WB News Live Updates: পর্ষদ অফিসের দিকে আন্দোলনকারীদের যেতে পুলিশের বাধা, হুঁশিয়ারিতেও অনড় চাকরিপ্রার্থীরা
Get the latest West Bengal News and Live Updates: দিনভর কোথায় কী ঘটছে জেনে নিন সব গুরুত্বপূর্ণ খবরের আপডেট
LIVE
Background
কলকাতা: গার্ডেনরিচের (Gardenrich) পর শিবপুর (Shibpur)। ফের টাকার পাহাড়ের হদিশ। শিবপুরে ব্যবসায়ীর দুটি আবাসনের গ্যারাজে রাখা গাড়ি ও ফ্ল্যাট থেকে উদ্ধার ৭ কোটি ৯৫ লক্ষ টাকা, প্রচুর সোনা-হীরের গয়না।
শিবপুরের অন্য আবাসনেও রাতে তল্লাশি। বক্স খাটের ভিতরে লুকিয়ে রাখা আটটি ব্যাগে উদ্ধার প্রায় ৬ কোটি টাকা। ২০ কোটি টাকা রেখে দেওয়া ব্যাঙ্কের দুটি অ্যাকাউন্ট ফ্রিজ।
হাওড়ার শিবপুরে টাকা গুনতেই রাত কেটে গিয়ে ভোর। দুটি ফ্ল্যাট সিল করল পুলিশ। বেপাত্তা ব্যবসায়ী শৈলেশ পাণ্ডে ও তাঁর পরিবার। অনলাইন প্রতারণা ? তদন্তে পুলিশ।
লুঠের টাকা লুকোনোর জায়গা নেই। তৃণমূলকে নিশানা দিলীপের। বাংলায় টাকা খোলামকুচি, কটাক্ষ সুজনের। পুলিশ তৎপর বলেই উদ্ধার টাকা, পাল্টা শান্তনু।
নিয়োগ দুর্নীতি মামলায় মানিক ঘনিষ্ঠ তাপস মণ্ডলকে ২০ অক্টোবর তলব ইডির। উদ্ধার হওয়া মোবাইলে মিলতে পারে গুরুত্বপূর্ণ চ্যাট। হার্ড ডিস্ক পাঠানো হবে ফরেন্সিকে।
ইডি স্বাধীন তদন্তকারী সংস্থা। উদ্ধার হচ্ছে টাকা, সোনার গয়না। তথ্যপ্রমাণ পেয়েই ইডির হস্তক্ষেপ। দাবি নির্মলা সীতারমণের। বিজেপির শাখা সংগঠন, পাল্টা কুণাল।
২৭-২৮ অক্টোবর হরিয়ানায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের বৈঠক, থাকবেন অমিত শাহ। আমন্ত্রিত মমতা। প্রশাসন চালানোর শিক্ষা নিন, মত দিলীপের। মমতার থেকে শিখুন, পাল্টা শান্তনু।
আজ উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার মালবাজারে দুর্ঘটনাস্থল পরিদর্শন করে নিহতদের পরিবারের সঙ্গে কথা বলতে পারেন মমতা। সূত্রের খবর।
মুখ্যমন্ত্রীর সফরের জন্য মালবাজারে টাকা খরচ করে সাজানো হচ্ছে মহেশতলার তৃণমূল বিধায়কের ফার্ম হাউস, দাবি শুভেন্দুর। মিথ্যার রাজনীতি, পাল্টা দুলাল দাস।
২ দশক পর আজ কংগ্রেসের সভাপতি নির্বাচন। মুখোমুখি খাড়গে-তারুর। সকাল ১০ থেকে ভোটগ্রহণ, গণনা বুধবার। নির্বাচনে লড়ছেন না গাঁধী পরিবারের কোনও সদস্য।
বউবাজারের হেল্প ক্যাম্পে ক্ষতিপূরণ না পাওয়ার অভিযোগে ২০১৯-এর ক্ষতিগ্রস্তদের বিক্ষোভ। কেএমআরসিএলের এডি-কে ঘিরে বিক্ষোভ।
অসৎ হলে, পঞ্চায়েত নির্বাচনে টিকিট নয়। হুঁশিয়ারি হাড়োয়ার বিধায়কের। কে সাদা, কে কালো সিদ্ধান্ত নেবে উর্ধ্বতন কর্তৃপক্ষ। হুঁশিয়ারি বারাসাতের বিধায়কের।
দুর্নীতি ইস্যুতে শাসককে বিপাকে ফেলার রণনীতি বিজেপির। পঞ্চায়েতে রিগিং রুখতে আলাদা কৌশল। দাবি জগন্নাথ সরকারের। যাই করুক, হারবে বিজেপি, পাল্টা সৌগত।
প্রয়াত ওআরএস-এর জনক, বিজ্ঞানী দিলীপ মহলানবীশ। বয়স হয়েছিল ৮৭ বছর। স্যালাইনের বদলে ওআরএস খাইয়ে কলেরা রোগী সুস্থ করে দিশা দেখিয়েছিলেন দিলীপ।
West Bengal News Live: পর্ষদ অফিসের দিকে আন্দোলনকারীদের যেতে পুলিশের বাধা, হুঁশিয়ারিতেও অনড় চাকরিপ্রার্থীরা
পর্ষদ অফিসের দিকে আন্দোলনকারীদের যেতে পুলিশের বাধা। হুঁশিয়ারির মুখেও করুণাময়ীতেই রাস্তায় বসে বিক্ষোভ। বেশ কয়েকজন অসুস্থ।
WB News Live Updates: ব্যাঙ্কক যাওয়ার অনুমতি পেতে এবার আগাম হাইকোর্টে অভিষেক শ্যালিকা মেনকা
ব্যাঙ্কক যাওয়ার অনুমতি পেতে এবার আগাম হাইকোর্টে অভিষেক শ্যালিকা মেনকা। মায়ের অসুস্থতার কারণ দেখিয়ে আবেদন। পরশু শুনানির সম্ভাবনা।
West Bengal News Live: ইডি হেফাজতেই মানিক, সুপ্রিম কোর্টে কাল শুনানি
ইডি হেফাজতেই মানিক, সুপ্রিম কোর্টে কাল শুনানি
WB News Live Updates: বঙ্গ বিজেপির কোর কমিটির সদস্য মিঠুন চক্রবর্তী
বঙ্গ বিজেপির কোর কমিটির সদস্য মিঠুন চক্রবর্তী। পঞ্চায়েত ভোটের আগে বঙ্গ বিজেপির নতুন কোর কমিটি। জাতীয় কর্ম সমিতির সদস্য হিসেবে কমিটিতে স্বপন দাশগুপ্ত, অনিবার্ণ গঙ্গোপাধ্যায়।
West Bengal News Live: সরকারি ও বেসরকারি হাসপাতালে নিত্যদিনই বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা
সরকারি ও বেসরকারি হাসপাতালে নিত্যদিনই বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। তার ওপর এবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে ডেঙ্গির উপসর্গে পরিবর্তন। উদ্বিগ্ন চিকিত্সকরাও। এরইমধ্যে আজ ডেঙ্গি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপের দাবিতে দক্ষিণ দমদম পুরসভায় ডেপুটেশন দিল বিজেপি।