WB News Live Updates: রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ২২ হাজার পার, মৃত্যু ২৩ জনের
Get the latest West Bengal News and Live Updates: কলকাতায় একদিনে ৭ হাজার ৬০জন সংক্রমিত, ৭জনের মৃত্যু। উত্তর ২৪ পরগনায় একদিনে ৪ হাজার ৩২৬জন সংক্রমিত, ৮জনের মৃত্যু।
LIVE
Background
কলকাতা: রাজ্যে (West Bengal) করোনায় (Coronavirus) দৈনিক সংক্রমণ (Daily cases) ফের ২১ হাজার পার! একদিনে ১৯জনের মৃত্যু। দৈনিক সংক্রমণ-মৃত্যুতে কলকাতাই (Kolkata) শীর্ষে। তারপরেই উঃ ২৪ পরগনা। রাজ্যে গতকালের তুলনায় বাড়ল টেস্ট, কমল পজিটিভিটি রেট। সংক্রমণে উদ্বেগ বাড়াচ্ছে দঃ ২৪ পরগনা, নদিয়া। হাওড়ায় বাড়ল কনটেনমেন্ট জোন।
কলকাতায় কমল কনটেনমেন্ট জোন। ২ সপ্তাহের মধ্যে পুর পরিষেবা স্বাভাবিক হওয়ার দাবি মেয়রের। ৩ নম্বর বরোয় আরটিপিসিআর টেস্টে বিপত্তি।
২২শে ৪ পুরভোটে অনড় কমিশন। নিষেধাজ্ঞা নেই, কেন বন্ধ? সওয়াল কমিশনের। করোনাকালে পর্যাপ্ত পরিকাঠামো আছে কিনা, জানতে চাইল আদালত।
বেলাগাম সংক্রমণ, ২ বছর ধরে বকেয়া ভোটে কেন এখন তাড়াহুড়ো? পুরভোট স্থগিত চেয়ে আক্রমণে বিরোধীরা। কমিশনের সিদ্ধান্ত, পাল্টা তৃণমূল।
আসানসোলে পুরভোটে দিলীপের প্রচার ঘিরে ফের ধুন্ধুমার। পুলিশের বাধায় ধাক্কাধাক্কি।
ডবল ডোজ ছাড়া সাগর দ্বীপে প্রবেশ নয়। বাধ্যতামূলক আরটিপিসিআর।নির্দেশ অমান্যে দায়ী মুখ্যসচিব, রায় হাইকোর্টের। সিদ্ধান্ত বদলে কেঁদুলি মেলাতেও সায়।
রাজ্যের আবেদনে সাড়া হাইকোর্টের। গঙ্গাসাগর মেলার কমিটিতে বাদ শুভেন্দু। অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে ২ সদস্যের নতুন কমিটি গঠন।
গঙ্গাসাগর নজরদারি কমিটিতে বাদ শুভেন্দু। নেপথ্যে তৃণমূলের চক্রান্ত,দাবি বিজেপির। সঠিক সিদ্ধান্তই নিয়েছে আদালত, পাল্টা তৃণমূল।
হাইকোর্টের নির্দেশের পরেও বাবুঘাটে উধাও কোভিড বিধি। মাস্ক না পরার আজব সাফাই।
২ মাস সব বন্ধে অভিষেকের মতই দলের বক্তব্য। দেরিতে বলায় বাস্তবায়ন সম্ভব ছিল না, দাবি সৌগতর। বলার পর বোধোদয়, কটাক্ষ বিরোধীদের।
কল্যাণীর জেএনএম হাসপাতালে আক্রান্ত শতাধিক। স্পেশাল আউটডোর বন্ধ শান্তিপুর হাসপাতালে। তারকেশ্বর হাসপাতালে বন্ধ সিজার বিভাগ।
সংক্রমণের শৃঙ্খল ভাঙতে বর্ধমানে টানা ৭দিন বন্ধ হোটেল, ফাস্টফুড, চায়ের দোকান। বরানগর থেকে নৈহাটিতেও কড়াকড়ি। পুলিশি অভিযান।
এসএলএসটি বিতর্কে হাইকোর্টের সুপারিশের পরেই অপসারিত এসএসসির চেয়ারম্যান। শুভশঙ্কর সরকারের জায়গায় আজ থেকেই দায়িত্বে সিদ্ধার্থ মজুমদার।
