West Bengal News LIVE: ঘরছাড়াদের সঙ্গে দেখা করতে বৈষ্ণবনগরে রাজ্যপাল, ক্যাম্পের বাইরে বিক্ষোভ স্থানীয়দের
West Bengal News LIVE : রাজ্যের সব খবরের লাইভ আপডেট দেখতে ক্লিক করুন...

Background
কলকাতা: গোধূলিলগ্নে চার হাত এক। বিজেপি মহিলা মোর্চা নেত্রীকে বিয়ে করছেন তেষট্টির দিলীপ ঘোষ।দিলীপের বাড়িতে উপহার নিয়ে সুকান্ত-শমীক-লকেট।মুর্শিদাবাদকাণ্ডে তপ্ত রাজনীতি, রাজ্যের আপত্তি উড়িয়ে আজ মালদায় রাজ্যপাল।সুপ্রিম রায়ে ফের দিতে হবে যোগ্যতার প্রমাণ, পড়ানোর সঙ্গেই নিতে হবে পরীক্ষা-প্রস্তুতি। দুর্নীতির বলি হয়ে অকূলপাথারে চাকরিহারা যোগ্যরা, জেলায় জেলায় প্রতিবাদ।
West Midnapore News: রাষ্ট্রপতি পুরস্কার ফেরতে চাইছেন মেদিনীপুরের ইয়াসিন পাঠান
মুসলিম পরিবারে জন্ম নিয়েও, তাঁর হাত ধরে পশ্চিম মেদিনীপুরের পাথরায় প্রাণ ফিরে পেয়েছিল ৪২টি হিন্দু মন্দির। ১৯৯৪ সালে পেয়েছিলেন রাষ্ট্রপতি পুরস্কারও। এবার রাজনীতির জন্য় সারা দেশে সম্প্রীতি ও ঐক্য নষ্টের অভিযোগ তুলে সেই পুরস্কারই ফেরত দিতে চাইলেন পশ্চিম মেদিনীপুরের ইয়াসিন পাঠান।
West Bengal News LIVE: শনিবার মুর্শিদাবাদের সুতি, ধুলিয়ান, সামশেরগঞ্জের দাঙ্গা বিধ্বস্ত এলাকায় যাবেন জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি
সূত্রের খবর, শনিবার মুর্শিদাবাদের সুতি, ধুলিয়ান, সামশেরগঞ্জের দাঙ্গা বিধ্বস্ত এলাকায় যাবেন জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধিরা। এলাকায় যাবেন জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধিরাও।






















