West Bengal News Live Updates: শিলিগুড়ি, মালদার পর এবার বীরভূমেও রাহুলের ন্যায় যাত্রায় 'বাধা'
Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...
LIVE
Background
কলকাতা: দুর্নীতি ইস্যুতে ফের রাজ্যের তৃণমূল সরকারকে আক্রমণ সুকান্তর। '৩ হাজার ৪০০ কোটি টাকা খরচের বিল জমা দেয়নি পশ্চিমবঙ্গ সরকার', ক্যাগ রিপোর্টকে হাতিয়ার করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে আক্রমণে বিজেপির রাজ্য সভাপতি। 'পশ্চিমবঙ্গের প্রাক্তন শিক্ষামন্ত্রী জেলে। শিক্ষা থেকে গ্রামোন্নয়ন, পশ্চিমবঙ্গের সব জায়গায় দুর্নীতি। ক্যাগ রিপোর্টেই স্পষ্ট, জনগণের টাকা লুঠ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার', কেন্দ্রীয় প্রকল্পের টাকা কোথায়, কীভাবে খরচ, হিসেব দেয়নি তৃণমূল সরকার, আক্রমণে সুকান্ত ।
রাজ্যের অন্যান্য খবরগুলি দেখতে থাকুন-
এনআরসি করতে সীমান্ত এলাকায় কার্ড বিলি বিএসএফের। ফের অভিযোগ মুখ্যমন্ত্রীর। কোনও পরিচয়পত্র দেওয়া হয় না। সীমান্ত সুরক্ষাই একমাত্র দায়িত্ব। মমতার অভিযোগ নস্যাৎ বিএসএফের।
মালদা-মুর্শিদাবাদ থেকে নদিয়া, একদিনে ৩ জেলায় মুখ্যমন্ত্রীর জনসংযোগ। বিহার থেকে ফের বাংলায় রাহুলের ন্যায় যাত্রা। মালদায় কংগ্রেসের সঙ্গে পতাকা নিয়ে হাঁটলেন বাম কর্মীরা।
সুপ্রিম কোর্টে জট কাটার পরই প্রাথমিকে বড় নিয়োগের ঘোষণা। ৯ হাজার ৫৩৩ জনের প্যানেল প্রকাশ পর্ষদের। ঠেলায় পড়ে এবার চাকরিপ্রার্থীর নামের সঙ্গেই নম্বরের ব্রেকআপ প্রকাশ।
৬ দিনেও অধরা শেখ শাহজাহান! অন্তরালে থেকেই আরেক কোর্টে আগাম জামিনের আবেদন। বিঘার পর বিঘা ভেড়ি দখলের অভিযোগ, মুখ খুললেন স্থানীয়রা।
ভারত জোড়ো ন্যায় যাত্রার মধ্যেই ভাঙল ভাঙল রাহুলের গাড়ির কাচ। ঢিল মারার অভিযোগ অধীরের। বাংলায় নয়, বিহারের ঘটনা, নাটক বলে পাল্টা মমতা।
সরকারি হাসপাতালে চিকিৎসা করাতে গিয়ে এক্স রে পরিষেবা পেলেন না খোদ মন্ত্রী! মেমারি গ্রামীণ হাসপাতালে পায়ের চোট দেখাতে গিয়ে তিক্ত অভিজ্ঞতার সাক্ষী হলেন গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। এই ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেছে বিজেপি। আমল দিতে নারাজ তৃণমূল। পর্যাপ্ত কর্মীর অভাবের কথা স্বীকার করে নিয়েছেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক।
West Bengal News LIVE Updates: শিলিগুড়ি, মালদার পর এবার বীরভূমেও রাহুলের ন্যায় যাত্রায় 'বাধা'
শিলিগুড়ি, মালদার পর এবার বীরভূমেও রাহুলের ন্যায় যাত্রায় 'বাধা'। শুক্রবার রাহুলের র্যালিতে অনুমতি নয়, জানিয়ে দিল পুলিশ। 'কাল থেকে মাধ্যমিক, তাই রাহুলের র্যালিতে অনুমতি নয়'। রাহুলের 'ন্যায় যাত্রা' নিয়ে জানিয়ে দিলেন বীরভূমের পুলিশ সুপার।
WB News LIVE Updates: সুপার কাপ ট্রফি নিয়ে মুখ্যমন্ত্রীর বাসভবনে গেলেন ইস্টবেঙ্গলের ক্লাব কর্তারা
একযুগ পর জাতীয় ট্রফি জয়। সুপার কাপ ট্রফি নিয়ে এবার মুখ্যমন্ত্রীর বাসভবনে গেলেন ইস্টবেঙ্গলের ক্লাব কর্তারা। দেখা করলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে।
West Bengal News LIVE Updates: আপাতত স্থিতিশীল রয়েছেন কবীর সুমন
অসুস্থ কবীর সুমন। নদিয়া থেকে ফিরেই কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে দেখতে গেলেন মুখ্যমন্ত্রী।
WB News LIVE Updates: বাজেটের দিন রেল নিয়ে রাজ্যকে নিশানা রেলমন্ত্রীর
'ইউপিএ আমলে বাংলার রেলমন্ত্রী থাকলেও কম বরাদ্দ পেত রাজ্য। এ বছর রেলে বাংলার জন্য বরাদ্দ বেড়ে হয়েছে ১৩ হাজার ৮১০ কোটি টাকা। রাজ্য সরকার রেল প্রকল্প নিয়ে আগ্রহী নয়। উন্নয়নের ক্ষেত্রে রাজনীতির ঊর্ধ্বে উঠতে না পারলে কাজ করা মুশকিল', রাজ্য সরকারকে নিশানা রেলমন্ত্রীর।
West Bengal News LIVE Updates: বাজেটের দিন রেল নিয়ে রাজ্যকে নিশানা রেলমন্ত্রীর
বাজেটের দিন রেল নিয়ে রাজ্যকে নিশানা রেলমন্ত্রীর। 'আমরা বাংলায় কোনও জমি পাই না। নন্দীগ্রাম ও বালুরঘাটের প্রকল্প নিয়ে রাজ্যকে বারবার চিঠি দেওয়া হয়েছে। রাজ্য চাইছে না রেল প্রকল্প হোক', দাবি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের।