West Bengal News Live : নিষিদ্ধ ছট পুজো, প্রবেশ নিষেধ নোটিস টাঙানোর পাশাপাশি ঘিরে দেওয়া হল দুই সরোবরের গেট
West Bengal News : জেলা থেকে জেলা , গুরুত্বপূর্ণ খবর এক নজরে
LIVE
Background
- জয়নগরকাণ্ডে চারদিন পার। এখনও গ্রামে আতঙ্ক। পিটিয়ে খুন, অগ্নিসংযোগকাণ্ডে এখনও গ্রেফতার শূন্য। তোলপাড়ের মধ্যেই জয়নগর থানার আইসি বদল। ধৃত ২ জনের ১১ দিনের পুলিশ হেফাজত।
- আমডাঙায় তৃণমূলের পঞ্চায়েত প্রধান খুন, তার আগে হুমকি দেওয়ার অভিযোগ। নেপথ্যে সিন্ডিকেট বিবাদ, পিছনে তৃণমূল, অভিযোগ মৃতের বাবার। বোমার বাড়বাড়ন্ত পুলিশের অজ্ঞতায়, বিস্ফোরক অর্জুন
- অন্যদিন সঙ্গে লোক থাকলেও খুনের দিন একা ছিলেন তৃণমূল নেতা, খোঁজখবর করে খুন, অভিযোগ প্রত্যক্ষদর্শীর। ধৃত আনোয়ারের ৭ দিনের পুলিশ হেফাজত। খুনের আগে হয়েছিল রেকি, ধারণা পুলিশের।
- দ্বিতীয় ময়নাতদন্তের আবেদনে সাড়া না দিলেও, আমহার্স্ট স্ট্রিটকাণ্ডে দেহ এসএসকেএমে নিতে বলল হাইকোর্ট। থানার ফুটেজ সংরক্ষণের কথাও জানিয়েছে আদালত। মামলায় যুক্ত হতে পারবে মৃতের পরিবার।
- তৃণমূল জমানায় দুর্নীতি নিয়ে একের পর এক মামলা। ইঙ্গিতপূর্ণ মন্তব্য পদত্যাগী এজির।
- কয়লা পাচার মামলায় মলয় ঘটককে রক্ষাকবচ দিল না দিল্লি হাইকোর্ট। কলকাতাতেই জিজ্ঞাসাবাদ করতে পারবে ইডি, আইনমন্ত্রীকে জানাতে হবে ২৪ ঘণ্টা আগে নোটিস দিয়ে, জানাল আদালত।
- অভিষেক-রাহুল গাঁধীর সাক্ষাৎ প্রসঙ্গ তুলে এবার কংগ্রেসকে কটাক্ষ সেলিমের। মনে করালেন ২০১১-য় তৃণমূলকে কংগ্রেসের সমর্থনের কথা। নিজেরা জ্ঞান অর্জন করুন, পাল্টা অধীর।
- বিশ্বকাপ ভারতীয় ক্রিকেট দলের অনুশীলনের জার্সি কেন গেরুয়া? রাজনীতি চলছে, অভিযোগ মমতার। এরপর তো বলবেন, জাতীয় পতাকায় গেরুয়া রঙ কেন উপরে? পাল্টা রাহুল সিন্হা।
- ১০০ দিনের শ্রমিকদের পেটের ভাত মেরে, টাকা না দিয়ে বিজ্ঞাপনে সব খরচ করছে বিজেপি, অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের। বললেন, ৩৪ বছর সিপিএমের সঙ্গে লড়েছি, এখন ল়ড়তে হচ্ছে বিজেপির সঙ্গে।
- রেশন দুর্নীতি নিয়ে সব জানতেন জ্যোতিপ্রিয়! তাও ব্যবস্থা নেননি। জেরায় স্বীকার করেছেন বালুই, দাবি ইডির। হাবড়ায় জেলবন্দি নেতার জন্মদিন পালন অনুরাগীদের।
- এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার জন্য হাইকোর্টে নতুন বেঞ্চ গঠন। ৬ মাসের মধ্যে বিচার শেষের নির্দেশ সুপ্রিম কোর্টের। বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে গেল মামলা।
