West Bengal News Live Updates: বিজেপির অস্বস্তি বাড়িয়ে মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে দিঘায় জগন্নাথ মন্দিরে দিলীপ ঘোষ
WB News Live Updates: সব জেলার প্রতি মুহূর্তের সমস্ত খবর দেখুন একনজরে।

Background
অক্ষয় তৃতীয়ার আগের রাতে মৃত্যুপুরী বড়বাজার। মেছুয়া ফলপট্টিতে হোটেলে বিধ্বংসী আগুন। মৃত ১৪। প্রবল ধোঁয়ায় কার্যত গ্যাস চেম্বার হোটেলে দমবন্ধ আবাসিকদের।
দাউ দাউ করে জ্বলছে আগুন। বাঁচতে হোটেলের ছাদে আশ্রয় আবাসিকদের। কাজ করেনি হোটেলের অগ্নিনির্বাপণ ব্যবস্থা। কাজ করলে এ অবস্থা হয় না, দাবি দমকলের ডিজির।
বহুতলে বেআইনি নির্মাণ। স্কুলের সামনে বার, ডান্স ফ্লোর। কীভাবে? প্রশ্ন স্থানীয়দের। আলাদা সিঁড়ি থাকলেও বন্ধ করে দেওয়ার অভিযোগ। সিঁড়ি খোলা থাকলে প্রাণ বাঁচত অনেকের।
তিন বছর আগে শেষবার NOC নিয়েছিল হোটেল। তারপরেও রমরমিয়ে চলে কীভাবে? প্রশ্নে দমকল। উধাও হোটেল মালিক, FIR দায়ের, আটক হোটেল ম্যানেজার।
ভিতরে দাহ্য পদার্থ মজুত থাকায় ধোঁয়ায় দমবন্ধ হয়ে মৃত্যু। তদন্তের নির্দেশ দিয়ে পোস্ট মুখ্যমন্ত্রীর। হোটেলে চলছিল অবৈধ নির্মাণ, অভিযোগ দমকলমন্ত্রীর।
ধোঁয়ার শ্বাসরুদ্ধ হয়ে একের পর এক মৃত্যু। মৃতের তালিকায় ৩ ও ১০ বছরের ২ জন। প্রাণ বাঁচাতে কার্নিস থেকে পড়ে মৃত ১।
বড়বাজারে অগ্নিকাণ্ডের পর শোকপ্রকাশ রাষ্ট্রপতির। পিএমও, রাজ্যের পক্ষে আর্থিক সাহায্যের ঘোষণা। হোটেলে ছিল না কোনও জরুরি ফায়ার এক্সিট , দাবি প্রত্যক্ষদর্শীদের।
অক্ষয় তৃতীয়ায় দিঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন। বিগ্রহে প্রাণপ্রতিষ্ঠার পর দ্বারোদঘাটন।
দিঘা স্টেশনের কাছে ২০ একর জমিতে তৈরি জগন্নাথ মন্দির। দায়িত্বে ইসকন। মন্দিরের ছবি ও প্রসাদ বাংলার বাড়ি বাড়ি পৌঁছনোর নির্দেশ মুখ্যমন্ত্রীর।
দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনের দিনই কাঁথিতে সনাতনী ধর্ম-সম্মেলন। সমাবেশে যোগ দিলেন শুভেন্দু অধিকারী।
WB News Live: 'এক বালতি দুধ নষ্ট করার জন্য এক ফোঁটা চোনাই যথেষ্ট', দিঘায় জগন্নাথ মন্দিরে মমতা-দিলীপ সাক্ষাৎ নিয়ে কটাক্ষ কৌস্তভের
দিঘায় মমতা-দিলীপ সাক্ষাৎ নিয়ে বঙ্গ বিজেপিতে তোলপাড়। 'এক বালতি দুধ নষ্ট করার জন্য এক ফোঁটা চোনাই যথেষ্ট', দিঘায় জগন্নাথ মন্দিরে মমতা-দিলীপ সাক্ষাৎ নিয়ে কটাক্ষ কৌস্তভের।
West Bengal News Live: মমতার আমন্ত্রণে দিঘার জগন্নাথ মন্দিরে দিলীপ, কটাক্ষ সৌমিত্র খাঁর
মমতার আমন্ত্রণে দিঘার জগন্নাথ মন্দিরে দিলীপ, কটাক্ষ সৌমিত্র খাঁর। 'একজন ত্যাগী থেকে কীভাবে ভোগী হতে হয়, তার আদর্শ নির্দশন দিলীপ ঘোষ'। 'বাবুল থেকে মুকুল, এদের তাড়িয়ে আজ নিজেই তাঁদের পথ অনুসরণ করছেন'। 'কতটা নির্লজ্জ হলে এমন আদর্শবান পুরুষ হওয়া যায় তা চিন্তার বিষয়', বঙ্গ বিজেপির লজ্জা আপনি, দিলীপকে কটাক্ষ সৌমিত্র খাঁর।






















