West Bengal News Live Updates: হাইকোর্টের অনুমতি মেলার পরে নেতাইয়ে শুভেন্দু অধিকারী
Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...
LIVE
Background
আজ বাম-যুবদের ব্রিগেড সমাবেশ (DYFI Brigade Meeting)। রাতে বুদ্ধদেব ভট্টাচার্যর পাম অ্যাভিনিউয়ের ফ্ল্যাটে গেলেন মীনাক্ষীরা। বড় ব্রিগেড, ভাল ব্রিগেড হবে, বার্তা বুদ্ধবাবুর, জানালেন মীনাক্ষী।
ছন্দে ফিরতে চাইছে বাংলা। ব্রিগেড সমাবেশের আগে বললেন সেলিম (Mohammed Salim)। লাভ কী, ফল তো শূন্য, কটাক্ষ তৃণমূলের। বাংলায় কুস্তি, দিল্লিতে দোস্তি, খোঁচা শুভেন্দুর।
সীমান্ত পেরিয়ে পালিয়েছে শেখ শাহজাহান, যোগাযোগ আছে জঙ্গিদের সঙ্গেও, ঘনিষ্ঠ নেতা-পুলিশের সঙ্গেও। পিস রুমে এসেছে অভিযোগ। অবিলম্বে তৃণমূল নেতাকে গ্রেফতারের নির্দেশ রাজ্যপালের।
সন্দেশখালিতে আক্রান্ত ইডি। ২ দিন পরেও অধরা দুষ্কৃতীরা। শেখ শাহজাহানের কেয়ারটেকারের অভিযোগের ভিত্তিতে আক্রান্ত আধিকারিকদের বিরুদ্ধে জামিনঅযোগ্য ধারায় মামলা।
উধাও সন্দেশখালির শেখ শাহজাহান। বাড়িতে তালা। প্রশ্নের মুখে পুলিশ। লুক আউট সার্কুলার ইডি-র। অন্তরালে থেকে অডিও বার্তা শাসক নেতার।
হাজার কোটি নয় রেশনে ১০ হাজার কোটি টাকার দুর্নীতি। ২ হাজার কোটি পাচার দুবাইয়ে। বালু-ঘনিষ্ঠ শঙ্করের বিরুদ্ধে কোর্টে বিস্ফোরক দাবি ইডির। ১৪ দিনের হেফাজত।
বাংলাদেশে শুরু জাতীয় সংসদের নির্বাচন। ৩০০ আসনে ভোট দেবে ১২ কোটি মানুষ। ভোট দিলেন হাসিনা। ৪৮ ঘণ্টা বনধের ডাক বিএনপির। দেশজুড়ে কড়া নিরাপত্তা।
আজ বাম-যুবদের ব্রিগেড। প্রস্তুতি তুঙ্গে। ভিড় জমাচ্ছেন সদস্য সমর্থকরা। লোকসভা ভোটের আগে তরুণ রক্তে মিলবে সমর্থনের ইনসাফ? সরাসরি সমাবেশের ছবি, খবর। আজ দিনভর।
আরও পড়ুন:'যে মাঠে খেলা হবে বলেছিল, সেই মাঠের দখল নিতে এসেছি', DYFI সমাবেশ থেকে হুঙ্কার মীনাক্ষীর
WB News Live Update:সুকান্ত মজুমদারের বাইক মিছিলে পুলিশের বাধা ঘিরে ডানকুনিতে ধুন্ধুমার।
সুকান্ত মজুমদারের বাইক মিছিলে পুলিশের বাধা ঘিরে ডানকুনিতে ধুন্ধুমার।
WB News Live:শহিদ শ্রদ্ধাঞ্জলি দিবস ঘিরে নন্দীগ্রামে ফের সম্মুখসমরে তৃণমূল ও বিজেপি
শহিদ শ্রদ্ধাঞ্জলি দিবস ঘিরে নন্দীগ্রামে ফের সম্মুখসমরে তৃণমূল ও বিজেপি। একই ব্যানারে শাসক ও বিরোধীদলের আলাদা আলাদা স্মরণ সভা। ভোরের আলো ফোটামাত্র শহিদ স্মৃতিতে শ্রদ্ধাজ্ঞাপন করে তৃণমূল। বাদ গেল না রাজনীতিও। গতকাল ভাঙাবেড়া ব্রিজের কাছে তৃণমূলের অনুষ্ঠান মঞ্চের পাশেই ‘কুণাল ঘোষ গো ব্যাক’ লেখা পোস্টার লেখা দেখা যায়। শহিদ দিবসের অনুষ্ঠানমঞ্চ থেকে শুভেন্দু অধিকারীকে নিশানা
করেন কুণাল ঘোষ। বিজেপি ভয় পেয়েছে বলে কটাক্ষ করেন কুণাল। শুভেন্দু অধিকারীর প্রতিক্রিয়া এখনও মেলেনি। তৃণমূলের অনুষ্ঠানস্থল থেকে মাত্র ১০০ মিটার দূরে নন্দীগ্রাম দিবস কর্মসূচি পালন করছে বিজেপি। ভাঙাবেড়া শহিদ মিনারে মালা দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করেন বিরোধী দলনেতা।
WB News Live Update:জেলা থেকে কলকাতা, ব্রিগেডে মিশল সব পথ
জেলা থেকে কলকাতা, ব্রিগেডে মিশল সব পথ। শিক্ষা দুর্নীতি, রেশন দুর্নীতির মধ্যেই ব্রিগেডে ডিওয়াইএফআইয়ের সমাবেশে জনজোয়ার। লোকসভা ভোটের আগে একযোগে তৃণমূল-বিজেপিকে আক্রমণ।
WB News Live:'পার্থ, অনুব্রত, বালু জেলে আছেন, সব আলু-বালু-কালু জেলে যাবেন', আক্রমণ সেলিমের
'পার্থ, অনুব্রত, বালু জেলে আছেন, সব আলু-বালু-কালু জেলে যাবেন', আক্রমণ মহম্মদ সেলিমের
WB News Live Update:সুকান্ত মজুমদারের বাইক মিছিলে পুলিশের বাধা ঘিরে ডানকুনিতে ধুন্ধুমার
সুকান্ত মজুমদারের বাইক মিছিলে পুলিশের বাধা ঘিরে ডানকুনিতে ধুন্ধুমার। কার্যত অবরুদ্ধ জাতীয় সড়কের একাংশ। বিজেপির যুব মোর্চা শ্রীরামপুর সাংগঠনিক জেলার পক্ষ থেকে যুব সংকল্প বাইক যাত্রা শুরু হয় ডানকুনি চৌমাথা থেকে। কিছুদূর এগোতেই ডানকুনি হাউসিং মোড় এলাকায় বাইক মিছিলকে আটকে দেয় পুলিশ। শুরু হয় বচসা, ধাক্কাধাক্কি। বাইক মিছিলের কোনও অনুমতি নেই, তাই আটকে দেওয়া হয়েছে, দাবি পুলিশ সূত্রে।