West Bengal News Live: স্বামীর ‘নিখোঁজ’কাণ্ডে পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলে সরব সরশুনার মহিলা
Latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন।
LIVE
Background
কলকাতা: সাম্প্রতিক একের পর এক ইস্যুতে রাজ্য বিজেপি (BJP) যখন কেন্দ্রীয় হস্তক্ষেপের দাবিতে সরব, বাবুল সুপ্রিয়র (Babul Supriyo) হয়ে প্রচারে নেমে এ নিয়ে পাল্টা সুর চড়ালেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) এবং অধীর চৌধুরীর মধ্যে আঁতাঁতের অভিযোগও তুলেছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক। যদিও, কংগ্রেস তাতে গুরুত্ব দিতে নারাজ।
পানিহাটি, ঝালদা, বগটুই, একের পর এক ঘটনায় বার বার বিজেপি যখন কেন্দ্রীয় হস্তক্ষেপের দাবি জানাচ্ছে, রাজ্যে ৩৫৬ ধারা জারি করবে বলে হুঁশিয়ারি দিচ্ছে, সেই সময় অভিষেকের বক্তব্য, "৩৫৬ ধারা জারি করবে বলছে। ২১৩টি আসনে জিতেছি। ৩৫৬ ধারা জারি করলে ২৫০টা আসনে জিতব।"
সামনের সপ্তাহেই বালিগঞ্জ এবং আসানসোলে উপনির্বাচন। বৃহস্পতিবার প্রচারে নেমে, বিধানসভা ভোটে হারের কথা মনে করিয়ে বিজেপিকে খোঁচা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নাম না করে শুভেন্দু অধিকারীকেও নিশানা করেছেন তিনি। পাল্টা জবাব দিয়েছে গেরুয়া শিবিরও।
তবে শুক্রবার ফের তৃণমূলকে অস্বস্তিতে ফেলে দিয়েছেন চোপড়ার তৃণমূল পঞ্চায়েতের উপপ্রধান। তিনি জানান, এত বোমা-বন্দুক আছে যে, একটা এলাকা গুড়িয়ে দিতে ১০ মিনিট লাগবে। তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত বলে পুলিশকে আর্জি জানিয়েছেন তৃণমূলেরই অঞ্চল কোর কমিটির চেয়ারম্যান।
এ দিকে, বাংলায় গেলে খুন হয়ে যেতে পারেন। অমিত শাহর এই মন্তব্যের প্রতিবাদে এবার পথে নামল তৃণমূল। গিরিশপার্কে প্রতীকী অবরোধ করে তারা। ২০১৯-এ কলেজ স্ট্রিটে আক্রান্ত হননি অমিত শাহ, দাবি করলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। ঠিক কথাই বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সমর্থন বঙ্গ বিজেপির।
SSC-র নবম-দশমে শিক্ষক নিয়োগ মামলায় আবার সিবিআই-এর হাতে তদন্তভার তুলে দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি তাঁর নির্দেশে বলেছেন, SSC’র প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিন্হা-সহ বাকি সদস্যদের আবারও জিজ্ঞাসাবাদ করবে CBI। মন্ত্রীর চেম্বারে উপদেষ্টা কমিটির কোনও বৈঠক হয়েছিল কিনা, বা বৈঠক সম্পর্কে মন্ত্রী কিছু জানতেন কি না, সেটা তদন্তসাপেক্ষ। CBI চাইলে তা খতিয়ে দেখতে পারে। কোনও রাজনৈতিক নেতাকে তদন্তের পরিধিতে আনতে CBI’র কোনও বাধা নেই।
West Bengal News Live Update: স্বামীর ‘নিখোঁজ’কাণ্ডে পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলে সরব সরশুনার মহিলা
৬ মাস আগে কোনও কারণ না দেখিয়েই স্বামীকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়েছে পুলিশ! তারপর থেকেই নিখোঁজ স্বামী! পুলিশের বিরুদ্ধে অভিযোগই নেয়নি পুলিশ। চাঞ্চল্যকর অভিযোগ করেছেন বেহালার সরশুনার এক মহিলা। দাবি করেছেন সিবিআই তদন্তের। পুলিশের দাবি, পুরোটাই মিথ্যা অভিযোগ।
West Bengal News Live: গবেষকের রহস্যমৃত্যুর ঘটনায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে তদন্তভার দেওয়ার দাবি তৃণমূল ছাত্র পরিষদের
IISER কলকাতার হরিণঘাটা ক্যাম্পাসে গবেষকের রহস্যমৃত্যুর ঘটনায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে তদন্তভার দেওয়ার দাবি তুলল তৃণমূল ছাত্র পরিষদ! আজ হরিণঘাটা ক্যাম্পাসের সামনে বিক্ষোভ অবস্থান করে টিএমসিপি। অন্যদিকে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভ দেখায় একাধিক বাম ছাত্র সংগঠন।
West Bengal News Live Update: এবার তৃণমূল পরিচালিত ঝালদা পুরসভায় কংগ্রেস কাউন্সিলরের সঙ্গে বচসায় জড়ালেন পুরপ্রধান
এবার তৃণমূল পরিচালিত ঝালদা পুরসভায় কংগ্রেস কাউন্সিলরের সঙ্গে বচসায় জড়ালেন পুরপ্রধান। দু’পক্ষের বচসা হাতাহাতিতে গড়ায় বলে অভিযোগ। যদিও দু’পক্ষই একে অপরের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন।
West Bengal News Live: পলতায় ভর সন্ধেবেলায় খুন গৃহবধূ!
পলতার জহর কলোনিতে সন্ধেয় ঘর থেকে বায়ুসেনার সার্জেন্টের স্ত্রীর গলা কাটা দেহ উদ্ধার করল নোয়াপাড়া থানার পুলিশ। স্বামী ছেলেমেয়েদের নিয়ে পার্কে বেড়াতে গিয়েছিলেন বলে জানা যায়। ফিরে এসে দেখেন স্ত্রী মৃত অবস্থায় বিছানায় পড়ে রয়েছেন। দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।
West Bengal News Live Update: পর্ণশ্রী এলাকার আবাসন থেকে বৃদ্ধার অগ্নিদগ্ধ দেহ উদ্ধার
গতকাল অর্থাৎ বৃহস্পতিবার রাতে পর্ণশ্রী থানা এলাকার কার্তিক চন্দ্র দাস রোডের একটি আবাসনের গ্রাউন্ড ফ্লোরের ঘর থেকে সত্তরোর্ধ্ব বৃদ্ধার অগ্নিদগ্ধ দেহ উদ্ধার করে পর্ণশ্রী থানার পুলিশ। ওই বৃদ্ধা তাঁর ছোট মেয়ে ও জামাইয়ের কাছে থাকতেন ওই বাড়িতে।