West Bengal News Live: আর জি কর-কাণ্ডে বিচারের দাবিতে কাল ফের পথে অভয়া মঞ্চ
West Bengal All News Updates Live: জেনে নিন এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর একনজরে
LIVE
Background
খাস কলকাতায় ফের দুষ্কৃতী-তাণ্ডব। মাঝরাতে বাঘাযতীনের ক্লাবে ভাঙচুর। বাধা দিলে ক্লাব সদস্যদের মারধরের অভিযোগ।
খাস কলকাতায় একের পর এক দুষ্কৃতী তাণ্ডব। বাঘাযতীনের পর হালতু। ক্লাূব ও মণ্ডপে তাণ্ডবের প্রতিবাদ করায় দুষ্কৃতীদের হাতে আক্রান্ত দম্পতি। রাস্তায় ফেলে বেধড়ক মার।
হালতুতে দম্পতির উপর হামলায় অভিযুক্ত ১০৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের অনুগামীরা। পুলিশের বিরুদ্ধেও নিষ্ক্রিয়তার অভিযোগ।
বিচার চেয়ে ক্ষোভে ফুঁসছে ফালাকাটা। গতকাল দিনভর বিক্ষোভের পর আজ থমথমে নিহত শিশুকন্যার গ্রাম। এলাকায় বসেছে পুলিশ পিকেট।
ফালাকাটা, কুমারগ্রাম, বর্ধমান, ডোমকলের পর মগরা। বাড়িতে ঢুকে নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ। গ্রেফতার অভিযুক্ত। বিচার চেয়ে পথ অবরোধ বিজেপির
কালীপুজোর বিসর্জন ঘিরে শান্তিপুরে দুষ্কৃতী দৌরাত্ম্য। গৃহবধূর গায়ে মদ ঢেলে দেওয়ার অভিযোগ। প্রতিবাদ করলে দম্পতিকে বেধড়ক মারধর। দুষ্কৃতীরা অধরা।
এক মাসের মাথায় রতুয়ার পুনরাবৃত্তি কালিয়াচকে। বিবাহ বহির্ভূত সম্পর্ক সন্দেহে যুগলকে পোস্টে বেঁধে মার। উদ্ধারে গেলে পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি।
দুদিনের মধ্যে ফের উলুবেড়িয়ায় বাজি-বিপত্তি। মজুত রাখা বেআইনি বাজি বিস্ফোরণ। ভাঙল দরজা-জানলার কাচ। ফাটল একাধিক বাড়ির দেওয়ালে।
WB News Live Updates: আর জি কর-কাণ্ডে বিচারের দাবিতে কাল ফের পথে অভয়া মঞ্চ
আর জি কর-কাণ্ডে বিচারের দাবিতে কাল ফের পথে অভয়া মঞ্চ
West Bengal News Live: ধৃতকে পিটিয়ে তার হাত-পা ভেঙে দেওয়ার হুঁশিয়ারি দিতে শোনা গেল স্থানীয় তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারীকে
মগরায় নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ। আর সেই ঘটনায় ধৃতকে পিটিয়ে তার হাত-পা ভেঙে দেওয়ার হুঁশিয়ারি দিতে শোনা গেল স্থানীয় তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারীকে। স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠেছে, প্রশাসনের ওপর কি আস্থা রাখতে পারছেন না তৃণমূলের জনপ্রতিনিধি? পুলিশে ভরসা রাখতে না পেরেই কি নিজে আইন হাতে তুলে নেওয়ার কথা বলছেন তিনি?
WB News Live Updates: নেতাজিনগরের নবনীড়ে ভাইফোঁটা নিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস
নেতাজিনগরের নবনীড়ে ভাইফোঁটা নিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস। নুসরত থেকে কৌশানি, জুন মালিয়া থেকে সায়নী ঘোষ, ফোঁটা দিলেন বিদ্যুৎমন্ত্রীকে।
West Bengal News Live: আর জি কর-কাণ্ডে বিচারের দাবিতে কাল ফের পথে অভয়া মঞ্চ
আর জি কর-কাণ্ডে বিচারের দাবিতে কাল ফের পথে অভয়া মঞ্চ
WB News Live Updates: কলকাতা সহ জেলায় জেলায় সন্ধে থেকে "জ্বালাও আলো, দ্রোহের আলো" কর্মসূচি
কলকাতা সহ জেলায় জেলায় সন্ধে থেকে "জ্বালাও আলো, দ্রোহের আলো" কর্মসূচি