West Bengal News Live: কান্দির পঞ্চায়েত সদস্যার স্বামীকে বাইক থেকে নামিয়ে কুপিয়ে খুনের অভিযোগ
Get the latest West Bengal News and Live Updates: জেনে নিন জেলার গুকরুত্বপূর্ণ সব খবরের আপডেট এক ক্লিকেই
LIVE
Background
কলকাতা: দার্জিলিঙের (Darjeeling) তাকদায় শোকস্তব্ধ জেনারেল রাওয়াতের (Bipin Rawat) দেহরক্ষী সতপালের পরিবার।
মানুষের ওপর অত্যাচার বরদাস্ত নয়। বিএসএফের (BSF) কাজের পরিসর বৃদ্ধি নিয়ে কৃষ্ণনগরে পুলিশকে নির্দেশ মুখ্যমন্ত্রীর (CM Mamata Banerjee)। জাতীয় সুরক্ষার জন্য উদ্বেগজনক। মুখ্যমন্ত্রীকে চিঠি রাজ্যপালের (Jagdeep Dhankhar)।
পুরভোটে (Municipality Vote) দলে প্রার্থী অসন্তোষ বরদাস্ত নয়। কৃষ্ণনগরে প্রশাসনিক বৈঠকে সাংসদ মহুয়া মৈত্রকে (Mahua Moitra) সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর। প্রকাশ্যে অপমান করে ঔদ্ধত্য প্রকাশ, কটাক্ষ শুভেন্দুর।
পুরভোটের আগে সিপিএম (CPM) ছেড়ে তৃণমূলে (TMC) যোগ হাওড়া পুরসভার প্রাক্তন মেয়রের। সিপিএমের সঙ্গে যোগ ছিল না, দাবি মমতা জয়সোয়ালের। সংগঠন শক্তিশালী হবে, দাবি অরূপ রায়ের।
হাইকোর্টে স্বস্তি বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীর। সংলাপে ভোট পরবর্তী সন্ত্রাসের প্রমাণ নেই। এফআইআর খারিজ করে জানাল হাইকোর্ট। মামলাকারীরা সুপ্রিম কোর্টে যাবে, পাল্টা তৃণমূল।
ফি অসন্তোষে চারুচন্দ্র কলেজে বিক্ষোভ পড়ুয়াদের। ২ ঘণ্টা লেক রোড অবরোধ। কিছু দাবি মানা হয়েছে, দাবি কলেজ কর্তৃপক্ষের। বিধায়ক দেবাশিস কুমারের হস্তক্ষেপে উঠল অবরোধ।
১৯ ডিসেম্বর পুরভোট। তার আগে পাড়ায় পাড়ায় আড্ডা। কলকাতার না জানা গল্প। চৌরঙ্গিতে সুরজিৎ চট্টোপাধ্যায়।
WB News Live: গাড়ির ধাক্কায় মৃত্যু লেপার্ড-ক্যাটের
দ্রুত গতির গাড়ির ধাক্কায় মৃত্যু একটি লেপার্ড-ক্যাটের। সন্ধ্যা নাগাদ আলিপুরদুয়ার থেকে রাজাভাতখাওয়া যাওয়ার পথে বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলের মাঝে এই প্রাণীর দেহ পড়ে থাকতে দেখা যায়।
WB News Live: কান্দির পঞ্চায়েত সদস্যার স্বামীকে বাইক থেকে নামিয়ে কুপিয়ে খুনের অভিযোগ
কান্দির আন্দুলিয়া গ্রাম পঞ্চায়েত সদস্যার স্বামীকে কুপিয়ে খুনের অভিযোগ। তৃণমূল পরিচালিত আন্দুলিয়া গ্রাম পঞ্চায়েতের সদস্যার স্বামীকে ‘খুন’। মৃতের নাম নেপাল সাহা। বাইক থেকে নামিয়ে কুপিয়ে খুনের অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। কী কারণে খুন, তদন্তে পুলিশ।
WB News Live: দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত তুফানগঞ্জ ২ ব্লকের ফলিমারি, মৃত্যু ব্যক্তির
দুই গোষ্ঠীর সংঘর্ষে শুক্রবার উত্তপ্ত হয়ে উঠল কোচবিহারের তুফানগঞ্জ ২ নম্বর ব্লকের ফলিমারি। মৃত্যু হয়েছে এক ব্যক্তির। মৃতের নাম কাশেম আলি। বয়স ৫৫। ঘটনায় জখম হয়েছেন ৬ জন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এলাকা দখলকে কেন্দ্র করে আজ দুপুরে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হন কাশেম আলি নামে এক ব্যক্তি। পরে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে তাঁর মৃত্যু হয়। কোচবিহারের পুলিশ সুপার সুমিত কুমার জানিয়েছেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে। অভিযুক্তদের খোঁজ চলছে। এলাকায় পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। আহতদেরকে ভর্তি করা হয়েছে আলিপুরদুয়ার জেলা হাসপাতালের। হাসপাতাল সূত্রে খবর, ২ জনের অবস্থা আশঙ্কাজনক।
WB News Live: কাল দার্জিলিঙে ফিরছে জেনারেল বিপিন রাওয়াতের দেহরক্ষী সতপাল রাইয়ের মরদেহ
কাল দার্জিলিঙে ফিরছে জেনারেল বিপিন রাওয়াতের দেহরক্ষী সতপাল রাইয়ের মরদেহ। কাল বাগডোগরা থেকে মরদেহ আনার পরে তাকদায় সামরিক মর্যাদায় শেষকৃত্য।
WB News Live: ২০১৬-র এসএসসির চাকরি প্রার্থীদের বিক্ষোভ ঘিরে উত্তপ্ত হাজরা
২০১৬-র এসএসসির চাকরি প্রার্থীদের বিক্ষোভ ঘিরে উত্তপ্ত হাজরা। মিছিল করে মুখ্যমন্ত্রীর বাড়ির দিকে যাওয়ার চেষ্টা, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। অন্যদিকে, সল্টলেকেও টেট পরীক্ষার্থীদের বিক্ষোভ।