West Bengal News Live: 'মমতা বন্দ্যোপাধ্য়ায়ের দিদিগিরি আমি বরদাস্ত করব না' কোচি থেকে কলকাতায় ফিরেই রাজ্যপালের নিশানায় মুখ্যমন্ত্রী
Get the latest West Bengal News and Live Updates: সব জেলার, প্রতি মুহূর্তের, সব খবর এক ক্লিকে।
LIVE
Background
প্রায় ২৬ হাজার চাকরি বাতিল। আজ ফের সুপ্রিম কোর্টে (Supreme Court) শুনানি। যোগ্য-অযোগ্যদের আলাদা করতে নথি পেশ করবে এসএসসি (SSC)? সর্বোচ্চ আদালতের শুনানির দিকে তাকিয়ে চাকরিহারারা। (Recruitment Scam)
১৬-র এসএসসি-র পর ১৪-র টেটেও যোগ্য-অযোগ্য প্রশ্ন হাইকোর্টের (High Court)। পৃথক তালিকা পেশ করতে পারবে প্রাথমিক শিক্ষা পর্ষদ? জানতে চাইলেন বিচারপতি রাজাশেখর মান্থা (Rajashekhar Mantha)।
ভোটপ্রচারে ফের রাজ্যে এলেন অমিত শাহ (Amit Shah)। কৃষ্ণনগরে করবেন রোড শো। দুর্গাপুরে জনসভা। ১১ ও ১২ মে বাংলায় ৪টি সভা করবেন প্রধানমন্ত্রী।
সন্দেশখালি (Sandeshkhali Chaos) ভিডিও কাণ্ডে ফের সরব মমতা। ভোটের আগে সন্দেশখালির ভাইরাল ভিডিও নিয়ে তোলপাড়। দিল্লিতেও ভিডিও প্রকাশ করে বিজেপিকে (BJP) নিশানা তৃণমূলের (TMC)। সিবিআই দাবি শুভেন্দুর (Suvendu Adhikari)।
সন্দেশখালির ভিডিওকে হাতিয়ার করে ফের বিজেপিকে নিশানা অভিষেকের। সন্দেশখালির ভিডিও নিয়ে বিজেপিকে নিশানা কুণালের। ধর্ষণের মিথ্যা অভিযোগ প্রমাণিত। স্বতঃপ্রণোদিত মামলা করুক পুলিশ, দাবি কুণালের। ভিডিওয় কিছু প্রমাণ হয় না, পাল্টা সুকান্ত।
সন্দেশখালির ভিডিও সামনে আসতেই শাহজাহানদের পাশে তৃণমূল? সন্দেশখালি নিয়ে বিচারব্যবস্থাকে আক্রমণ অভিষেকের।
মনোনয়নপর্বে তুলকালাম। অভিজিতের বিরুদ্ধে খুনের চেষ্টা, শ্লীলতাহানি-সহ অস্ত্র আইনে মামলা তৃণমূলের প্রাথমিক শিক্ষক নেতার। মিথ্যে মামলা, গুরুত্বে নারাজ তমলুকের বিজেপি প্রার্থী।
রাজভবনে শ্লীলতাহানির অভিযোগ। পুলিশি তদন্তের এক্তিয়ার নিয়ে প্রশ্ন রাজ্যপালের। পুলিশ যোগাযোগ করলে সাড়া দেবেন না রাজভবনের কর্মীরা। রক্ষাকবচের কথা স্মরণ করিয়ে পোস্ট রাজভবনের।
দীর্ঘ দহনে খানিক স্বস্তি। আজ থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির সম্ভাবনা। হতে পারে কালবৈশাখীও। আরও তাপমাত্রা কমার পূর্বাভাস।
আজ আইসিএসই, আইএসসি-র রেজাল্ট। সকাল ১১টায় ফলপ্রকাশ। ওয়েবসাইটে জানা যাবে রেজাল্ট। ১০ মে পর্যন্ত পুনর্মূল্যায়নের আবেদন।
West Bengal News Live Updates: চাকরি দুর্নীতি ইস্যুতে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ অমিত শাহের, চাকরি বাতিল ইস্যুতে পাল্টা বিজেপিকে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের
