West Bengal News Live: জলপাইগুড়ি অ্যাম্বুল্যান্সকাণ্ডে জামিন পেলেন ধৃত স্বেচ্ছাসেবী সংস্থার কর্ণধার
West Bengal News Live : জেনে নিন জেলা থেকে জেলার সবথেকে গুরুত্বপূর্ণ খবর একনজরে ।
LIVE
Background
খারাপ রাস্তা, দিদির সুরক্ষাকবচে অভিযোগ জানাতে গিয়ে জুটল চড়! দত্তপুকুরে খাদ্যমন্ত্রীর সামনেই বিজেপি নেতাকে ঘাড়ধাক্কা, থাপ্পড় তৃণমূল (TMC) কর্মীর।
অভিযোগ শোনার কর্মসূচিতেই আক্রান্ত অভিযোগকারী! ঘাড়ধাক্কা, চড়েও রেহাই নেই! পরে হুমকি! প্রতিবাদে অবরোধ। বাড়িতে ঢুকে হুমকি বিজেপির (BJP), পাল্টা অভিযুক্তের পরিবার।
শতাব্দীর পর অসিত মাল। দিদির দূত কর্মসূচিতে দফায় দফায় বিক্ষোভের মুখে বোলপুরের (Bolpur) তৃণমূল সাংসদ। গ্রামেই ঢুকতে পারলেন না গলসির বিধায়ক। পটাশপুরে ক্ষোভের মুখে জুন।
জেলায় জেলায় ক্ষোভের মুখে দিদির দূত। দুর্নীতির বিরুদ্ধে জাগছে মানুষ। তৃণমূলকে নিশানা দিলীপের (Dilip Ghosh)। কিছু জায়গায় উদ্দেশ্যপ্রণোদিত বিক্ষোভ, পাল্টা ফিরহাদ।
প্রধানমন্ত্রী আবাস যোজনায় (PMAY) দুর্নীতির অভিযোগ। খতিয়ে দেখতে ফের রাজ্যে কেন্দ্রীয় দল। শিলিগুড়িতে (Siliguri) বৈঠক। রাজনৈতিক পর্যটক, কটাক্ষ তৃণমূলের। দুর্নীতি হলে আসবেই, পাল্টা বিজেপি।
আবাসের পর মিড ডে মিল। পর্যালোচনায় আসছে কেন্দ্রীয় দল।
দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা আছে মমতার। পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে মন্তব্য অমর্ত্য সেনের। আঞ্চলিক দলগুলি গুরুত্বপূর্ণ হবে বলেও মত।
'বোমার বদলে বোমা, গুলির বদলে গুলি', হুঙ্কার হরিণঘাটার বিজেপি বিধায়কের। বিজেপিতে কুকথার প্রতিযোগিতা, পাল্টা তৃণমূল।
নিয়োগ দুর্নীতির তদন্তে সিবিআই (CBI) স্ক্যানারে হুগলির যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের অ্যাকাউন্ট। ৫ বছরে ব্যাঙ্কের লেনদেন সংক্রান্ত নথি-সহ ফের তলব। সোমবার পর্যন্ত চাইলেন সময়।
এবার চাকরির নামে টাকা তোলার অভিযোগ বনগাঁ উত্তরের বিজেপি বিধায়কের বিরুদ্ধে। বিশ্বজিতের কাঠগড়ায় অশোক কীর্তনিয়া। প্রমাণ দিলে বিধায়ক পদ ছেড়ে দেব, চ্যালেঞ্জ অশোকের।
WB News Live: জলপাইগুড়ি অ্যাম্বুল্যান্সকাণ্ডে জামিন পেলেন ধৃত স্বেচ্ছাসেবী সংস্থার কর্ণধার
জলপাইগুড়ি অ্যাম্বুল্যান্সকাণ্ডে জামিন পেলেন ধৃত স্বেচ্ছাসেবী সংস্থার কর্ণধার। জলপাইগুড়ি জেলা দায়রা আদালতে অঙ্কুর দাসের জামিন মঞ্জুর।
'সত্যের জয়, আমি দোষ করিনি, মানুষের পাশে দাঁড়িয়েছি। প্রকৃত দোষীদের আড়াল করতেই ষড়যন্ত্র করে আমাকে গ্রেফতার করা হয়। হাজার টাকার ভাড়া যাঁরা ৩ হাজার টাকা নিচ্ছে, তাঁদের কেন গ্রেফতার করা হল না? অমানবিক আচরণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে আমাকে কেন গ্রেফতার?
