West Bengal News Live Updates: আতঙ্ক অব্যাহত, ডেঙ্গি আক্রান্ত হয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রের মৃত্যু
Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...
LIVE
Background
- নিয়োগ দুর্নীতি মামলায় বুধবার অভিষেককে তলব ইডির। ১৩ সেপ্টেম্বর ইন্ডিয়ার সমন্বয় কমিটির বৈঠকের দিন কেন সমন ? ৫৬ ইঞ্চির কাপুরুষোচিত কাজ, আক্রমণ অভিষেকের।
- ধূপগুড়ি বিজেপির হাতছাড়া, সহ্য হচ্ছে না, কটাক্ষ দেবাংশুর। অভিযুক্ত তাই ডেকেছে। কবে কখন ডাকবে, ইডির সিদ্ধান্ত, পাল্টা শুভেন্দু।
- রাষ্ট্রপতির আমন্ত্রণে জি ২০-র নৈশভোজে মমতা। না গেলে আকাশ ভেঙে পড়ত না। যোগী-অমিত শাহর সঙ্গে ডিনার করে কী বার্তা দিতে চাইছেন ? ইন্ডিয়া জোটে একসঙ্গে থাকলেও কটাক্ষ অধীরের।
- নৈশভোজে ইন্ডিয়ার জোটসঙ্গী নীতীশ, হেমন্ত সোরেন। যোগ দিলেন কংগ্রেস শাসিত হিমাচলের মুখ্যমন্ত্রী। দেশের স্বার্থে অগ্রাধিকার মমতার, বিজেপির হাত শক্ত করছেন অধীর, পাল্টা তৃণমূল।
- জল থইথই ভারত মণ্ডপম। জি২০ তহবিলের ৪ হাজার কোটির কত আত্মসাৎ মোদির ? আক্রমণ তৃণমূলের। অহঙ্কার কম কর, বুঝিয়ে দিল প্রকৃতি। আক্রমণ প্রিয়াঙ্কা গাঁধীর।
- রাজঘাটে মহাত্মা গাঁধীর সমাধিস্থলে মোদির পুষ্পার্ঘ্যতেও ইন্ডিয়ার বদলে ভারত। বিরোধী জোট নিয়ে অস্বস্তিতেই দেশের নাম বদলাতে চাইছে মোদি সরকার, কটাক্ষ রাহুল গাঁধীর।
- এক পৃথিবী, এক পরিবার, এক ভবিষ্যৎই লক্ষ্য। দিল্লিতে জি২০ মহাযজ্ঞের সমাপ্তি ঘোষণা প্রধানমন্ত্রীর। নভেম্বরে ফের ভার্চুয়াল বৈঠকের প্রস্তাব। বিশ্ব শান্তির বার্তার মোদির।
- মোদির নেতৃত্বে একতার বার্তা নিয়ে উন্নতির পথে এগিয়ে যেতে হবে, গড়তে হবে এক পৃথিবী, এক পরিবার, এক ভবিষ্যৎ। জি ২০ সম্মেলনের সাফল্যে প্রধানমন্ত্রীর প্রশংসায় শাহরুখ।
- জি২০ শেষ হতেই বড় ঘোষণা ভারতের। লাদাখে তৈরি হচ্ছে বিশ্বের সর্বোচ্চ ফাইটার এয়ারফিল্ড। চিনা আগ্রাসনের পাল্টা কৌশল দিল্লির।১২ সেপ্টেম্বর শিলান্যাস করবেন রাজনাথ।
- পঞ্চায়েত স্থায়ী সমিতি গঠনের আগে রানিনগরে কংগ্রেস ছেড়ে তৃণমূলে ২ সদস্য, সংখ্যাগরিষ্ঠ শাসকদল। পুলিশ-তৃণমূলের ষড়যন্ত্র, প্রার্থীদের নিরাপত্তা চেয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি অধীরের।
রেল বাজেটে বিপুল বরাদ্দ, বাধা জমি অধিগ্রহণ, আটকে প্রকল্প। মুখ্যমন্ত্রীকে চিঠিতে দাবি কেন্দ্রীয় রেলমন্ত্রীর। রেলপথে জোড়েনি একাধিক এলাকা, ভুগতে হচ্ছে লক্ষ লক্ষ মানুষকে।
- নিয়োগ দুর্নীতি মামলায় ফের অভিষেককে তলব ED-র। ‘বিরোধী জোটের প্রথম সমন্বয়-বৈঠকের দিনই কেন সমন?’, প্রশ্ন তৃণমূল সাংসদের।