'বাংলায় মন্ত্রীর ঘর থেকে ৫০ কোটি টাকা উদ্ধার হয়েছে। এত টাকা আসে কোথা থেকে, কার টাকা? এই টাকা বাংলার মানুষের টাকা, চাকরি দুর্নীতি ইস্যুতে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ অমিত শাহের। চাকরি বাতিল ইস্যুতে পাল্টা বিজেপিকে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের। '২ কোটি চাকরি দেবে বলেছিল, উল্টে ২৬ হাজার চাকরি খেয়ে নিয়েছে', সাঁইথিয়ার সভা থেকে ফের বিজেপিকে আক্রমণ মুখ্যমন্ত্রীর। 'ভুল করে থাকলে শোধরানোর সুযোগ দিন। তা না করে নিরপরাধদেরও বাদ দিয়ে দিল, আক্রমণ মমতার। মধ্যপ্রদেশের ব্যাপম কেলেঙ্কারি নিয়েও মোদিকে নিশানা।
WB News Live Updates: প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, কাল সকালে সুপ্রিম কোর্টে শুনানি
সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল এসএসসি-র চাকরি বাতিল মামলার শুনানি। আজ সর্বোচ্চ আদালতে হল না চাকরি বাতিল মামলার শুনানি। অন্য মামলার দীর্ঘ শুনানির জন্য আজ হল না চাকরি বাতিল মামলার শুনানি। রাজ্য, এসএসসি, পর্ষদের পাশাপাশি সুপ্রিম কোর্টের দ্বারস্থ চাকরিহারারাও। সব পক্ষের বক্তব্য শুনতে চায় সর্বোচ্চ আদালত।
West Bengal News Live Updates: কলকাতা-সহ দক্ষিণবঙ্গে তুমুল বৃষ্টি, কালবৈশাখীর দাপট বিভিন্ন জেলাতেও
তীব্র গরমের পর কলকাতা-সহ দক্ষিণবঙ্গে তুমুল বৃষ্টি। মুষলধারায় বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়ার দাপট। পুরুলিয়ায় বাজ পড়ে ২ জনের মৃত্যু, নাকাশিপাড়ায় দেওয়াল চাপা পড়ে মৃত ২। নরেন্দ্রপুরে ওভারহেড তার ছিঁড়ে বিপত্তি, শিয়ালদা দক্ষিণে ব্যাহত ট্রেন চলাচল। সল্টলেকের সিজিও কমপ্লেক্সে উপড়ে গেল গাছ। আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গে চলবে বৃষ্টি, মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ।
WB News Live Updates: পুলিশের বিরুদ্ধে পিটিয়ে মারার অভিযোগ ! মহেশতলার রবীন্দ্রনগর থানায় উত্তেজনা, বিক্ষোভ
পুলিশের বিরুদ্ধে পিটিয়ে মারার অভিযোগ ! মহেশতলার রবীন্দ্রনগর থানায় উত্তেজনা, বিক্ষোভ। অন্যদিকে পুলিশের দাবি, ২ মাদকাসক্তকে পাকড়াও করে আনার পর পালিয়ে যাওয়ার চেষ্টা করে তারা। পাঁচিল টপকে পালানোর সময় আহত হয় একজন। মাথায় আঘাত পাওয়ায় এসএসকেএমে ভর্তি করা হয়েছে আহতকে। তার অবস্থা সঙ্কটজনক। কোনও মারধর করা হয়নি, দাবি পুলিশের।
West Bengal News Live Updates ভোটের আগে নরেন্দ্রপুরে উদ্ধার আগ্নেয়াস্ত্র, বোমা তৈরির মশলা
ভোটের আগে নরেন্দ্রপুরে উদ্ধার আগ্নেয়াস্ত্র, বোমা তৈরির মশলা, এলাকায় চাঞ্চল্য। উদ্ধার ৩টি আগ্নেয়াস্ত্র, ৩০ রাউন্ড কার্তুজ, ৫ কেজি বোমার মশলা। ২ জনকে গ্রেফতার করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ। ধৃতদের মধ্যে একজন কলেজপড়ুয়া।