাজল।
আবার বিস্ফোরক দিলীপ।
এবার তৃণমূলের যুব, মহিলা, শ্রমিক সংগঠনে রদবদল। তালিকায় একাধিক নতুন মুখ। বীরভূম, উত্তর কলকাতার ধাঁচে পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুরে কোর কমিটি।
অক্সফোর্ডে মুখ্যমন্ত্রীকে বিক্ষোভ দেখানো চিকিৎসকের বিরুদ্ধে কড়া পদক্ষেপের পথে কাউন্সিল। হাজিরার নোটিসের প্রস্তুতি। যাব না, জানিয়ে দিলেন রজতশুভ্র।
মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো বাড়ি বাড়ি দিঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ বিলি। কার নির্দেশে ৪২ কোটি টাকা দিচ্ছে হিডকো? প্রশ্ন জগন্নাথের। প্রসাদ পাঠালে ক্ষতি কী, পাল্টা কুণাল।
কাটোয়ায় জেঠু-জেঠিমাকে বাবা-মা সাজিয়ে ভারতীয় পাসপোর্ট। কুয়েতে পাড়ি বাংলাদেশি যুবকের। পুনর্নবীকরণের সময় ধরা পড়ল জালিয়াতি। নেপথ্যে জাল নথি চক্র?
ফের জাল ওষুধের খোঁজ। রক্তচাপ নিয়ন্ত্রণের দু'টি ব্যাচ নম্বরের ওষুধ জাল। রাজ্য ড্রাগ কন্ট্রোলকে জানাল বিহার ড্রাগ কন্ট্রোল। ৩ মাস সাসপেন্ড অন্য আরও ২ সংস্থা।
বারাসাতের কদম্বগাছিতে কারখানা, গুদামে বিধ্বংসী আগুন। একের পর এক সিলিন্ডার বিস্ফোরণ। নেভাতে গিয়ে একজন দমকলকর্মী অসুস্থ।
দাউ দাউ করে জ্বলছে পরপর কারখানা, গুদাম। দমকলের বিরুদ্ধে দেরিতে আসার অভিযোগে বিক্ষোভ। গেট ভেঙে ঢোকাতে হল দমকলের ইঞ্জিন।
WB News Live: কান্দিতে ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৫, আহত ১৬
কান্দিতে ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৫, আহত ১৬। ডাম্পার-ট্রেকারের মুখোমুখি সংঘর্ষে মৃত ৫। কান্দির গোকর্ণের পাওয়ার হাউস মোড়ে ভয়াবহ দুর্ঘটনা। বীরভূম থেকে ট্রেকারে ফিরছিলেন হরিহরপাড়ার বাসিন্দারা, স্থানীয় সূত্রে খবর। ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে ডাম্পারে ধাক্কা মারে ট্রেকার। ঘটনাস্থলেই মৃত্যু ৫ জনের, আহত আরও ১৬। আহতরা কান্দি ও মুর্শিদাবাদ হাসপাতালে চিকিৎসাধীন।
West Bengal News Live: বর্ষার শুরুতেই ফিরল ঘাটালের পুরনো ছবি
বর্ষার শুরুতেই ফিরল ঘাটালের পুরনো ছবি। জলের তলায় মহকুমার বেশিরভাগ এলাকা। অন্য়দিকে, চন্দ্রকোণা ১ ও ২ নম্বর ব্লকের বেশ কিছু এলাকা এখনও জলমগ্ন। নেই বিদ্যুৎ, সমস্যা শুরু হয়েছে পানীয় জল নিয়ে।






















