WB News: শান্তনু সেনকে সরাতে স্বাস্থ্য ভবনে পাঠানো সুদীপ্ত রায়ের চিঠি ঘিরেও বিতর্ক
ABP Ananda Live: শান্তনু সেনকে সরাতে স্বাস্থ্য ভবনে পাঠানো সুদীপ্ত রায়ের চিঠি ঘিরেও বিতর্ক। এক ইস্যুতে দুটি চিঠি। উল্লেখ নেই ৯ ও ১০ অগাস্টের বৈঠকের। দাবি জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্সের। তদন্ত দাবি। এবার রাজ্য মেডিক্যাল কাউন্সিল থেকে শান্তনুকে সরাতে সক্রিয় সুদীপ্ত। স্বাস্থ্যভবনে চিঠি। রেজিস্ট্রার পদ থেকে মানস চক্রবর্তীকে সরাতে অবশেষে কাউন্সিলকে নির্দেশ স্বাস্থ্যসচিবের।
আরও খবর, কসবা-কাণ্ডে পুলিশের হাতে চাঞ্চল্যকর তথ্য। দুর্গাপুজোর সময়ে তৈরি হয়েছিল তৃণমূল কাউন্সিলরের ওপর হামলার ব্লু-প্রিন্ট। ব্লু-প্রিন্ট তৈরির জন্য বিহার থেকে লোক এনেছিল গুলজার। আগে বিহারের বেউর জেলে বন্দি ছিলেন ওই ব্যক্তি। বিহারের ওই ব্যক্তি, পাটনার এক ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় অভিযুক্ত। ওই বিহারের বাসিন্দাই গুলজারকে অস্ত্র জোগাড় ও লোক পাঠানোয় সাহায্য় করেছিল। জেরায় তদন্তকারীদের বিভ্রান্ত করার চেষ্টা ধৃত গুলজারের, পুলিশ সূত্রে দাবি। ইকবাল নামে এখনও কারও হদিশ মেলেনি, পুলিশ সূত্রে খবর। পুলিশকে বিভ্রান্ত করতে ইকবালের নাম, অনুমান তদন্তকারীদের। বিহারের পাপ্পু গ্যাংয়ের সঙ্গে গুলজারের পরিচয় করিয়ে দেন বেউর জেলের এক আসামি। প্রায় ৩ মাস ধরে তৃণমূল কাউন্সিলরের ওপর হামলার ছক, পুলিশ সূত্রে খবর।