- ‘শাহ-যোগীর সঙ্গে এক টেবিলে ডিনার করে কী বার্তা দিলেন মমতা!’। রাষ্ট্রপতির আমন্ত্রণে G-20-র নৈশভোজে যাওয়ায় মুখ্যমন্ত্রীকে খোঁচা অধীরের।
‘প্রদেশ কংগ্রেস সভাপতিই বিজেপির হাত শক্ত করছেন’, সুর চড়াল তৃণমূলও। ঝালদার পর রানীনগর, দিল্লিতে জোট করে ফের কংগ্রেস ভাঙল তৃণমূল।
- কী আছে রাজ্যপালের মধ্যরাতের গোপন চিঠিতে? আজ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে নিয়োগ দুর্নীতি মামলার শুনানি।
West Bengal News Live: অন্ডালে সিপিএম সমর্থক পঞ্চায়েতকর্মীকে লক্ষ্য করে গুলি
অন্ডালে সিপিএম সমর্থক পঞ্চায়েতকর্মীকে লক্ষ্য করে গুলি। পার্টি অফিস থেকে বেরিয়ে গাড়িতে ওঠার সময় হামলা । হাতে গুলিবিদ্ধ অবস্থায় দুর্গাপুরের হাসপাতালে ভর্তি বুদ্ধদেব সরকার
WB News Live: একাদশ শ্রেণির ছাত্রকে মারধর করে অপহরণের অভিযোগ
লেক থানা এলাকায় একাদশ শ্রেণির ছাত্রকে মারধর করে অপহরণের অভিযোগ উঠল বাইক আরোহী দুষ্কৃতীদের বিরুদ্ধে। পরে, ওই ছাত্রকে উদ্ধার করে পুলিশ। অন্যদিকে, জলপাইগুড়িতে। স্কুলে ঢুকে তৃতীয় শ্রেণির ছাত্রকে 'অপহরণের চেষ্টার অভিযোগ ওঠেছে।
West Bengal News Live: শিকারের পর হরিণের মাংস দিয়ে বনভোজন, গ্রেফতার ১
শিকারের পর হরিণের মাংস দিয়ে বনভোজন, গভীর রাতের পরিকল্পনা ভেস্তে দেয় বনদফতর। বনদফতরের আচমকা অভিযানে ৩/৪ জন পালিয়ে গেলেও গ্রেফতার এক। ধৃতকে আজ সোমবার আলিপুরদুয়ার আদালতে হাজির করে হেফাজতে নেওয়ার আর্জি জানিয়েছে বনদফতর।
WB News Live: ডেঙ্গি আক্রান্ত হয়ে যাদবপুরের ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার মৃত্যু
ডেঙ্গি আক্রান্ত হয়ে যাদবপুরের ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার মৃত্যু। ডেঙ্গি আক্রান্ত এমটেকের ছাত্র ওহিদুল রহমানের মৃত্যু। মাল্টি অর্গান ফেলিওর, ফুসফুসে জল জমে ছাত্রের মৃত্যু। ছাত্রের ডেথ সার্টিফিকেটে ডেঙ্গি শক সিনড্রোমের উল্লেখ।
West Bengal News Live: স্কুলে নিরাপত্তা চেয়ে থানার দ্বারস্থ প্রধান শিক্ষক
জলপাইগুড়িতে স্কুলে ঢুকে ছাত্রকে 'অপহরণের চেষ্টা'! তৃতীয় শ্রেণির ছাত্রকে স্কুল থেকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগ
'ছুটির পর স্কুলে অপেক্ষা করছিল ছাত্র। এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি স্কুলে ঢুকে ছাত্রকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। দৌড়ে টিচার্স রুমে ঢুকে যায় ছাত্র, পালিয়ে যায় ওই ব্যক্তি, দাবি পড়ুয়ার বাবার। স্কুলে নিরাপত্তা চেয়ে থানার দ্বারস্থ প্রধান শিক্ষক।