Pan 2.0: সবাইকেই কি নতুন প্যান কার্ডের জন্য আবেদন করতে হবে? কী জানাল কেন্দ্রীয় অর্থ মন্ত্রক?
AP Ananda Live: 'যাঁদের কাছে প্যান কার্ড রয়েছে, তাঁদের নতুন কার্ডের জন্য আবেদন করতে হবে না' জানিয়ে দিল কেন্দ্রীয় অর্থ মন্ত্রক। গত সোমবার নতুন প্রযুক্তির প্যান কার্ড চালুর কথা ঘোষণা করেছিল মোদি সরকার। তারপরেই যাঁদের আগে থেকেই প্যান কার্ড আছে, তাঁদের মধ্যে বিভ্রান্তি দেখা দেয়। প্রশ্ন উঠেছিল, সবাইকেই কি নতুন প্যান কার্ডের জন্য আবেদন করতে হবে? সেই বিভ্রান্তি দূর করতেই, পুরনো প্যান কার্ডেই কাজ চলবে বলে ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। তবে নাম, ঠিকানা, মোবাইল নম্বর ইত্যাদি পরিবর্তন করতে গেলে, নতুন প্যান কার্ডের জন্য আবেদন করতে হবে।
উত্তাল বাংলাদেশ। উত্তেজনায় ফুটছে পড়শি দেশ। হিন্দু সন্ন্যাসীকে গ্রেফতার ও জামিন নাকচ করে দেওয়ার পর সংখ্যালঘু হিন্দুদের প্রতিবাদ প্রবল হয়েছে। ইসকনও ভারত সরকারকে পদক্ষেপের জন্য অনুরোধ জানিয়েছে। এই পরিস্থিতিতে কড়া বিবৃতি দিয়েছে ভারত। উদ্বেগ প্রকাশ করে ভারত সরকারের বিদেশমন্ত্রকের তরফে বলা হয়েছে, বাংলাদেশ সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র চিন্ময়কৃষ্ণ দাসকে গ্রেফতার ও জামিন নাকচ করার বিষয়টিতে গভীর উদ্বেগের সঙ্গে দেখা হচ্ছে। বাংলাদেশে চরমপন্থী গোষ্ঠীর দ্বারা হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের উপর একাধিক হামলার ঘটনা ঘটেছে। সংখ্যালঘুদের বাড়িঘর ও ব্যবসায়িক প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ ও লুঠপাটের পাশাপাশি চুরি, ভাঙচুর, দেবতা ও মন্দির ভাঙচুর করার একাধিক ঘটনা ঘটেছে।