(Source: ECI/ABP News/ABP Majha)
West Bengal News Live: বর্ধমান স্টেশনে জলের ট্যাঙ্ক ভেঙে পড়ার ঘটনায় মৃত্যু হল আরও একজনের!
West Bengal Latest News: জেলা থেকে শহর গুরুত্বপূর্ণ সব খবর।
LIVE
Background
- দুদিন আগেই অভিষেককে (Abhishek Banerjee) সঙ্গে নিয়ে দিল্লি গেলেন মমতা (Mamata B anerjee)। মঙ্গলবার ইন্ডিয়া জোটের বৈঠক, বুধবার প্রধানমন্ত্রীর (PM Modi) সঙ্গে সাক্ষাৎ। মমতা বলেছেন, 'প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার কথা রয়েছে, কয়েকজন সাংসদকে নিয়ে যাওয়া হবে, কে কে যাবেন সেই তালিকা আমরা পাঠিয়ে দেব।'
- মোদি-মমতা বৈঠকের আগে সেটিং তত্ত্বে সরব বামেরা। সুজনের তোপ, ভাইপোকে নিয়ে যাচ্ছেন, যাতে পিসি-ভাইপো যথাসম্ভব রেহাই করানোর ব্যবস্থা দিল্লি থেকে করাতে পারেন।
- মোদির সঙ্গে বৈঠকের আগে ফের কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে সরব মুখ্যমন্ত্রী।
- স্মোক-বম্ব হামলা নিয়ে সংসদের বাইরে মুখ খুললেন প্রধানমন্ত্রী। যা ঘটেছে তা উদ্বেগের, বিতর্ক না করে ঘটনার গভীরে যাওয়া উচিত। সংবাদপত্রে মন্তব্য নরেন্দ্র মোদির।
- সংসদ হামলাকাণ্ডে মুখ খুললেন মমতাও। সংসদের নিরাপত্তা গাফিলতির কথা মেনেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, হামলা নিয়ে প্রশ্ন তোলায় সাসপেন্ড ডেরেক।
- বাংলায় দেশবিরোধী চক্রান্তের গড় তৈরি হয়েছে। সংসদে (Parliament) হামলায় বং কানেকশন নিয়ে বিস্ফোরক দিলীপ। শুধুই অপপ্রচার, বাংলা অপরাধীদের প্রশ্রয় দেয় না, বললেন মমতা।
- সংসদে স্মোক-ক্যান নিয়ে ঢোকার জন্য তৈরি করা হয় বিশেষ জুতো। সোল মোটা করে ঢোকানো হয় স্মোক ক্যান। দিল্লি পুলিশের এফআইআরে উল্লেখ।
- কার বা কাদের নির্দেশে সংসদে হামলা? জানতে স্মোককাণ্ডে ধৃতদের মুখোমুখি বসিয়ে জেরা দিল্লি পুলিশের। রাজস্থান থেকে উদ্ধার অভিযুক্তদের ফোনের পোড়া অংশ।
- তৃণমূলে আদি-নব্য বিতর্কের মধ্যেই ফের বিস্ফোরক কুণাল।
- ফের খুন দক্ষিণ ২৪ পরগনায়। এবার বারুইপুরে তৃণমূল কর্মীকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে স্ত্রীর সামনেই পিটিয়ে খুনের অভিযোগ। নেপথ্যে সিপিএম-বিজেপি, দাবি শাসকদলের।
- খুন করেছে বারুইপুর পূর্বের তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠ, পাল্টা দাবি পরিবারের।
- বাংলার শান্তিপূর্ণ পুলিশ জেলার সম্মান ডায়মন্ড হারবারকে, অভিনন্দন অভিষেকের। বিরোধী-দমনে সেরা, ভোট লুঠের মডেল, কটাক্ষ শুভেন্দুর। কুৎসায় লাভ নেই, পাল্টা কুণাল।
- শাসক-বিরোধী একে অপরকে চোর কটাক্ষ, এবার পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগে হুমকি দিলীপের।
- সীমান্তে বিএসএফের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ খোদ কেন্দ্রীয় মন্ত্রীর।
- বৃহস্পতিবারের পর রবিবারও ফের মেট্রো বিভ্রাট। ছুটির দিনেও বরানগরে থার্ড লাইনে সমস্যা, নোয়াপাড়া-দক্ষিণেশ্বরে বন্ধ মেট্রো চলাচল। দুর্ভোগে মেট্রো যাত্রীরা।
- ভবানীপুরের পর এবার নোনাপুকুর। বাড়িতে বিধ্বংসী আগুন, ল্যাডারে করে বাড়ি থেকে পাঁচ জনকে উদ্ধার করল দমকল। গ্যাস সিলিন্ডার ফেটে আগুন, অনুমান দমকলের।
- পৌষের শুরুতেই জাঁকিয়ে শীত। কলকাতায় পারদ ১৩-র ঘরে। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। মঙ্গল-বুধে আরও নামতে পারে তাপমাত্রা।
WB News Live: কাটোয়া থানায় অভিযোগ দায়ের
বিয়ে করতে এসে প্রতারণার শিকার হলেন এক যুবক। বরবেশী যুবক পাত্রীর খোঁজে শহর ঘুরে থানায় হাজির। বিয়ে করতে এসে পাত্রীর খোঁজ না পেয়ে কাটোয়া থানায় অভিযোগ দায়ের নদিয়ার কালীগঞ্জের যুবক নয়ন ঘোষের।
West Bengal Live Update: শুভেন্দুকে চোর স্লোগান তৃণমূলের
লোকসভা (Parliament Election) ভোটমুখী বঙ্গ রাজনীতিতে স্লোগান যুদ্ধ। শুভেন্দুর (Suvendua Adhikari) 'চোর' আক্রমণের পাল্টা তৃণমূলের বড় চোর ক্যাম্পেন। চালসা ছাড়ার পরেও শুভেন্দুকে চোর স্লোগান তৃণমূলের।
WB News Live: জলের ট্যাঙ্ক ভেঙে পড়ার ঘটনায় মৃত আরও ১
বর্ধমান স্টেশনে জলের ট্যাঙ্ক ভেঙে পড়ার ঘটনায় মৃত্যু হল আরও একজনের!
WB News Live: কল্যাণীতে ইনসাফ যাত্রা চলাকালীন পুলিশের বিরুদ্ধে গালিগালাজের অভিযোগ DYFI-র
কল্যাণীতে ইনসাফ যাত্রা চলাকালীন গালিগালাজের অভিযোগ পুলিশের বিরুদ্ধে। প্রতিবাদে ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ ডিওয়াইএফআইয়ের। পুলিশের আশ্বাসে পৌনে এক ঘণ্টা পর ওঠে অবরোধ।
WB News Live Blog: 'এক আইনজীবি দুই মামলা লড়তেই পারেন', প্রতাপচন্দ্র দে-কে সিআইডির তলব নিয়ে সাফাই কুণালের
'দুটো সম্পূর্ণ আলাদা মামলা, এক আইনজীবি দুই মামলা লড়তেই পারেন।' তৃতীয়বার আইনজীবী প্রতাপচন্দ্র দে-কে সিআইডির তলব নিয়ে সাফাই কুণাল ঘোষের।