West Bengal News Live Updates: পুলিশের পর বাঁকুড়ায় শুভেন্দুর সভায় 'না' আদালতের
West Bengal News Live : জেলা থেকে জেলা, রাজ্যের গুরুত্বপূর্ণ খবর এক নজরে।
LIVE
Background
সংসদে ক্যাশ ফর কোয়েশ্চেনকাণ্ডে তীব্র আক্রমণ মহুয়া মৈত্রের। (Mahua Moitra) এথিক্স কমিটি (Ethics Committee) সাংসদ পদ খারিজ করার ক্ষমতা নেই। সাসপেন্ডের সুপারিশ করতে পারে। বৃহস্পতিবার এথিক্স কমিটিতে হাজিরা দেব, অভিযোগ দুরমুশ করব। হুঙ্কার তৃণমূল সাংসদের।
লোকসভা ভোটের (Lok Sabha Poll) আগে বিরোধীদের ওপর কি নজরদারি মোদি সরকারের ? আড়ি পাতার অভিযোগ মোবাইল ও ইমেলে। অ্যাপলের সতর্কবার্তাকে হাতিয়ার করে বিস্ফোরক বিরোধীরা।
এবার কেন্দ্রের বিরুদ্ধে ফোন ও ইমেল হ্যাকের চেষ্টা করার অভিযোগ মহুয়া মৈত্রের। এখনকার পরিস্থিতি জরুরি অবস্থার থেকেও খারাপ বলে আক্রমণ।
বিরোধীদের কাছে অ্যাপলের নোটিস, এটা তোতার কাজ। রাষ্ট্রের মদতপুষ্ট আক্রমণকারীদের দিয়ে টার্গেট। আক্রমণ রাহুল গাঁধীর। তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে, জানালেন অশ্বিনী বৈষ্ণব।
রেশন বণ্টন দুর্নীতি মামলায় ধৃত বাকিবুরকে কতদিন চেনেন ? এত সুবিধা পেলেন কী করে বাকিবুর ? হেফাজতে পাওয়ার পর জ্যোতিপ্রিয়র থেকে তথ্য পেতে জেরা ইডির।
অভিষেক বলেছিলেন নতুন তৃণমূল, আড়াই বছরে কেউ অভিযোগ আনতে পারেনি, প্রতিক্রিয়া পার্থ ভৌমিকের। ২০২১ সালের পর কী হয়েছে, অভিযোগ থাকলে দেখব। ইঙ্গিতপূর্ণ মন্তব্য রথীনের।
রেশন বণ্টন দুর্নীতি মামলায় আজ কমান্ড হাসপাতালে জ্যোতিপ্রিয়র স্বাস্থ্য পরীক্ষা। মন্ত্রী ঘনিষ্ঠ অভিজিতকে জিজ্ঞাসাবাদ ইডির। আজ ফের তলব মন্ত্রীর আপ্ত সহায়ককে।
পুর নিয়োগ দুর্নীতির তদন্তেও তৎপরতা। ফের আইএএস জ্যোতিষ্মান চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ ইডির। দক্ষিণ দমদমের প্রাক্তন পুরপ্রধান পাচু রায়কেও জিজ্ঞাসাবাদ।
আবগারি দুর্নীতি মামলায় বৃহস্পতিবার দিল্লির মুখ্যমন্ত্রীকে তলব ইডির। গ্রেফতারির আশঙ্কায় মোদিকে নিশানা আপের। কেউ আইনের ঊর্ধ্বে নয়, পাল্টা বিজেপি।
সিংগুর থেকে টাটাকে তাড়ানোর ক্ষতিপূরণ তৃণমূলের ফান্ড থেকে দেওয়া হোক, মানুষের করের টাকা দিলে বৃহত্তর আন্দোলন, হুঁশিয়ারি শুভেনদুর। সিপিমের দায় তৃণমূল নেবে না, পাল্টা কুণাল।
WB News Live Updates: মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মুম্বইয়ের কোর্টে মামলা খারিজ
মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মুম্বইয়ের কোর্টে মামলা খারিজ । জাতীয় সঙ্গীত-অবমাননার অভিযোগে মামলা খারিজ মুম্বইয়ের কোর্টে। 'গান গাওয়া আর কবিতার মতো পাঠ করা এক জিনিস নয়'। 'জাতীয় সঙ্গীত চলাকালীন মাঝপথে চলে যাওয়ার অভিযোগেরও সত্যতা মেলেনি'। এক বিজেপি কর্মীর দায়ের করা মামলা খারিজ করে মন্তব্য বিচারকের । ২০২১-এ মুম্বইয়ে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে জাতীয় সঙ্গীত অবমাননার অভিযোগ। এক বিজেপি কর্মীর দায়ের করা সেই মামলাই খারিজ মুম্বইয়ের আদালতে।
West Bengal News Live Updates: পুলিশের পর বাঁকুড়ায় শুভেন্দুর সভায় 'না' আদালতের
পুলিশের পর বাঁকুড়ায় শুভেন্দুর সভায় 'না' আদালতের। কোতুলপুরের বিজয়া সম্মিলনীতে অনুমতি দিলেন না বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। হাইকোর্টের নির্দেশের পরেই সভায় না গিয়ে কোতুলপুরে মিছিল শুভেন্দুর...
WB News Live Updates: এসএসকেএমের নাম না করে ভুল চিকিৎসার অভিযোগ খোদ মমতার
'ভুল' চিকিৎসার শিকার খোদ মুখ্যমন্ত্রী! 'ভুল চিকিৎসার জন্য সেপটিকের মতো হয়ে গিয়েছিল'। এসএসকেএমের নাম না করে ভুল চিকিৎসার অভিযোগ খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের ।
West Bengal News Live Updates: কাঁথিতে ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৩
কাঁথিতে ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৩। মেচেদা বাইপাসে বাসের সঙ্গে গাড়ির মুখোমুখি সংঘর্ষ। দীর্ঘক্ষণ ধরে অবরুদ্ধ থাকে জাতীয় সড়ক।
WB News Live Updates: 'আজকে তুমি ক্ষমতায় আছো, কাল ক্ষমতায় থাকবে না', নাম না করে শুভেন্দুকে নিশানা মমতার
দুর্নীতি ইস্যুতে নাম না করে শুভেন্দুকে নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়ের। 'আজকে তুমি ক্ষমতায় আছো, কাল ক্ষমতায় থাকবে না'। 'তখন কিন্তু সব বেরোবে, অনেকেই ধরা পড়বে'। 'কত পেট্রোল পাম্প, কত কোটি কোটি টাকা আছে'। 'কত বেনামে বাড়ি আছে, ট্রলার আছে, তারা বড় বড় কথা বলে কী করে'। 'আমরাও কাগজপত্র বের করছি, এতদিন বলিনি'। 'মন্ত্রী থাকাকালীন হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটির দায়িত্বে থেকে কোন জমি কত টাকায় বিক্রি করেছেন?' 'কেঁচো খুড়লে কিন্তু সাপ বেরোবে, তদন্ত করার অধিকার আমাদেরও আছে'। নাম না করে শুভেন্দু অধিকারীকে হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের