West Bengal News Live: পুর পারিষদদের নাম ঘোষণা হয়নি মেদিনীপুর পুরসভায়, 'অন্তর্দ্বন্দ্ব'-তোপ বিরোধীদের
Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...
LIVE
Background
কলকাতা: রবিনসন কাণ্ডের ছায়া এবার নদীয়ার (Nadia) ধুবুলিয়ায়। প্রায় ছ'মাস ধরে মায়ের মৃতদেহ আগলে রাখল মেয়ে (Daughter)। স্থানীয় সূত্রে খবর, আজ সন্ধ্যায় মৃতার এক আত্মীয় বাড়িতে এসে দরজা খুলতেই ঘটনা সামনে আসে। খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে ধুবুলিয়া থানার পুলিশ (Police)। পুলিশ জানিয়েছে, প্রায় ৬ মাস আগে মৃত্যু হয় এলাকার বাসিন্দা মন্দিরা দাসের। কিন্তু, মার মৃত্যুর খবর গোপন করে রাখেন মেয়ে। প্রতিবেশীদের দাবি, জিজ্ঞেস করলে মেয়ে বলতেন, কলকাতায় (Kolkatay) আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছেন মা।
দুই কিশোরের মারামারিকে কেন্দ্র করে দুই পরিবারের বিবাদে প্রাণ গেল এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে আলিপুর থানা এলাকার গোপালনগর এর আফতাব মসজিদ লেনে। স্থানীয় সূত্রে খবর, স্থানীয় উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর সঙ্গে পাশের পাড়ার দশম শ্রেণির এক ছাত্রের মারামারি বাধে। তা নিয়ে বিবাদে জড়িয়ে পড়ে দুই পরিবার। ধাক্কাধাক্কিতে পড়ে যান উচ্চমাধ্যমিক পরীক্ষারথীর বাবা। অচৈতন্য অবস্থায় বছর ৫৭-র ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিত্সকরা। মৃতের পরিবারের তরফে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে আলিপুর থানায়। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এখনও কেউ আটক বা গ্রেফতার হয়নি।
ওমিক্রন (Omicron), ডেল্টাক্রনের (Deltacron) পর বিশ্বজুড়ে চোখ রাঙাচ্ছে করোনার (Coronavirus) নতুন ভ্যারিয়েন্ট (New Variant) XE। এই পরিস্থিতিতে বড়সড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। এক বিজ্ঞপ্তিতে রাজ্যের স্বাস্থ্য দফতর জানিয়েছে, করোনার চিকিৎসায় ১৩৩টি স্থায়ী হাসপাতাল তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর জন্য বরাদ্দ করা হয়েছে ৩০৭ কোটি টাকা। তার মধ্যে ১৬টি হাসপাতাল হবে ১০০ বেডের, ৪টি হবে ৫০ বেডের এবং ১১৩টি হবে ২০ বেডের।
দমদমের (Dumdum) সাতগাছিতে চৈত্রের হাট বসেছে শুক্রবার। পাওয়া যাচ্ছে পোশাক, বাহারি গয়না, ঘর সাজানোর জিনিসপত্র থেকে রকমারি খাবার। ভিড়ও হচ্ছে যথেষ্ট। চলবে সোমবার পর্যন্ত।
আসানসোলে ভোটের প্রচারে অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলীয় প্রার্থী শত্রুঘ্ন সিন্হার সমর্থনে রোড শো করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। অন্যদিকে, অগ্নিমিত্রার সমর্থনে রোড শো করলেন রাজ্য বিজেপির নেতারা। ভোটের প্রচারে মিছিল হল বামেদেরও।
মিলনমেলার মেকওভার শেষ। নতুন রূপে ফের খুলতে চলেছে মেলা প্রাঙ্গন। সোমবার উদ্বোধন করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
WB News Live Updates: পুর পারিষদদের নাম ঘোষণা হয়নি মেদিনীপুর পুরসভায়, 'অন্তর্দ্বন্দ্ব'-তোপ বিরোধীদের
চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর প্রায় এক মাস হতে চললেও এখনও পর্যন্ত পুর পারিষদদের নাম ঘোষণা হয়নি মেদিনীপুর পুরসভায় (Medinipur Municipality)। বিরোধীদের অভিযোগ, অন্তর্দ্বন্দ্বের জেরে নাম ঘোষণা করতে পারছে না তৃণমূল। তার জেরে ব্যাহত হচ্ছে পুর পরিষেবার কাজ। অভিযোগ উড়িয়ে তৃণমূলের দাবি, দ্রুত সিআইসি-দের নাম ঘোষণা করা হবে।
West Bengal News Live Updates: UNESCO-কে অভিনব পদ্ধতিতে ধন্যবাদ জানানোর উদ্যোগ কলকাতার শিল্পীদের
বিশ্বের দরবারে স্বীকৃতি পেয়েছে কলকাতার দুর্গাপুজো। এবার UNESCO-কে অভিনব পদ্ধতিতে ধন্যবাদ জানাবেন কলকাতার শিল্পীরা। আইসিসিআর-এর নন্দলাল বসু প্রদর্শনী কক্ষে বসল ছবি আঁকার আসর। শিল্পীদের আঁকা দুর্গা সম্পর্কিত ছবি পাঠানো হবে UNESCO-র কাছে।
WB News Live Updates: জুয়ার ঠেকের প্রতিবাদ করায় ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ
জুয়ার ঠেকের প্রতিবাদ করায় প্রতিবাদীকে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করা হয়। আহত অবস্থায় বারাসত হাসপাতালে চিকিৎসাধীন প্রতিবাদী। অভিযুক্ত শম্ভু দাসকে গ্রেফতার করেছে পুলিশ ।
West Bengal News Live Updates: জ্বালানি তেলের লাগাতার মূল্যবৃদ্ধির জের, বাস ভাড়া বাড়ানোর দাবি
জ্বালানি তেলের লাগাতর মূল্যবৃদ্ধির জেরে বাস ভাড়া বাড়ানোর দাবি জানাচ্ছেন উত্তর দিনাজপুরের বেসরকারি বাস মালিকদের সংগঠন। দ্রুত ভাড়া বৃদ্ধি না হলে ধর্মঘটে যাওয়ার হুঁশিয়ারি দিচ্ছেন তাঁরা। রুটি রুজি হারানোর আশঙ্কা করছেন বাস কর্মীরা।
WB News Live Updates: ১৯ দিন পর বগটুইয়ের বাড়িতে ফিরল ভাদু শেখের পরিবার
১৯ দিন পর বগটুইয়ের বাড়িতে ফিরল নিহত তৃণমূলের উপপ্রধান ভাদু শেখের পরিবার। ভাদু শেখের বাড়ি থেকে ৩ ঘণ্টা ধরে তল্লাশি সিবিআইয়ের। ভাদুর বাড়ি থেকে বেশকিছু গুরুত্ব নথি বাজেয়াপ্ত সিবিআইয়ের। সিবিআই-পুলিশের আশ্বাসে বাড়ি ফিরলাম, জানালেন নিহত ভাদু শেখের স্ত্রী।