West Bengal News Live Updates : ব্যস্ত সময়ে হঠাৎ কলকাতা বিমানবন্দরে আগুন, যাত্রীদের মধ্যে ছড়াল আতঙ্ক
Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...
LIVE
Background
কলকাতা : এগরা, ইংরেজবাজারে ভয়াবহ বিস্ফোরণের (Egra and Englishbazar Blast) পর সর্তক প্রশাসন। মঙ্গলবার নবান্নে (Nabanna) ৭০ জন বাজি ব্যবসায়ীকে নিয়ে বৈঠকে বসলেন মুখ্যসচিব (Chief Secretary), স্বরাষ্ট্রসচিব-সহ প্রশাসনিক আধিকারিকরা। কলকাতা ও শিলিগুড়িতে দুটি বাজি হাব (Firecrackers Hub) তৈরির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। পাশাপাশি প্রতিটি জেলায় ১৫ জন ব্যবসায়ীকে নিয়ে তৈরি হবে বাজি ক্লাস্টার। তার জন্য ৬ কাঠা জমির ব্যবস্থা করবে সরকার। জমির দাম হবে ১কোটি ২০ লক্ষ টাকা। ১০ শতাংশ অর্থ দিতে হবে মালিককে। বাকি টাকা দেওয়া হবে রাজ্য সরকারের তরফে।
ফের খারিজ হল পার্থ চট্টোপাধ্যায়-সহ (Partha Chatterjee) সাত জনের জামিনের আবেদন। ২৭ জুন পর্যন্ত তাঁদের জেল হেফাজতের নির্দেশ দিল আলিপুর আদালত। এর পাশাপাশি, বিচারপ্রক্রিয়া নিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের করা মন্তব্যের জন্য এদিন, তীব্র ভর্ৎসনা করলেন বিচারক। তিনি বলেন, পার্থ চট্টোপাধ্যায় যা বলেছেন তা বরদাস্ত করা যায় না। তা আদালতের পক্ষে অপমানজনক। এরপরই, পার্থ চট্টোপাধ্যায়ের হয়ে আদালতে ক্ষমা চান তাঁর আইনজীবী। এদিন এজলাস থেকে বেরোনোর সময় পার্থ চট্টোপাধ্যায় বলেন, আমি কোনও দিন আদালতকে অপমান করিনি, করবও না। অন্যদিকে, এদিন, পার্থ চট্টোপাধ্যায়কে উদ্দেশ্য করে আদালতে চোর চোর কটাক্ষ করেন আইনজীবীদের একাংশ।
মনোনয়ন ঘিরে জেলায় জেলায় সন্ত্রাস, অন্তর্ঘাতের সন্দেহ তাপস রায়ের! 'তৃণমূলের ভিতরে এমন কোনও শক্তি আছে, সেটা চিহ্নিত করা চেষ্টা করছি, কারা অন্য শক্তির দ্বারা প্রভাবিত হচ্ছে, চিহ্নিত করার চেষ্টা করছি', শুভেন্দুর প্রসঙ্গ টেনে দলের মধ্যেই অন্তর্ঘাতের তত্ত্ব তৃণমূল বিধায়কের! যারা তৃণমূলের বিরুদ্ধে, তাদের সঙ্গে যোগাযোগ থাকতে পারে, বিজেপি-সিপিএম-কংগ্রেস কেউ করাচ্ছে কিনা, দেখতে হবে', মনোনয়নকে ঘিরে অশান্তি নিয়ে বিস্ফোরক তত্ত্ব তৃণমূল বিধায়কের।
সল্টলেকে উন্নয়ন ভবনে কেএমডিএ-র সভা চলাকালীন হঠাৎ লোডশেডিং। ফিরহাদ হাকিম বক্তব্য রাখার সময় হঠাৎ বিদ্যুৎ বিপর্যয়। কিছুক্ষণের জন্য অন্ধকার হয়ে যায় গোটা সভাঘর। 'অরূপের দফতরে ঢুকে গেছে শহিদ মিনারের লোক', ডিএ আন্দোলনকারীদের কটাক্ষ করে মন্তব্য ফিরহাদের । 'হয়তো কোথাও বিভ্রাট হয়েছে, সবাই কাজ করছেন', ফিরহাদের কটাক্ষ উড়িয়ে পাল্টা দাবি বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাসের।
WB News Live Update : দিলীপ ঘোষের পর জিতেন্দ্র তিওয়ারি, আরও এক বিজেপি নেতাকে উদ্দেশ্য করে 'চোর' মন্তব্য
দিলীপ ঘোষের পর জিতেন্দ্র তিওয়ারি। আরও এক বিজেপি নেতাকে উদ্দেশ্য করে 'চোর' মন্তব্য। তা নিয়ে তেতে উঠল পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বেরের বিডিও অফিস চত্বর। বাগযুদ্ধে চড়ল পারদ। অশান্তি এড়াতে তড়িঘড়ি জমায়েত সরাল পুলিশ।
WB News Live Update : কয়লা মাফিয়া রাজু ঝা খুনের ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট
রাজ্যে আরও একটি মামলায় সিবিআই তদন্ত। এবার, কয়লা মাফিয়া রাজু ঝা খুনের ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আদালত মনে করছে এই খুন ও কয়লা পাচার একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত। তাৎপর্যপূর্ণ মন্তব্য বিচারপতির।
WB News Live Update : দমকলের ৮টি ইঞ্জিন নিয়ন্ত্রণে আনল কলকাতা বিমানবন্দরের আগুন
কলকাতা বিমানবন্দরে আগুন, যাত্রীদের মধ্যে আতঙ্ক। ধোঁয়ায় ভরে গিয়েছিল গোটা বিমানবন্দর। দমকলের ৮টি ইঞ্জিনের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে।
WB News Live Update : রাত ৯.২০ নাগাদ কলকাতা বিমানবন্দরে আগুন, যাত্রীদের মধ্যে আতঙ্ক
কলকাতা বিমানবন্দরে আগুন, যাত্রীদের মধ্যে আতঙ্ক। রাত ৯.২০ নাগাদ কলকাতা বিমানবন্দরে আগুন। বিমানবন্দরের সিকিওরিটি চেকিংয়ের জায়গায় আগুন। ধোঁয়ায় ভরে গেল গোটা বিমানবন্দর, যাত্রীদের মধ্যে আতঙ্ক
WB News Live Update : কলকাতা বিমানবন্দরের সিকিওরিটি চেকিংয়ের জায়গায় আগুন, যাত্রীদের মধ্যে আতঙ্ক
কলকাতা বিমানবন্দরে আগুন, যাত্রীদের মধ্যে আতঙ্ক। রাত ৯.২০ নাগাদ কলকাতা বিমানবন্দরে আগুন। বিমানবন্দরের সিকিওরিটি চেকিংয়ের জায়গায় আগুন