West Bengal News : নিষিদ্ধ ছট পুজো, প্রবেশ নিষেধ নোটিস টাঙানোর পাশাপাশি ঘিরে দেওয়া হল দুই সরোবরের গেট
জাতীয় পরিবেশ আদালতের নির্দেশে, এবারও ছট পুজো নিষিদ্ধ রবীন্দ্র সরোবর এবং সুভাষ সরোবরে। প্রবেশ নিষেধ নোটিস টাঙানোর পাশাপাশি দুই সরোবরের গেট ঘিরে দেওয়া হয়েছে বাঁশের ব্য়ারিকেড দিয়ে। বিকল্প হিসাবে ছটপুজোর জন্য শহরের বিভিন্ন জায়গায় তৈরি করা হচ্ছে কৃত্রিম জলাশয়।
WB News Live : আমদাবাদে বিশ্বকাপ ফাইনালের আঁচ কলকাতাতেও, ক্লাবে ক্লাবে উদযাপনের প্রস্তুতি
আমদাবাদে বিশ্বকাপ ফাইনালের আঁচ কলকাতাতেও। ক্লাবে ক্লাবে উদযাপনের প্রস্তুতি। ভারত-অস্ট্রেলিয়া ফাইনাল উপলক্ষে তৈরি অভিনব মিষ্টিও। সেই মিষ্টি পাঠানো হচ্ছে রোহিত-বিরাটদের।
West Bengal News : ২৯ নভেম্বর কলকাতায় সমাবেশে যোগ দিতে পারেন শাহ
লোকসভা ভোটের আগে ফের বঙ্গে আসতে পারেন অমিত শাহ । ২৯ নভেম্বর কলকাতায় সমাবেশে যোগ দিতে পারেন শাহ।
ধর্মতলায় 'বঞ্চিত'দের নিয়ে সমাবেশের আয়োজন করছে বিজেপি। সমাবেশে যোগ দিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে আমন্ত্রণ বঙ্গ বিজেপির। এখনও অমিত শাহের দফতর থেকে সবুজ সঙ্কেত মেলেনি। অমিত শাহের বঙ্গ সফর নিয়ে কটাক্ষ ফিরহাদ হাকিমের
WB News Live : ২৪ ডিসেম্বর ব্রিগেডে লক্ষ কণ্ঠে গীতাপাঠের আয়োজন, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ উদ্যোক্তাদের
২৪ ডিসেম্বর ব্রিগেডে লক্ষ কণ্ঠে গীতাপাঠের আয়োজন। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ উদ্যোক্তাদের। ব্রিগেডে লক্ষ কণ্ঠে গীতাপাঠের আয়োজন করেছে একাধিক সনাতনী সংগঠন। দিল্লি গিয়ে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারও। গীতাপাঠ করে হবেটা কী? আমরা পাণ্ডব, ওরা কৌরব, কটাক্ষ কুণালের
West Bengal News : রাস্তা খারাপ, ঢোকেনি অ্যাম্বুল্যান্স, খাটিয়ায় চাপিয়ে হাসপাতালের পথে মৃত্যু রোগীর
এবার মালদার বামনগোলায় লজ্জার ছবি! রাস্তা খারাপ, ঢোকেনি অ্যাম্বুল্যান্স, খাটিয়ায় চাপিয়ে হাসপাতালের পথে রোগীর মৃত্যু।
১০ কিমি দূরে হাসপাতালে নিয়ে গেলে ২৪ বছরের বধূকে মৃত ঘোষণা। খাটিয়ায় চাপিয়ে হাসপাতালে নিয়ে যাওয়ার ছবি ভাইরাল হতেই তুলকালাম। রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের। অবরোধ তুলতে গেলে বিডিওকে ঘিরে বিক্ষোভ।