West Bengal News Live: সিগনালিংয়ে সমস্যা, প্রায় ২ ঘণ্টা বন্ধ থাকল শিয়ালদা দক্ষিণ শাখার ট্রেন চলাচল
Get the latest West Bengal News and Live Updates: জেনে নিন এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর একনজরে
LIVE
Background
সন্দেশখালিকাণ্ডে (Sandeshkhali Chaos) গ্রেফতার আরও ৩। এ নিয়ে গ্রেফতারের সংখ্যা বেড়ে ৭। সিসিটিভি ফুটেজ দেখে পাকড়াও, দাবি পুলিশের। মামলায় যুক্ত হওয়ার আবেদন প্রত্যাহার অধরা শেখ শাহজাহানের।
সন্দেশখালিকাণ্ডে় পুলিশের দায়ের করা স্বতঃপ্রণোদিত মামলা হস্তান্তরের আবেদন ইডি-র। পুলিশের হাত থেকে তদন্তভার নিয়ে সিবিআইকে দেওয়ার আর্জি।
মেট্রো (Kolkata Metro) সম্প্রসারণের জন্য দক্ষিণেশ্বরে স্কাইওয়াকের জায়গা পরিবর্তন করা হবে না, জানিয়ে দিল রাজ্য। বদলে মেট্রোর রুট পরিবর্তনের প্রস্তাব। বডিগর্ড লাইন্সের জায়গা পরিবর্তনেও আপত্তি।
ফ্ল্যাট প্রতারণাকাণ্ডে আদালতে ধাক্কা নুসরত জাহানের। নিম্ন আদালতে সশরীরে হাজিরা দিতেই হবে, নির্দেশ আলিপুর জজ কোর্টের। নিম্ন আদালতের নির্দেশ চ্যালেঞ্জ করেছিলেন নুসরত।
বাকিবুরের রাইস মিলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়েছে নগদ ২২৮ কোটি। রেশন দুর্নীতি তদন্তের চার্জশিটে দাবি ইডি-র। কোথা থেকে টাকা এসেছিল জানেন না, বাকিবুরের সিএ-ও, খবর সূত্রের।
রামলালার প্রাণপ্রতিষ্ঠা ২২শে জানুয়ারি। তার আগে আজ থেকে অযোধ্যায় শুরু পূজন বিধি। হবে দশবিধ স্নান অনুষ্ঠান। দেশজুড়ে ২৬০০ জায়গায় আজ হনুমান ভক্তি দেখাবে আপ।
ভোটে দাঁড়াতে বাধা, হুমকির অভিযোগ গিল্ড কর্তাদের বিরুদ্ধে। টালিগঞ্জে টেকনিশিয়ানদের একাংশের ডাকে একদিনের কর্মবিরতি। আন্দোলকারীদের বাদ দিয়ে শ্যুটিং শুরু।
West Bengal News Live:ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করতে চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল নৌশাদ সিদ্দিকির দল
বিজেপির পর এবার ISF, ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করতে চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল নৌশাদ সিদ্দিকির দল। ISF-এর অভিযোগ, পুলিশ তাদের সভার অনুমতি দিচ্ছে না। অভিযোগের প্রেক্ষিতে মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি।
WB News Live Updates: এজেন্সি নিয়ে ফের বিজেপিকে ঝাঁঝালো আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের
এজেন্সি নিয়ে ফের বিজেপিকে ঝাঁঝালো আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের। বললেন, এজেন্সির প্রোটেকশনে রয়েছে বিজেপি। একটা ছোট ঘটনার জন্য নিশ্চয় তৃণমূলের সবাই খারাপ নয়। পাল্টা কটাক্ষ করেছে বিজেপি।
West Bengal News Live: শিক্ষা থেকে খাদ্য-দুর্নীতির অভিযোগে সরব বিজেপি
শিক্ষা থেকে খাদ্য-দুর্নীতির অভিযোগে সরব বিজেপি। পাল্টা বড় বড় গুন্ডা এজেন্সির সুরক্ষায় আছে বলে আক্রমণে মমতা
WB News Live Updates:রাজারহাটে রঙের দোকানে আগুন, এলাকায় চাঞ্চল্য
রাজারহাটে রঙের দোকানে আগুন, এলাকায় চাঞ্চল্য। দমকলের ২টি ইঞ্জিনের পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি
West Bengal News Live: সিগনালিংয়ে সমস্যা, প্রায় ২ ঘণ্টা বন্ধ থাকল শিয়ালদা দক্ষিণ শাখার ট্রেন চলাচল
সিগনালিংয়ে সমস্যা, প্রায় ২ ঘণ্টা বন্ধ থাকল শিয়ালদা দক্ষিণ শাখার ট্রেন চলাচল। বালিগঞ্জ স্টেশনে যান্ত্রিক ত্রুটি সন্ধে ৭টা নাগাদ সমস্ত ট্রেন চলাচল বন্ধ। প্রায় ২ ঘণ্টা পরে ধীরে ধীরে ট্রেন চলাচল শুরু।