WB News Live : তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের বিরুদ্ধে CBI তদন্ত চেয়ে হাইকোর্টে ধাক্কা
WB News Live : জেলা জেলা থেকে গুরুত্বপূর্ণ খবর
LIVE
Background
- এক নজরে শিরোনাম
- বাড়িতে আসেননি অভিষেক ( Abhishek Banerjee ) ! সভাতেও ডেকে নিয়ে যাননি! এমনই দাবি করে, ইসলামপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় গেলেন না তৃণমূল বিধায়ক আব্দুল করিম চৌধুরী ( Karim Chowdhury ) । শুধু তাই নয়! গোপন ব্যালটের মাধ্যমে প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। বিষয়টি নিয়ে চলছে রাজনৈতিক তরজা।
- পাশেই ক্যাম্পে অভিষেক, করণদিঘিতে তৃণমূলের (TMC) নবজোয়ারে গোপন ব্যালটের সময় হাতাহাতি। অশান্তি চোপড়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের বুথেও।
- বেলেঘাটায় ফের তৃণমূলের গোষ্ঠীসংঘর্ষ। এলাকা দখলকে কেন্দ্র করে গুলি চলার অভিযোগ। ভাঙচুর তৃণমূল নেতার অভিস। আহত ১। ব্যাপক ধরপাকড় পুলিশের।
- গরুপাচার মামলায় (Cow Smuggling Case) ১ হাজার কোটি টাকার দুর্নীতি, আদালতে দাবি ইডির। অনুব্রতর পর তিহাড় জেলেই ঠাঁই সুকন্যার। ১২ দিনের জেল হেফাজত।
- নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) তদন্তে আজ তেহট্টের তৃণমূল বিধায়কের প্রাক্তন আপ্ত সহায়ককে নিজাম প্যালেসে তলব। প্রবীর কয়ালের অ্যাকাউন্টে ২ মাসে ২ কোটির উৎস কী? জানতে চায় সিবিআই।
- নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই (CBI) স্ক্যানারে তাপস সাহা, তেহট্টে সমবায় ভোটে ধরাশায়ী তৃণমূল। ধৌপট্ট কুষ্টিয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির ৬৯টি আসনের মধ্যেই ৫০টিতেই জয় বামেদের।
- সিবিআই-ইডি দিয়ে তৃণমূলকে ধমকে লাভ হবে না। আরও আসন বাড়বে ২৬-এ। পাল্টা নবজোয়ারের আড়ম্বর নিয়ে কটাক্ষ বিজেপির।
- পার্থ চট্টোপাধ্যায়কে বিধায়ক পদ থেকে সরানোর দাবি। বেহালার বড়িশায় গণভোট বাম যুব সংগঠনের। জেলবন্দি বিধায়কের বিপক্ষে ৪৩১, পক্ষএ মাত্র ২৫ ভোট।
- দুর্নীতি ইস্যুতে তৃণমূলের বিরুদ্ধে লড়ছে কংগ্রেস। সেই দলের নেতার হয়ে আপনার আইনি লড়াইয়ে আমরা লজ্জিত। এবিপি আনন্দে প্রশ্নের মুখে পড়ে সিঙ্ঘভিকে কড়া চিঠি কৌস্তভের।
WB News Live: তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের বিরুদ্ধে CBI তদন্ত চেয়ে হাইকোর্টে ধাক্কা
তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের বিরুদ্ধে CBI তদন্ত চেয়ে, হাইকোর্টে ধাক্কা খেলেন বিজেপি নেতা ও আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি। ওই মামলা জনস্বার্থ মামলা হিসাবে গণ্য হওয়া উচিত। বললেন বিচারপতি রাজাশেখর মান্থা। বিষয়টি নিয়ে প্রধান বিচারপতির বেঞ্চে যাওয়ার পরামর্শ দিলেন তিনি। হাইকোর্টকে ধন্যবাদ। বললেন অপরূপা।
WB News Live: কলকাতা হাইকোর্টের নতুন প্রধান বিচারপতি হলেন টিএস শিবজ্ঞানম
কলকাতা হাইকোর্টের নতুন প্রধান বিচারপতি হলেন টিএস শিবজ্ঞানম। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব সামলাচ্ছিলেন বিচারপতি শিবজ্ঞানম। 'সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সঙ্গে আলোচনার পরে রাষ্ট্রপতির সম্মতি। বিচারপতি টিএস শিবজ্ঞানমকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগে সম্মতি রাষ্ট্রপতির', ট্যুইট করে জানালেন কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজু।
WB News Live: জোড়া মামলায় এজলাস বদলের পরে ফের মুখ খুললেন বিচারপতি গঙ্গোপাধ্যায়
'তৃণমূল বলে আমার কাছে কিছু নেই, আছে শুধু দুর্নীতি, আর দুর্নীতি না থাকা। কোনও রাজনৈতিক দলের কাছ থেকে সুবিধে নেওয়া..এসব আসে না, সব বাজে কথা। বিচারের সময় দেখতে চাই, দুর্নীতি আছে, না দুর্নীতি নেই, এর বাইরে কিছু নেই। যে গ্রাউন্ডে একটি মামলা সরেছে, একই গ্রাউন্ডে সব মামলাই সরতে পারে', হাইকোর্ট থেকে বেরোনোর সময় বললেন বিচারপতি।
WB News Live: জোড়া মামলায় এজলাস বদলের পরে ফের মুখ খুললেন বিচারপতি গঙ্গোপাধ্যায়
'তৃণমূল বলে আমার কাছে কিছু নেই, আছে শুধু দুর্নীতি, আর দুর্নীতি না থাকা। কোনও রাজনৈতিক দলের কাছ থেকে সুবিধে নেওয়া..এসব আসে না, সব বাজে কথা। বিচারের সময় দেখতে চাই, দুর্নীতি আছে, না দুর্নীতি নেই, এর বাইরে কিছু নেই। যে গ্রাউন্ডে একটি মামলা সরেছে, একই গ্রাউন্ডে সব মামলাই সরতে পারে', হাইকোর্ট থেকে বেরোনোর সময় বললেন বিচারপতি।
West Bengal Live News: মৃত্যুঞ্জয়ের বাড়ি, ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ ফরেন্সিক বিশেষজ্ঞদের
'পুলিশের' গুলিতে কালিয়াগঞ্জে রাজবংশী যুবক খুন, ঘটনাস্থলে ফরেন্সিক দল। মৃত্যুঞ্জয়ের বাড়ি, ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ ফরেন্সিক বিশেষজ্ঞদের। মৃত্যুঞ্জয় বর্মনের খুনের ৪ দিন পর গতকাল গ্রামে যায় সিআইডি।