আবার গোসাবা। ২ সপ্তাহের মধ্যে চতুর্থবার বাঘের হানা। গবাদি পশু শিকারে আতঙ্ক। ফেন্সিং দিয়ে এলাকা ঘিরে জঙ্গলে পাঠানোর চেষ্টা।
পৌষ শেষে উধাও শীতের দাপট। সপ্তাহান্তে ফের ঠান্ডার পূর্বাভাস দিয়ে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি। ঝড়ে লন্ডভন্ড খড়গপুরের বসন্তপুর।
West Bengal News Live: IAS অফিসারদের কেন্দ্রীয় ডেপুটেশন-সংশোধনী বিতর্ক
IAS অফিসারদের কেন্দ্রীয় ডেপুটেশনে পাঠানো নিয়ে কেন্দ্র-রাজ্য বিরোধ হলে, রাজ্যের আপত্তি গ্রাহ্য হবে না। একটা সময়ের পর কেন্দ্রের সিদ্ধান্তই কার্যকর হবে। IAS’দের ডেপুটেশন বিধিতে এই সংশোধন আনার প্রস্তাব দিয়ে মতামত চেয়ে রাজ্যের মুখ্যসচিবকে চিঠি দিয়েছে কেন্দ্র। যা নিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক চাপানউতোর।
WB News Live Updates:শীতের শহরে এক সার্কাসের তাঁবুতে উঁকি দিল এবিপি আনন্দর ক্যামেরা
ভালো-মন্দ যাই ঘটুক, এগিয়ে যেতে হবে প্রতিকূলতাকে জয় করে। কারণ, জীবনের শো কখনও বন্ধ হয় না। এই মন্ত্র আঁকড়ে ধরে এখনও টিকে আছে বেশ কিছু সার্কাস। শীতের শহরে এক সার্কাসের তাঁবুতে উঁকি দিল এবিপি আনন্দর ক্যামেরা।
West Bengal News Live: ডোনার নিয়ে গিয়েও রক্ত না পাওয়ার অভিযোগে এসএসকেএমের ব্লাড ব্যাঙ্কে ভাঙচুর
ডোনার নিয়ে গিয়েও রক্ত না পাওয়ার অভিযোগে এসএসকেএমের ব্লাড ব্যাঙ্কে ভাঙচুর। সদ্যোজাতের রক্ত না পাওয়ায় অভিযোগে ভাঙচুর। ব্লাড ব্যাঙ্কের মেডিক্যাল অফিসার করোনা আক্রান্ত হয়ে না থাকার অভিযোগে তাণ্ডব। ২জন আটক।
WB News Live Updates: বেলগাছিয়ায় তৃণমূল কাউন্সিলরের ছেলে এবং এক তৃণমূলকর্মীর বিরুদ্ধে তৃণমূলকর্মীরই শ্লীলতাহানির অভিযোগ
বেলগাছিয়ায় তৃণমূল কাউন্সিলরের ছেলে এবং এক তৃণমূলকর্মীর বিরুদ্ধে তৃণমূলকর্মীরই শ্লীলতাহানির অভিযোগ। ১০ জানুয়ারি ওয়ার্ড অফিসে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট নিতে গেলে বাধা, শ্লীলতাহানির অভিযোগ। পাল্টা অভিযোগকারিণীর বিরুদ্ধেই পাল্টা অভব্য আচরণ, মারধরের অভিযোগ তৃণমূল কাউন্সিলর দেবিকা চক্রবর্তীর। দু’পক্ষেরই অভিযোগ এসেছে, খতিয়ে দেখা হচ্ছে, খবর পুলিশ সূত্রে।
West Bengal News Live: কোচবিহারের শীতলকুচিতে বিজেপির পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে
কোচবিহারের শীতলকুচিতে বিজেপির পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ, মারধর করা হয়েছে জেলার সহ সভাপতিকেও। ঘটনার তদন্ত করে ব্যবস্থা নেবে প্রশাসন, অভিযোগ প্রসঙ্গে মন্তব্য তৃণমূলের।