West Bengal News Live: খাস কলকাতায় প্রাক্তন প্রেমিকের হাতে খুন প্রেমিকা
Get the latest West Bengal News and Live Updates: জেনে নিন এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর একনজরে
LIVE
Background
ডেডলাইন শেষ। গাজায় গ্রাউন্ড অপারেশন শুরু ইজরায়েলের। তেল আভিভের উপর উড়ছে মিসাইল। পরপর বিস্ফোরণ। বাজছে এয়ার সাইরেন।
চলছে বিমান হামলা, দাবি ইজরায়েলি সংবাদ মাধ্যমের। মৃতের সংখ্যা সাড়ে তিন হাজার পার।
রেশন বন্টন দুর্নীতিকাণ্ডে (Ration Scam) মন্ত্রী ঘনিষ্ঠ ব্যবসায়ী বাকিবুর রহমানকে গ্রেফতার করল ইডি। সোমবার পর্যন্ত হেফাজতে। জড়িত নই, দাবি ধৃতের।
ডিস্ট্রিবিউটাররা আটার বরাত দিতেন বাকিবুরের গমের মিলে। গম ভাঙিয়ে সেখান থেকে আটা ফিরত কম পরিমাণে। বাকি আটা খোলা বাজারে হত বিক্রি, দাবি ইডি-র (ED-র)।
পানশালা, হোটেল থেকে চালকল-গমকল! ইডি-র হাতে বাকিবুরের সম্পত্তির ভাণ্ডার। প্রভাবশালী কারও টাকা ঘুরপথে বিনিয়োগ করছেন না তো? প্রশ্নের উত্তর খুঁজছে ইডি।
ভুয়ো পাসপোর্ট-চক্রের পর্দাফাঁস করতে এবার রাজ্যজুড়ে অভিযানে নামল সিবিআই। নকশালবাড়িতে গাছ থেকে নথি পাড়তে হল তদন্তকারী সংস্থাকে। গ্রেফতার সরকারি আধিকারিক। শুরু রাজনৈতিক তরজা।
সব রেকর্ডে থাকছে। সরকার বিজেপির হবে। কাজ তাঁদের অধীনেই করতে হবে। খেজুরি থানায় ঢুকে পুলিশকে হুঁশিয়ারি শুভেনদুর। পাল্টা বিজেপির বিরুদ্ধেই খেজুরিতে সন্ত্রাসের অভিযোগ তৃণমূলের।
দিদির দূতের পর এবার অভিষেকের দূত। লোকসভা ভোটকে নজরে রেখে পুজোয় নতুন কর্মসূচি তৃণমূলের। অভাব-অভিযোগে মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি। কটাক্ষ শুভেন্দু অধিকারীর।
Kolkata News: ফের পথে নামার হুঁশিয়ারি কলেজ-বিশ্ববিদ্যালয় চাকরিপ্রার্থীবৃন্দের
রাজ্যে নিয়োগ-আন্দোলনের ঝাঁঝ শিগগিরই আরও বাড়তে চলেছে। উৎসবের মরশুমে এমনই ইঙ্গিত মিলল কলেজ-বিশ্ববিদ্যালয়ে চাকরিপ্রার্থীদের সংগঠনের তরফে। খুব দ্রুত পথে নামার হুঁশিয়ারি দিয়েছে কলেজ-বিশ্ববিদ্যালয় চাকরিপ্রার্থীবৃন্দ।
Kolkata News: খাস কলকাতায় প্রাক্তন প্রেমিকের হাতে খুন প্রেমিকা
খাস কলকাতায় প্রাক্তন প্রেমিকের হাতে খুন প্রেমিকা। হরিদেবপুরে বাড়িতে ঢুকে কুপিয়ে খুন তরুণীকে। প্রেমিকাকে ধারাল অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপ। আশঙ্কাজনক অবস্থায় এম আর বাঙুর হাসপাতালে নিয়ে আসার মৃত ঘোষণা। পলাতক অভিযুক্তের খোঁজে পুলিশ।
Adhir Chowdhury: লোকসভা ভোটের আগে জাতীয় সড়কে অধীর চৌধুরীর 'বুলেট'-স্টান্ট!
লোকসভা ভোটের আগে জাতীয় সড়কে অধীর চৌধুরীর 'বুলেট'-স্টান্ট! কেন্দ্রের বিজেপি সরকারের রাস্তা উদ্বোধন করলেন কংগ্রেসের সাংসদ। সেটিংয়ের অভিযোগ তুলে কটাক্ষ তৃণমূলের। সাংসদ হিসেবে যে রাস্তার জন্য লড়াই করেছেন, সেই রাস্তাই দেখতে গিয়েছেন তিনি। পাল্টা জবাব দিয়েছেন অধীর চৌধুরী।
Mahua Moitra: তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপি সাংসদের
তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে নিয়ে বিস্ফোরক অভিযোগ তুললেন ঝাড়খণ্ডের গোড্ডার বিজেপি সাংসদ। ব্যবসায়ী দর্শন হীরানন্দানির কাছ থেকে টাকা ও উপহারের বিনিময়ে মহুয়া মৈত্র লোকসভায় প্রশ্ন করেছেন বলে অভিযোগ তুললেন নিশিকান্ত দুবে। স্পিকার ওম বিড়লাকে পদক্ষেপ নিতে বলে চিঠি দিলেন গোড্ডার বিজেপি সাংসদ।
Fake Passport Case: নেপালের বাসিন্দার জন্য ভারতীয় পাসপোর্ট! ভুয়ো পাসপোর্ট-চক্রের তদন্তে নতুন তথ্য
ভুয়ো পাসপোর্ট-চক্রের তদন্তে নতুন তথ্য। 'কয়েকজন নেপালের বাসিন্দার জন্য তৈরি করা হয়েছিল ভারতীয় পাসপোর্ট,' পাসপোর্ট অফিসের একাধিক কর্মী, অফিসারের বিরুদ্ধে অভিযোগ দায়ের। মোটা টাকার বিনিময়ে জাল পরিচয়পত্র নিয়ে বানানো হয়েছে পাসপোর্ট, দাবি সিবিআই সূত্রে। পাসপোর্ট অফিসার গৌতম সাহার কলকাতার বাড়ি থেকে প্রচুর নথি উদ্ধার সিবিআইয়ের।
২৭ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবরের মধ্যেই ৩১টি পাসপোর্ট ক্লিয়ারেন্সের সুপারিশ, দাবি সিবিআই সূত্রে।