West Bengal News Live: ভাঙড়কাণ্ডে NIA তদন্ত দাবি বিধায়ক নৌশাদ সিদ্দিকির
Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...
LIVE
Background
ভাঙড়ের (Bhangar) পর নবগ্রাম (Nabagram)। কংগ্রেস (Congress)-তৃণমূল (TMC) সংঘর্ষ। তৃণমূলের অঞ্চল সভাপতিকে পিটিয়ে, গুলি করে খুন। দু'পক্ষের ৪জন আহত। আজ বন্ধের ডাক শাসকদলের।
২০১৩-র পর ২০২৩। কেন্দ্রীয় বাহিনী (central force) দিয়ে গোটা রাজ্যেই ভোট। কমিশন-সরকারকে ধাক্কা দিয়ে জানিয়ে দিল হাইকোর্ট। ৪৮ ঘণ্টার মধ্যে আবেদনের নির্দেশ।
পুনরাবৃত্তি ধোপে টিকল না কমিশন-রাজ্যের সওয়াল। বাহিনীর জন্য কেন্দ্রের কাছে আবেদনের নির্দেশ হাইকোর্টের (highcourt)। সব খরচ দেবে কেন্দ্র, জানিয়ে দিল আদালত।
বাহিনী নিয়ে নির্দেশের পরেও কমিশনের গড়িমসিতে ক্ষুব্ধ হাইকোর্ট। অপেক্ষা করলে বাড়বে ক্ষয়ক্ষতির পরিমাণ, জানিয়ে দিল ডিভিশন বেঞ্চ (Division Bench)।
শুধু বাহিনী এলেই হবে না, সঠিকভাবে ব্যবহার চাই। হাইকোর্টের রায়কে স্বাগত জানিয়ে বলছেন বিরোধীরা। নাটক করে প্রভাবিত করার চেষ্টা, পাল্টা তৃণমূল।
ভাঙড় থেকে মুর্শিদাবাদ (Murshidabad)। মনোনয়নের শেষ ল্যাপে একদিনে ৪জনের মৃত্যু। ভাঙড়ে আইএসএফের (ISF) সঙ্গে তৃণমূলকর্মী খুন। চোপড়ায় আক্রান্ত বাম-কংগ্রেস।
ভাঙড়ে পুলিশের সামনেই গুলি-বোমা, আইএসএফ-তৃণমূলের ২জন খুন! বিডিও অফিসের কাছেই মিলল আরেক তৃণমূল সমর্থকের দেহ।
কোর্টের নির্দেশে পুলিশের এসকর্ট নিয়ে মনোনয়ন দিতে গিয়েই ভাঙড়ে আক্রান্ত আইএসএফ প্রার্থীরা। দুষ্কৃতীদের সামনে ফেলে রক্ষকদেরই চম্পট, দাবি আইনজীবীর।
মনোনয়নের শেষ পর্যায়ে ভাঙড় জুড়ে শুধুই সন্ত্রাস! দুষ্কৃতী নয়, মিডিয়াকে আটকাতে ব্যস্ত পুলিশ।
ভাঙড়ে বেপরোয়া দুষ্কৃতী-রাজ! রেহাই নেই মিডিরারও! পুলিশ পালাতেই বোমাবাজি। পরপর গাড়িতে আগুন।
মনোনয়নের শেষ দিনে রক্তাক্ত চোপড়া। বাম-কংগ্রেসের উপর হামলা, নিহত ২, আহত ২০, দাবি সিপিএমের। কারও মৃত্যু হয়নি, একজন ভেন্টিলেশনে, দাবি পুলিশের।
চোপড়া থেকে ভাঙড়-হামলার প্রতিবাদে কমিশনের সামনে বাম বিক্ষোভে তুলকালাম। কমিশনে গিয়ে নালিশ নৌশাদের।
মনোনয়নের নামে ভাঙড়ে শুধুই সন্ত্রাস। কমিশনে ধর্নায় নৌশাদ। আটকালেন কমিশনারের গাড়ি। আশ্বাস দিয়েও দেখা না করে পালিয়ে যাওয়ার অভিযোগ।
সাড়া দেয়নি রাজ্য সরকার। সুরক্ষা চেয়ে এবার কেন্দ্রের দ্বারস্থ ভাঙড়ের আইএসএফ বিধায়ক।
মনোনয়নেই বেনজির সন্ত্রাস। বিরোধীদের ঘাড়েই দায় চাপালেন মুখ্যমন্ত্রী।
সকালে বিডিও অফিসের দখল। বেলা গড়াতেই পাল্টা মার আইএসএফের। সাড়ে ৭ ঘণ্টা বেরোতেই পারলেন না আরাবুল। রাতে উদ্ধার করল পুলিশ।
মনোনয়নের পরেও অবাধে সন্ত্রাস। বাসন্তীতে বিজেপি প্রার্থীর বাড়িতে হামলা, লুঠপাটের অভিযোগ। কুলতলিতে তৃণমূলের সঙ্গে সিপিএমের সংঘর্ষ। আহত ২।
হাইকোর্টের নির্দেশে পুলিশের এসকর্ট নিয়ে ন্যাজাট গিয়েও মনোনয়ন দিতে পারলেন না বিজেপি প্রার্থীরা। সময় পেরিয়ে গেছে বলে ফেরাল বিডিও অফিস।
বন্ধ হোক শয়তানের খেলা। মনোনয়নেই বেলাগাম সন্ত্রাসের মধ্যেই ফের কড়া বার্তা রাজ্যপালের।
বজবজের পর এবার পঃ বর্ধমানের বারাবনি। ভোটের আগে শাসকের জয়। নেই বিরোধী প্রার্থী। বিনা প্রতিদ্বন্দ্বিতাতেই ২টি গ্রাম পঞ্চায়েত দখল তৃণমূলের।
ফের অশান্ত আমোদপুর। পুলিশের উপরেই বোমা! নানুরে আক্রান্ত বিজেপি।বোলপুরে বোমায় আহত ২ তৃণমূলকর্মী। বারাসাতে সিপিএম প্রার্থীদের বাসে হামলা।
স্লোগান শুনেই যেভাবে তেড়ে গেলেন অভিষেক, স্পষ্ট ঔদ্ধত্য, ট্যুইট সুকান্তর। সিবিআই চার্জশিটে নাম থাকা শুভেন্দু কীভাবে সঙ্গী? পাল্টা কুণাল।
পুর নিয়োগ দুর্নীতি মামলায় ফের ধাক্কা রাজ্যের, ডিভিশন বেঞ্চেও খারিজ আবেদন। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিবিআই তদন্তের রায় বহাল।
