West Bengal News Live: বর্ষায় জল জমার সমস্যা মেটাতে এবার উদ্যোগী হল হাওড়া পুরসভা
Get the latest West Bengal News and Live Updates: দেখে নিন এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর একনজরে
LIVE
Background
উপ নির্বাচনে (West Bengal By Poll) পরাজয়ের পরেই প্রকাশ্যে বিজেপির অন্দরে বিদ্রোহ। নেতৃত্বকে তোপ দেগে দলীয় পদ ছাড়লেন মুর্শিদাবাদের বিধায়ক সহ ৩ নেতা। বিক্ষুব্ধ বহরমপুরের বিধায়কও।
জেলা সভাপতির ওপর ক্ষোভ। পদ থেকে অব্যাহতি চাইলেন বিজেপির নদিয়া উত্তরের ১০ পদাধিকারীর। দলের ক্ষতি হবে না, পাল্টা নদিয়া উত্তরের বিজেপি সভাপতি।
সংগঠনে বড় ধাক্কা। রাজ্য বিজেপির গুরুত্ব সহকারে বিশ্লেষণ করা উচিত। সৌমিত্র খাঁর পর এবার সরব অনুপম হাজরা। জানানো হবে কেন্দ্রীয় নেতৃত্বকে, প্রতিক্রিয়া সুকান্তর।
দলীয় কর্মীর ওপর হামলার পরেও পাশে দাঁড়াননি নেতারা। আসানসোলে ভরাডুবির পর বিস্ফোরক বিজেপির মিডিয়া সেলের নেতা। প্রার্থী না করায় ক্ষোভ, পাল্টা লক্ষ্ণণ ঘোড়ুই।
ধানতলায় নাবালিকা ধর্ষণ-খুনে এক বিজেপি বিধায়ক সহ ২ নেতার কথোপকথনের অডিও ভাইরাল।
ধর্ষণ হলে বিরোধীরা ইস্যু করবেই। ধানতলাকাণ্ডে বিজেপির ২ নেতার অডিও টেপ ভাইরালের পর দাবি সুকান্তর। তৃণমূলকে বদনাম করতে বৃহত্তর ষড়যন্ত্র, পাল্টা কুণাল।
হাঁসখালিকাণ্ডে ডিএনএ টেস্টের জন্য মূল অভিযুক্ত-সহ ৩ জনের ডিএনএ-র জন্য নমুনা সংগ্রহ সিবিআইয়ের। যাঁদের বয়ান নিয়েছিল পুলিশ, তাঁদের জিজ্ঞাসাবাদের সম্ভাবনা।
শান্তিনিকেতনে নাবালিকা গণধর্ষণের অভিযোগে এখনও অধরা অভিযুক্তরা। বিক্ষোভ বাম-বিজেপির। সিবিআই তদন্তের দাবি। নাটক, পাল্টা তৃণমূল।
৫ দিনে ৮ বার জায়গা বদল। ফোন-সিম পাল্টেও হল না শেষরক্ষা। ৫ দিনের মাথায় হাওড়ার জয়পুর থেকে গ্রেফতার বেহালাকাণ্ডে মূল অভিযুক্ত সোমনাথ বন্দ্যোপাধ্যায়-সহ ৭।
বেহালাকাণ্ডে ধরা পড়ার পরেই বিস্ফোরক বহিষ্কৃত তৃণমূল নেতা সোমনাথ বন্দ্যোপাধ্যায়। (বাইট- একুশের স্বার্থ শেষ তাই ফাঁসানো হয়েছে)
ভোট বৃদ্ধির জন্য বালিগঞ্জে মিছিল পরাজিত সিপিএম প্রার্থীর। হেরেও নির্লজ্জের মতো আচরণ। ক্লাস নেই, ট্যুইট বাবুলের। কার কী ক্লাস ট্যুইটেই বোঝা যায়। পাল্টা সায়রা।
১০ দিনে এসএসসি-র চাকরিপ্রার্থীদের রিলে অনশন, অসুস্থ ৫। অনশনমঞ্চে একসঙ্গে বাম-বিজেপি। নিশানা রাজ্য সরকারকে। আন্দোলনে ইন্ধন বিরোধীদের, পাল্টা
WB News Live Updates: বর্ষায় জল জমার সমস্যা মেটাতে এবার উদ্যোগী হল হাওড়া পুরসভা
বর্ষায় জল জমার সমস্যা মেটাতে এবার উদ্যোগী হল হাওড়া পুরসভা। প্লাস্টিকের ক্যারি ব্যাগের ব্যবহার রুখতে গঠন করা হবে টাস্কফোর্স। কথা না শুনলে দিতে হবে জরিমারা। এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে পুরসভার তরফে। সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বাসিন্দারা।
West Bengal News Live: আমফানে ক্ষতিগ্রস্তদের কাছ থেকে ক্ষতিপূরণের টাকা ফেরত চেয়ে নোটিস
টাকা পেয়ে বাড়ি মেরামত করেন ক্ষতিগ্রস্তরা। আমফানের প্রায় ২ বছর পরে টাকা ফেরত চেয়ে ক্ষতিগ্রস্তদের নোটিস। নোটিস পেয়ে বিপাকে ক্ষতিপূরণ প্রাপকরা। ‘এতদিন বাদে টাকা ফেরত চাইলে কোথা থেকে দেব?’ দাবি আমফানে টাকা পাওয়া ক্ষতিগ্রস্তদের।
WB News Live Updates: আমফানে ক্ষতিগ্রস্তদের কাছ থেকে ক্ষতিপূরণের টাকা ফেরত চেয়ে নোটিস
‘সরকারি ক্ষতিপূরণ ৫০০০ টাকার বদলে ১০ হাজার টাকা দেওয়া হয়েছে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট মারফত দেওয়া হয় টাকা। অবিলম্বে ৫০০০ টাকা ফেরত দিতে হবে।' শালবনির বিডিও-র দেওয়া নোটিসে উল্লেখ।
West Bengal News Live: আমফানে ক্ষতিগ্রস্তদের কাছ থেকে ক্ষতিপূরণের টাকা ফেরত চেয়ে নোটিস
আমফানে ক্ষতিগ্রস্তদের কাছ থেকে ক্ষতিপূরণের টাকা ফেরত চেয়ে নোটিস। পশ্চিম মেদিনীপুরের শালবনি ব্লকের ১০ নম্বর কর্ণঝড়ের ভাদুতলার ঘটনা। আমফানে ৫ জন বাসিন্দার বাড়ি ভেঙে যাওয়ায় দেওয়া হয় ক্ষতিপূরণ।
WB News Live Updates: ইটভাটায় কাজ করতে গিয়ে মৃত্যু দিনহাটার দুই শ্রমিকের
ইটভাটায় কাজ করতে গিয়ে ইট চাপা পড়ে মৃত্যু হল দিনহাটা ২ নম্বর ব্লকের দুই শ্রমিকের। চৌধুরীহাট গ্রাম পঞ্চায়েতের চান্দেরকুঠি এলাকার বাসিন্দা যোগেন বর্মন এবং বামনহাট এক নম্বর গ্রাম পঞ্চায়েতের পোয়াতুরকুঠি এলাকার বাসিন্দা মজনু শেখ বিহার রাজ্যের কিসানগঞ্জের একটি ইটভাটায় কাজ করতেন।