West Bengal News LIVE: DA দিতে হবে সরকারকে, আমার , আপনার ট্যাক্সের টাকা এইভাবে নষ্ট করতে পারে না : সংগ্রামী যৌথ মঞ্চ
News LIVE : রাজ্য তথা দেশের সব খবরের লাইভ আপডেট দেখতে ক্লিক করুন...

Background
কলকাতা: রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘভাতার ২৫ শতাংশ এখনই দিয়ে দিতে নির্দেশ সুপ্রিম কোর্টের। চাকরি ফেরত চেয়ে রাস্তায় নেমে, শাসক দল, পুলিশের হাতে মার খেয়ে রক্তাক্ত শিক্ষকরা। তবু আন্দোলনে অনড়। রাত কাটল খোলা আকাশের নীচে। বিকাশ ভবনের বাইরে চলছে অবস্থান।সাইরেন বাজিয়ে পুলিশি অ্যাকশন! রাস্তায় লুটিয়ে পড়লেন চাকরিহারারা। এলোপাথাড়ি লাঠিচার্জে কারও ফাটল মাথা, কারও কাটল হাত-পা।বিকাশ ভবনে অনুগামীদের নিয়ে তাণ্ডব তৃণমূল নেতা সব্যসাচী দত্তর। আক্রান্ত এবিপি আনন্দ, মার খেল অন্য সংবাদমাধ্যমও।
Recruitment Scam: লাথি, লাঠি চাকরিহারাদের
বেলাগাম দুর্নীতির জন্য় চাকরি গিয়েছিল আগেই। এবার খেতে হল তৃণমূলের লাথি, তারপর জুটল পুলিশের লাঠি। এককথায় অসহায়, করুণ অবস্থা চাকরিহারা শিক্ষক-অশিক্ষক কর্মীদের।
DA Case: DA দিতে হবে সরকারকে, আমার , আপনার ট্যাক্সের টাকা এইভাবে নষ্ট করতে পারে না : সংগ্রামী যৌথ মঞ্চ
DA দিতে হবে সরকারকে, আমার , আপনার ট্যাক্সের টাকা এইভাবে নষ্ট করতে পারে না : সংগ্রামী যৌথ মঞ্চ






















