West Bengal News Live Updates: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভিতর ABVP- র বিক্ষোভ, যাদবপুর থানার সামনে পথ অবরোধ
WB News Live Updates: সব জেলার প্রতি মুহূর্তের সমস্ত খবর দেখুন একনজরে।

Background
SFI-এর ডাকা ছাত্র ধর্মঘটে তুমুল অশান্তি। মেদিনীপুর কলেজে তুলকালাম। পড়ুয়াদের উপর চড়াও বহিরাগত TMCP নেতারা। আন্দোলনকারীকে লাথি পুলিশের।
যাদবপুরকাণ্ডের প্রতিবাদে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় উত্তেজনা। বাংলা বিভাগে SFI সমর্থকদের ধাক্কাধাক্কি, শাসানি TMCP-র। DSO-কে বাধা পুলিশের।
যাদবপুরকাণ্ডের প্রতিবাদে পাঁশকুড়া বনমালী কলেজেও ধুন্ধুমার। হাতাহাতি বহিরাগত TMCP নেতাদের। ধাক্কা মেরে ফেলে দেওয়া হল আন্দোলনকারী মহিলা DSO সমর্থককে।
যাদবপুরকাণ্ডের প্রতিবাদে শিলিগুড়িতে মুখ ফাটল SFI সমর্থকের। একতরফা মার TMCP-র।TMCP-র সঙ্গে ধস্তাধস্তি DSO-রও, আহত ২। মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের গেটেও উত্তেজনা।
কোচবিহারের জেনকিন্স স্কুলে উত্তেজনা। পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানাতে আসা DSO কর্মীদের ধাক্কা। অভিযোগ TMCP-র বিরুদ্ধে।
থমথমে যাদবপুর। তালা বন্ধ করে ক্লাস বয়কটের ডাক ধর্মঘটিদের। অসুস্থ বলে উত্তাল বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন না, জানালেন অন্তর্বর্তী উপাচার্য।
যাদবপুরে আহত ছাত্রর বাঁ চোখ নিয়ে দুশ্চিন্তায় আছেন চিকিৎসকরা। গাড়ির তলায় পড়ে যাননি ইন্দ্রানুজ, পোস্ট দেবাংশুর। মিথ্যা বলছেন, রাজনীতি কাম্য নয়, মন্তব্য আহত ছাত্রর বাবার।
যাদবপুরকাণ্ডে হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন, কাল শুনানির সম্ভাবনা। নিরাপত্তার দাবিতে জনস্বার্থ মামলা দায়েরের আর্জি জানিয়ে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ।
এলাকায় তোলাবাজির প্রতিবাদ, আক্রান্ত খড়দা পুরসভার তৃণমূল ভাইস চেয়ারম্যান। পার্টি অফিসে চড়াও হয়ে শাসক-নেতাকে হুমকি, হাতাহাতি। পুলিশের ভূমিকায় প্রশ্ন তৃণমূল নেতার।
WB News Live: ছেলেটা দুর্ভাগ্যজনকভাবে আহত না হলে কেউ সমবেদনা দেখাত না, যাদবপুর প্রসঙ্গে সৌগত রায়
অরূপের সুরে এবার সৌগত, যাদবপুর নিয়ে কড়া হুঁশিয়ারি। 'তৃণমূলের ২-৩ হাজার ঢুকলে কোথায় বাঁচবে?' 'প্রেসিডেন্সির মতো এখানেও এখনও পুলিশ নিয়ে ভাবতে হবে'। 'প্রশাসনিক ব্যবস্থা নিলে হাজার খানেক পুলিশ ঢুকে যাবে'। 'ওটা ওদের সৌভাগ্য যে ছেলেটা আহত, না হলে কেউ সমবেদনা দেখাত না'। 'যাদবপুর তো বাংলার বাইরে নয়, কেউ গেলেই গাড়ি ভাঙবে'। 'যাদবপুরে একটা অসহ্য বাঁদরামির খেলা চলছে, সহ্য করা যায় না'। এর আগে বাবুল, ধনকড়কে বাধা, এবার ব্রাত্যকেও বাধা। ছেলেটা দুর্ভাগ্যজনকভাবে আহত না হলে কেউ সমবেদনা দেখাত না।
West Bengal News Live: ফেসবুকে ছবি পোস্ট করে তৃণমূলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য দাবি করেন, ইন্দ্রানুজকে শিক্ষামন্ত্রীর গাড়ি ধাক্কাই দেয়নি
শনিবার যাদবপুরে কীভাবে আহত হয়েছিলেন পড়ুয়া ইন্দ্রানুজ? ফেসবুকে ছবি পোস্ট করে তৃণমূলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য দাবি করেন, ইন্দ্রানুজকে শিক্ষামন্ত্রীর গাড়ি ধাক্কাই দেয়নি। তাঁর দাবি, শিক্ষামন্ত্রীর গাড়ির পিছনে ধাওয়া করছিলেন ইন্দ্রানুজ। পাশে রাখা একটি স্কুটিতে ধাক্কা লেগে তিনি পড়ে যান। সেই সময়ও তিনি ব্রাত্য বসুর গাড়ির পিছনেই ছিলেন বলে ছবি পোস্ট করে দাবি করেছেন দেবাংশু। তারপরই ইন্দ্রানুজকে মাটিতে পড়ে থাকতে দেখা যায়। তৃণমূলের সোশাল মিডিয়া সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্যর পোস্ট ঘিরে চাঞ্চল্য।






