কার নির্দেশে ফাইল পাঠাতেন জেলবন্দি পার্থর কাছে? প্রভাবশালীর খোঁজে শিক্ষা সচিব মণীশ জৈনকে সিবিআইয়ের ম্যারাথন জিজ্ঞাসাবাদ।
আতঙ্ক বাড়িয়ে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় বিপর্যয়। বিপর্যয়ের আশঙ্কায় কাঁপছে গুজরাত। প্রবল ঝড়ে কচ্ছের বহু জায়গায় ভাঙল বাড়ি, পড়ল গাছ।
WB News Live Updates: সুজনের নিশানায় 'পিসি ও ভাইপো'
'অভিষেক রাজনীতি করে ২ বছর বয়স থেকে', সভা থেকে এদিন বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর মমতার সেই মন্তব্যের পরেই সোশ্যাল পোস্টে বামেদের বর্ষীয়ান নেতা সুজন চক্রবর্তীর (Sujan Chakraborty) নিশানায় 'পিসি ও ভাইপো।' খোঁচা দিতে ছাড়েননি রাজ্য় বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য। এদিন ফেসবুক পোস্টে সুজন চক্রবর্তী বলেন, 'সুকুমার বৃত্তি শেখানোর সময় যদি পিসি রাজনীতি শেখায়, তাহলে ভাইপো পিসির মতো মিথ্যেবাদী হয়ে উঠবেই।'
West Bengal News Live: শাসকদলকে নিশানা বিরোধীদের
জেলায় জেলায় অশান্তি, খুনোখুনির মধ্যে শেষ হয়েছে পঞ্চায়েত ভোটের (Panchayat Election) মনোনয়ন পর্ব (Nomination Filing)। তার মধ্যেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের দাবি তুলে, অনেক জায়গায় তৃণমূলের উল্লাস নজরে এসেছে। দক্ষিণ চব্বিশ পরগনার বজবজ, হাওড়ার জগৎবল্লভপুরের পর এবার কোচবিহারের দিনহাটা, উত্তর দিনাজপুরের চোপড়া। বাঁকুড়ার পাত্রসায়র থেকে মালদার কালিয়াচক, বিভিন্ন জায়গায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের পর উল্লাসে মাতেন ঘাসফুল শিবিরের কর্মী-সমর্থকরা। এদিকে, তৃণমূলের বিনা প্রতিদ্বন্দ্বিতার জয় নিয়ে রাজ্যের শাসকদলকে নিশানা করেছে বিরোধীরা।
WB News Live Updates: বাসন্তীতে বিজেপি প্রার্থীকে খুনের হুমকি
বাসন্তীতে বিজেপি প্রার্থীর (BJP Candidate) বাড়িতে হামলা, লুঠপাটের অভিযোগ। বিজেপি প্রার্থীকে খুনের হুমকি (Murder threats to BJP Leader) দেওয়ার অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে (TMC)। বাসন্তীতে বিজেপি প্রার্থীর বাড়িতে গেলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)।
West Bengal News Live: হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাজ্য সরকার ও রাজ্য নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টের দ্বারস্থ
কলকাতা হাইকোর্টের কেন্দ্রীয় বাহিনী দিয়ে গোটা রাজ্যে পঞ্চায়েত নির্বাচন করানোর রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাচ্ছে রাজ্য সরকার ও রাজ্য নির্বাচন কমিশন। বৃহস্পতিবার আদালতের বাহিনী-নির্দেশের পরই রাতের দিকে কমিশন ছেড়ে বেরোনোর সময় আদালতের দেওয়া নির্দেশ মেনে চলার বার্তাই দিয়েছিলেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা। অবশ্য ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ১৮০ ডিগ্রি বদল ঘটল অবস্থানে। রাজ্য সরকারের সঙ্গে রাজ্য নির্বাচন কমিশনও কলকাতা হাইকোর্টের প্রদান বিচারপতির ডিভিশন বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে দেশের সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হল।
WB News Live Updates: কেন্দ্রীয় বাহিনীর বঙ্গে আসার আগেই তীব্র নিশানা মমতার
হিংসা-মৃত্যুর মনোনয়ন পর্বের শেষে কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত ভোট (Panchayat Election) করানোর নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। আর কেন্দ্রীয় বাহিনীর বঙ্গে আসার প্রাক্কালেই তাঁদের তীব্র নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের মুখ্যমন্ত্রী আক্রমণ শানান কেন্দ্রীয় সরকারকেও। পাশাপাশি, বিধানসভা নির্বাচনে কোচবিহারের শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে ভোটারদের মৃত্যুর প্রসঙ্গও উঠে আসে তৃণমূল সুপ্রিমোর কথা।