'এর পিছনে প্রভাবশালীর হাত রয়েছে', জামিন পেয়ে পুলিশ-প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন স্বেচ্ছাসেবী সংস্থার কর্ণধার।
West Bengal Live News:এলাকার মানুষ চেনেনই না তৃণমূল বিধায়ককে! কীর্ণাহারে আজব দৃশ্য
এলাকার মানুষ চেনেনই না তৃণমূল বিধায়ককে। পঞ্চায়েত ভোটের আগে দিদির দূত কর্মসূচিতে গিয়ে কীর্ণাহারে গ্রামবাসীদের সঙ্গে নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝির পরিচয় করালেন তৃণমূলের ব্লক সভাপতি সুব্রত ভট্টাচার্য। ভোটে জেতার এতদিন পর, ভোটারদের সঙ্গে পরিচয় কেন? ব্লক সভাপতির সাফাই, নতুন বিধায়ক হয়েছেন। তাই কাজের মধ্যে দিয়ে চেনাতে চাইছি। যদিও গ্রামবাসীদের দাবি, ভোটে জেতার পর এলাকায় দেখা যায়নি নানুরের তৃণমূল বিধায়ককে। কথা বলতে গেলে বিধায়ক মুখ ঘুরিয়ে চলে যান বলে গ্রামবাসীদের দাবি। তৃণমূল বিধায়কের প্রতিক্রিয়া এখনও মেলেনি। গতকাল সিয়ান মুলুক গ্রাম পঞ্চায়েতে গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়েন নানুরের বিধায়ক।
WB News Live: ১২৫ বছরে পড়ল রামকৃষ্ণ মঠ ও মিশনের মুখপত্র উদ্বোধন পত্রিকা
১২৫ বছরে পড়ল রামকৃষ্ণ মঠ ও মিশনের মুখপত্র উদ্বোধন পত্রিকা। গিরিশ মঞ্চে বাগবাজার রামকৃষ্ণ মঠের তরফে বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে করা হল উদযাপন।
উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ, বাগবাজার রামকৃষ্ণ মঠের অধ্যক্ষ স্বামী নিত্যমুক্তানন্দ-সহ বহু বিশিষ্ট ব্যক্তিত্ব।
West Bengal Live News:উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে ছিনতাইয়ে নাম জড়াল তৃণমূল নেতার!
উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে ছিনতাইয়ে নাম জড়াল তৃণমূল নেতার! এক পরিবহণ ব্যবসায়ীর অভিযোগ, রাস্তায় তাঁর বাইক দাঁড় করিয়ে নগদ এক লক্ষ টাকা ও সোনার হার ছিনিয়ে নিয়েছেন তৃণমূলের বুথ সভাপতি। অভিযোগ ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। পুলিশ সূত্রে দাবি, অভিযুক্তরা এলাকা ছাড়া।
WB News Live: মন্ত্রীর দিদির দূত কর্মসূচির ২ দিন পরেই সিঙ্গুরে রাস্তা মেরামতির দাবিতে পথে নামল ডিওয়াইএফআই
মন্ত্রীর দিদির দূত কর্মসূচির ২ দিন পরেই, সিঙ্গুরে রাস্তা মেরামতির দাবিতে পথে নামল ডিওয়াইএফআই। সিঙ্গুরে আথালিয়া থেকে বাইক মিছিল করে প্রতিবাদ জানালেন সিপিএমের যুব সংগঠনের কর্মীরা। বামেদের অভিযোগ, দিদির দূত কর্মসূচিতে শুধুই প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। রাস্তার টেন্ডার হয়ে গেছে, কয়েকদিনেই শুরু হবে মেরামতির কাজ, আশ্বাস দিয়েছেন এলাকার তৃণমূল বিধায়ক।